ভাই আমি ট্রাক ড্রাইভার দেশের ও কুয়েতের হেভি লাইসেন্স আছে দুই দেশের ২০০৭ থেকে ২০২৪ পযন্ত,ডুবাই এসেছি একমাস হল ডুবাইতে 4.no,লাইসেন্স নিতে আমার কুয়েতের হেভি লাইসেন্স কি এখানে এলাও হবে।
রুবেল ভাই, আমি এই প্রশ্নের উত্তর টা খুজতেসি, এখন তো আর ডেলিকেট নাই যে ইন্টারভিউ দিয়ে যাবো, তো এখন যেতে এজেন্সি বাংলাদেশের লাইসেন্স চায় এখন আমার তো লাইসেন্স নাই আর যদিও আমি লাইসেন্স দিয়ে যাই, তো সেখেত্রে আমার এই লাইসেন্স কি কোম্পানি তে শো হবে?? প্লিজ প্লিজ প্লিজ রুবেল ভাই দয়া করে জানাবেন ধন্যবাদ
দালালের কথায় কান দিবেন না। ডুবাইতে টেক্সি ড্রাইভিং ভিসায় কেউ প্রিভিলেজ অফিসের হয়ে আসবেন না।এক বছর হয়ে গেছে এখনো গাড়ি পাইনি।লাইসেন্স হয়েছে ৩ মাস হলো।খাবারের যে ৫০০ দেরহাম পাওয়ার কথা এই অফিসের মাধ্যমে আসলে ৪/৫ মাসেও পাবেন কি না সন্দেহ আছে।