@@Null-j9kহাসিনাকে ক্ষমতায় দেখতে চাইলে উনার গ্ৰামের বাড়ি গুঁড়িয়ে দেয়া হতো না। উনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। যতো দিন আওয়ামীলীগে ছিলেন ততো দিন দুই পক্ষেরই সমালোচনা করেছেন, এখনো তাই করেন।
রণি সাহেব বারবার একটা কথায় বলতে চায়ছে, সেটা হলো, ড. ইউনুস সাহেব বুড়ো মানুষ। মানলাম বুড়ো মানুষ, বাট তার মধ্যে আপনার চেয়ে তারুন্য, জ্ঞান, সৎ, সুনাম সব গুলোই বেশি আছে। বারবার বুড়ো বলে নিজেইকে ছোট করবেন না।
ভাই আপনার বুঝতে ভুল হয়েছে সে এটাই বুঝাতে চাচ্ছে এত নরম কোথায় কাজ হবে না আর একটু গরম হইতে হবে কারণ এ জাতি খারাপ এটা কি ঠিক করতে হলে নিজেকে একটু শক্ত হতে হবে
প্রাণবন্ত, শিক্ষনীয়, যুগপৎ আলোচনা শুনলাম। প্রতিটি বিষয় একজন নাগরিক হিসাবে এবং সমাজসেবক হিসেবে, হৃদয়ের কথা বলে, আমাকে স্পর্শ করেছে। স্যালুট জনাব গোলাম মওলা রনি। সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা রইলো। অনেক ধন্যবাদ উপস্থাপককে, সুন্দর একটি যুগপৎ আলোচনা, সুদক্ষতার সহিত উপহার দেবার জন্য।
চমৎকার পরামর্শ 🎉 এভাবে রাজনীতিক আর দেশপ্রেমিক অভিভাবকদের সাথে উপদেষ্টা মণ্ডলী বৈঠক করে একটা কর্মপদ্ধতি প্রণয়ন করলে স্বল্প সময়ে প্রশাসন সংস্থা বাহিনী আর্থিক প্রতিষ্ঠান সংস্কার সম্ভব। নিরাপদ মানবিক বাংলাদেশ গড়তে জরুরি পদক্ষেপ প্রয়োজন 🎉🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@@md.zahidhossain1248ভাই,যে লংকায় যায় সেই রাবণ। আপনি আশা করতেই পারেন কিন্তু বাস্তবতা এত সহজ না।রাজনীতিবিদদের মাথার চুল যতো পাকে তারা ততো পরিপক্ব হয়।সেটা ইউনূস সাহেবের ক্ষেত্রেও প্রযোজ্য।না হলে উনি নতুন করে আরও কয়েক জন উপদেষ্টা নিয়োগ দিতেন না।
রনি ভাই,কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা তাদের শিক্ষককে লাচ্ঞিত করছে।সেই শিক্ষক যদি দুর্নীতিগ্রস্থ হন প্রচলিত আইনে তাকে অপসারন করা যেতে পারে।ছাত্ররা তার শিক্ষকের সাথে অসদাচরন করা কি ঠিক হচ্ছে?
জনাব গোলাম মাওলা রনি সাহেব রে আল্লাহ নেক হায়াত দান করুন। আমি এই আলচনা থেকে জা বুজতে পেরেছি তা পুরো বাংলাদেশের সংকোট গুল ও সঠীক সমাধান হতে পারে সবটুকো দিকে সাক্সেস হতে পারলে আমি মনে করি বাংলাদেশ ঘুরে দারাবে ইনসাআল্লাহ্।