প্রতিটি গবাদিপশুর খামারে এরুপ একটা বায়োগ্যাস প্লান্ট স্হাপন নিশ্চিত করা হউক। অধিকন্তু আবাসিক এলাকায় সম্মিলিত সিউরেজ লাইন ব্যাবস্হায় এই ধরনের বায়োগ্যাস প্লান্ট স্হাপন করা যেতে পারে।
বর্তমানে প্রচলিত নিয়মে পাইপের মাধ্যমে বায়োগ্যাস প্লান্ট থেকে গ্যাস সংযোগ দেওয়া হয়। তবে কিছুদিন পূর্বে একটি খবরে শুনেছিলাম যে বাংলাদেশ বায়োগ্যাস থেকে সিএনজি গ্যাসে রূপান্তর করার উদ্যোগ নিচ্ছে।
3:05 - দয়া করে ভিডিওতে এসব অশ্লীল নারীদের দেখাবেন না😒। এসব বাদ দিন😒। আপনার ভিডিও অনেক ভদ্রলোক দেখে থাকে। কারণ আপনার ভিডিওগুলো শুধু বিনোদনমূলক নয়, বরং যথেষ্ট শিক্ষণীয় । এজন্য আপনার অবশ্যই ভিডিওতে এগুলো পরিহার করা উচিত। তাছাড়া আপনার ভিডিওর অধিকাংশ দর্শকই মুসলিম☪ এবং আপনি নিজেও একজন মুসলিম☪। কাজেই ভিডিওতে এসব দেখানোর ফলে আপনার অনেক ধার্মিক দর্শকরা অস্বস্তি বোধ করে । বিশেষ করে, যুবকদের অনেক পাপ হচ্ছে । আর আপনার ভিডিও দেখে যুবকরা যদি পাপকাজে জড়িয়ে পড়ে তবে তাদের গোনাহের একটি অংশ আপনার ওপরেও এসে পড়বে। কি দরকার, নিজে গোনাহগার হওয়া এবং অন্যদেরকেও গোনাহগার বানানো । তাই বলছি, এসব বাদ দিন😒। যদি দিতেই হয়, তাহলে ব্লার (ঝাপসা) করে দেবেন। নাহলে আপনার ভিডিও দেখা বন্ধ করে দেবো এবং চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবো।😒😒😞😞 যদিও আপনার ভিডিওগুলো যথেষ্ট শিক্ষণীয়।