ভোকালিস্ট হিসেবে জেমস এক নম্বর ভোকালিস্ট এতে সন্দেহ নেই। এখানে ব্যান্ড বলতে পুরো একটি দলের কথা বোঝানো হয়েছে। গুরু জেমস বিভিন্ন সময় তার ব্যান্ড দল পরিবর্তন করেছেন। তিনি যে কোন একটি ব্যান্ডে নিয়মিত পারফরম্যান্স করলে নিঃসন্দেহে এক নম্বরে থাকতেন।
এখানে জেমস বাংলাদেশের শ্রেষ্ঠ রকস্টার সন্দেহ নেই। কিন্তু তালিকা করা হয়েছে ব্যান্ড গুলোকে নিয়ে। জেমস তার জীবনে আলাদা আলাদা তিনটি ব্যান্ডে কাজ করেছেন। এই জন্য রেংকিং এ কিছুটা পিছিয়ে পড়েছেন। তবে একক ভোকালিস্ট হিসেবে অবশ্যই জেমস নাম্বার ওয়ান।