যমুনা টিভি কি পারবে ফেনীর আলোচিত নুসরাত হত্যার তথাকথিত আসামি মাদ্রাসা শিক্ষক সিরাজুদ্দৌলার ঘটনা তদন্ত করতে ? যমুনা টিভি কি পারবে চট্টগ্রামের আলোচিত এসআই বাবুল আক্তার এর সঠিক তদন্ত রিপোর্ট বের করতে ? পারবে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর দালাল বনজ কুমার এর বিরুদ্ধে তদন্ত রিপোর্ট করতে ? আজকের নির্যাতনের ভুক্তভোগী হিন্দু ছিলো বিদায় ভারতের ইশারায় যমুনা টিভি নেমেছে । তথাকথিত মানবাধিকার সংগঠন ও নেমেছে ।
পুলিশত অহরহ এইগুলা করেই জাইতেছে পুলিশ যাকরে তাই ঠিক পুলিশ যে সর্বদায় সারাদেশে জনঘনের উপর অন্যায় অওাচার করেই যাইতেছে এদের অওাচারে মানুষ এরা যাবলে তাই শুনতে হয় না হয় মেরে ফেলবে যেমন প্রদিপ কুমার একরে -২৪৩-জনকে খুনকরেছে এই ডিবি পুলিশ এরা দেশটা একবারে ধংশ করেদিয়্ছে এদের দরকার ছিল জবাইকরে দেওয়া কোডেত বিচার নাই কোডত চলে উপরের ঈশারায় ,
হিন্দু ভাইয়েরা এখন বুজেন পুলিশ যে কিভয়ংকর এ পুলিশরা মাকেও ধর্শ্যন করা তাদের কোন ব্যপারনা এই বিনা ভোটের সরকারের আমলে পুলিশরা ব্যপোরুয়া হইয়া গেছে তাদের মধ্যে প্রতি যোগিতা অনেকই এই দরনের বিনা দোশে মানুষকে ফাসিয়ে অনেক অর্থ স্বর্ন অলংকার আদায় করে এগুলা দেখে অন্যপুলিশরা লোভেপরে যায় যে আমরাও তাকরব তখন তারও এপথে পাবারায় বাংলাদেশের পরওেকটা থানার ওছি এসপি কতটাকা বেতন পায় তদন্তকরে দেখুন এরা হাজার হাজার কুটি টাকার মালিক সারা বিশ্বের মানুশ যে কোন সমাশ্যা সমাধানের জন্য ছুটেযায় পুলিশেরনিকট আর বাংলাদেশের পুলিশ দেখলেই মানুষ ভয়ে পাগল হয়ে যায় এরা বনের হিংস্র বাঘের চেয়েও ভয়ংকর নিরহ অথবা ভিন্নমতের মানুষ যদি কোনপ্রকার বিচার নিয়ে যায় তাও মামলা নেয়না বরং উল্টা এদেরকে নানা ধরনের হুমকি ধমকি দিয়ে বেরকরে দেয় তবে মামলা নেয় পুলিশদের বাবা আওয়ামিলীগের নেতা হলে নামশুনতেই অতি তারাতারী মামলা নিয়ে নেয় ঘুষের কথাও বলেনা যাদেয় পকেটে ঢুকায় এই হল পুলিশ প্রসাশনের চরিএ এই সরকারের আমলে পুলিশের কোনপ্রকার বিচার হয়না বিচার হয় এ থানা থেকে অন্য থানায় বদলি এই হল বিচার ব্যবস্তা সেজন্যই পুলিশ দিনের দিন বেপরুয়া হইয়া ওঠছে ,
আমাদের দাবি যমুনা টেলিভিশনের উপর আপনারা ঔ ভুক্তভোগী পরিবার কে রক্ষা করুন। এবং যারা এই নাটক সাজিয়েছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ায় অনুরোধ রইলো।
একটু আগে ঢাকার কাওরান বাজারে মাননীয় মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক ভাইয়ের একটি রিপোর্ট এবং সরোজীবীনের তদন্ত দেখলাম ভালো লাগলো। আমাদের প্রত্যাশা এই সংখ্যালঘু পরিবারটির পাশে যেন এরকমই একজন এলাকার অভিভাবক মন্ত্রী কিংবা এমপি যেন বিষয়টি তদন্তপূর্বক পরিবারটিকে রক্ষা করেন ধন্যবাদ।
যে কয়জন ডিবি অফিসার এই মহিলা কে অন্যায় ভাবে নির্যাতন করেছে তাদের কে শীঘ্রই বহিষ্কার করা হোক এমনকি এই ডিবি অফিসার গুলো কে এমন শাস্তি দেওয়া হোক যাতে আর কোনো ডিবি কুত্তার বাচ্চা অন্যায় ভাবে নির্যাতন করার সাহস যেন হারিয়ে ফেলে শিঘ্রইতাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক
যারা এরকম অন্যায় অত্যাচার করছে তাদের কঠোর বিচার হোক। এসব অন্যায়কারীরা যাতে কোন ফাঁক করে না বেরিয়ে আসতে পারে তার দিকে জনগণ সচেতন থাকুন। আইন বহন কারি পুলিশ ,ডি বি হলো আপনার আমার ভাইদেরকে সবসময় ভালো পরামর্শ দিন ভালো কাজের জন্য উৎসাহিত করুন
মনে হলো আমার ছোট আদরের বোনটি আজ নিযাতনের স্বীকার, হৃদয় টা কেপে উঠলো, আর বললাম আল্লাহ তুমি শ্রেষ্ঠ বিচারক, তুমি এদেশকে এবং এদেশের মানুষকে রক্ষা কর এবং আমাদের জন্য শ্রেষ্ঠ শাসক পাঠিয়ে দেন যেন এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। আমিন
@@samsuuddinripon5781 এই সু য়ারের বাচ্চা মানলাম ওসি প্রদীপ খারাপ তাই বলে তুই এখানে এটা বলে কি বুঝাইলি?শুধু হিন্দু পুলিশরা খারাপ আর মুসলিম পুলিশ ভাল?সালা তুই তো হিন্দু বিদ্বেষী।নাকি তুই নিজেও ডাকাত
শাস্তি শুরু হয়ে গেছে। কেউ কারুর না ভয়ে সবায় কথা বলা বন্ধ করে দিছে এই অপরাধীর সাথে এটা প্রথম শাস্তি। জেল,জরিপানা,চাকরি চলে যাওয়া এইগুলা ত আছেই। দুনিয়া টা এতো সোজা না মাথা ঠান্ডা রেখে বেশি বেশি হেদায়েত চাইতে হবে।
পৃথিবীতে আল্লাহর কোন শক্তি নাই। যারা এই সন্ত্রাসী আল্লাহ বানিয়েছে তারাই পৃথিবীকে সন্ত্রাসের কারাদত কায়েম করতে চায়। মোহাম্মদের বানানো আল্লাহ পৃথিবীকে ধ্বংস করছে তাই অনর্থক আল্লাহর ব্যবহার না করাই ভালো।
পৃথিবীতে যেখানে আল্লাহ বেশি ওখানে এরকম সন্ত্রাসী হামলা সন্ত্রাসী কার্যক্রম বেশি। আল্লাহর নির্দিষ্ট পৃথিবীর শত্রু। তাই আসুন আমরা মোহাম্মদের বানানো আল্লাহ থেকে বিরত থাকি মানুষ হই মানুষের সেবা করি
ভাই আমরা যারা আল্লাহ পাক কে ভয় করি , তারা কোন ধর্মের লোকের উপর বা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করতে পারিনা, যারা কোনো মানুষের উপর অত্যাচার করে তারা কোন ধর্মের হতে পারে না, এবং তারা মানুষের পর্যায়ে পরে না মানুষই না।
অনেক কষ্ট পেলাম, এই ডিবির আচরণে। এইসব পুলিশদের চাকরি থেকে বহিস্কার করে বিচারের আওতায় আনা হোক। এইসব পুলিশের বাবা মায়ের পরিচয় নাই, তাই ওরা এমনটা করতে পারে।