অনেক সুন্দর বলেছেন সেসের কথা গুলো এখন দুই দেশের হেদায়েত দান করুন হাসিনা তো দেশের বারোটা বাজিয়েছে, এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডঃ মুহাম্মদ ইউনূস স্যার ১০ আগষ্ট ২০২৪ আসলেন মাত্র ১৭ দিন হয় ইউসুফ স্যার বলেছেন ও সকল জনগণ সিদ্ধান্ত নিয়েছে ইনশাআল্লাহ হবেন এর পর কে আসবে আল্লাহ পাক জেনো ভারত ও বাংলাদেশে ইমান্দার রাজা দান করেন
নদীর পাশে নদী খনন করেন বাধ দিয়ে, পরে বাধ ভেঙ্গে দিবেন যাতে সব পানি আসলে নদীতে চলে যেতে পারে। আমাদের নদীতে গভীরতা নাই, পানি বেশি নিতে পারে না। নদী খনন করে গভীরতা বাড়াতে পারলে ভারত থেকে যতই পানি আসুক নদী গ্রহন করতে পারতো এবং সারা বছর এই পানি ব্যবহার করে কৃষিকাজ করা যেত ভারতের কাছে পানির জন্য চাওয়া লাগতো না।
১৮১ টি বাঁধ দিল ভারত ! খুবই খারাপ কথা ! আর আমরা ৫৩ বছরে পরীক্ষামূলক ভাবে হলেও ১৮১ টি বাঁধের বিপরীতে ১ টা ‘’টাঁধ’’ও দিতে পারি নাই !! এই ”টাঁধ” বা “ Anti-Barrage” বাঁধের বিপরীত একটা শব্দ। একটা টাঁধের সাফল্যই আমাদেরকে ১৮১ টি ’টাঁধ’ দিতে প্রেরনা যোগাবে ইন্শা আল্লাহ্।
ভাই, রাষ্ট্রের দোষ দিয়ে লাভ নেই। আমি যদি আমার অধিকার জোরালোভাবে না চাই, কেউ এমনি দিবে না। নতজানু কূটনীতি যেমন ভালো না, আবার আমরা অনেকেই আক্রমণাত্মক আচরণ করছি। এটাও ঠিক না। সব দেশ নিজের স্বার্থ আগে দেখবে।
আমাদের উচিত সকল নদী গুলো গভীর খনন করা যেন ভারত যখন অতিরিক্ত পানি ছেড়ে দিবে আমরা সেটা ধরে রাখবো । বছরের পর বছর ভারত অতিরিক্ত পানি ছেড়ে যাচ্ছে আমরা কেন সেটা ধরে রাখার পথ তৈরি করি না? বঙ্গোপসাগরে আমাদের অংশ আমাদের একটা বাঁধ তৈরি করা দরকার যেটা দিয়ে দেশের সকল নদীতে পানি সরবরাহ করা যায় সারাবছর।
কথা গুলো আমার সোনার বাংলার মানুষের সবার জন্য ।সব্র দলীয় নেতা।ও সব্র ত্য বুদ্ধীজীবী এবং দেশ কারীগর কৃষক মজুর শ্রমীক সকলের জন্য গুরুপ্ত পুন্ন। বাংলার সকল সম্প্রদায়ের জনগনকে জানিয়ে দেয়া হোক।
নর্মদা নদী ভারতের দক্ষিণে প্রবাহিত। তার কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়তে পারে না।তেহরি বাঁধ উত্তরাখণ্ডে ।তার প্রভাবও বাংলাদেশে পড়া অসম্ভব। তাহলে এই ভুয়ো তথ্য কেন দেন?
আপনারা মিথ্যা কথা বলেন।মিথ্যা বললে পাপ হয় না। বাধ খুলে নি নিজে নিজে খুলেছে। বাংলাদেশের ৮০ ভাগ বন্যা ভারতের কারনে হয়।১৯৮৮ সালে ১ লাখ মানুষ মারা গেছে ভারতের জন্য। এইবার বাংলাদেশে ১০০ জন মারা গেছে,১ লাখ প্রাণি মারা গেছে, ১কোটি মানুষ নিঃস্ব,১০০০০ কোটি টাকা ক্ষতি,প্রতিবছর সিলেটে ভয়াবহ বন্যা হয় ভারতের বাধের জন্য।
পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখলাম শেষের কথাগুলি খুব ভালো লাগলো এটাই বাস্তবতা শেখ হাসিনা ও আমেরিকা কে বলেছিল যে আমরাও সেংশন দিব যত বড় মুখ নই তত বড় কথা এখন তিনি নিজেই সেংশনে পড়ে গেছেন
পদ্মা নদীর অতিরিক্ত পানি ডাইভার্স করার জন্য খুলনা অঞ্চল দিয়ে বৃহত্তর একটা চ্যানেল বঙ্গোপসাগর পর্যন্ত খনন করা দরকার।এটাই ফারাক্কা বাধের জন্য আমাদের প্রটেকশন।
বাংলাদেশ কে একটা অনুরোধ করব , তারা যেন ভারতের সবচেয়ে উঁচু জায়গায় বাংলাদেশর সমান জায়গা নিয়ে বাংলাদেশেটা দিয়ে দেয়। তাহলে তারা কিভাবে জল বন্ধ করে বন্যানিয়ন্ত্রণ করবে তারা ভেবে দেখবে।
Very thought-provoking comments made at the end of the program. Solutions need to be found through mutual discussions and trust, not by acquisition and vulgar comments,
Bangladesh got the right to get legal water sharing from these rivers. But India illegally using water of these rivers unilaterally which is not acceptable in the eye of international law. As such Bangladesh should take legal action as per international law as well as mutual understanding.
ভাই ভারতের ত্রিপুরার ভারতীয় মূল্য 15600কোটি রুপি ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ বাংলাদেশের 22227.81cr টাকা। শুধু একটাই রাজ্যের এই ক্ষতি হয়েছে আর তো বাকি আছে । আর আপনার বলেন ভারত আমাদের ক্ষতি করে দিয়েছে
নর্মদা নদীর বাঁধের জন্য বাংলাদেশ ক্ষতিগ্রস্ত বললে অযথা ঝগড়া করার মতো হবেনা? নর্মদা নদীর উৎপত্তি মধ্যপ্রদেশ এবং মোহনা আরব সাগর। এর মধ্যে বাংলাদেশ এলো কি করে? যথেষ্ট এক্সপার্টের মতো কথা বললেও প্রতিবেদকের ভৌগলিক অধ্যয়ন নেই।
As per hydraulics desighn a.dam/barrage opposite a barrage /dam dile tar water kokhnoy upper stream jabe na and seta korleoy jotesto capacity banate hobe and proper channel other wise konovabe tikbe na ar jar jonno environmental location darkar ja bangaldes a ney.tay ojukti kotha bole lov ney.
আপনার কথা সত্য। আসলে নদীতে অতিরিক্ত বাঁধ দিলেই সমস্যার সমাধান হবে না। আলাপ-আলোচনার মাধ্যমে সংকট সমাধান করতে হবে। কীভাবে নদীর নাব্যতা বাড়ানো যায়, সেদিকে নজর দিতে হবে। বাঁধের বিপরীতে বাঁধ কখনো সমাধান না, সম্ভবও না।