যারা শেয়ার ব্যাসিসে জায়গা কিনে নিজের ফ্ল্যাট নিজেই করতে চাচ্ছেন তারা এই গ্রুপে জয়েন হতে পারেন- Facebook Group- cutt.ly/WXbpSCE আর যারা জমি,বাড়ি,ফ্ল্যাট ও দোকান ক্রয় বিক্রয় করতে চান তারা এই গ্রুপে জয়েন হয়ে করতে পারেন - Facebook Group- cutt.ly/sXbp0mi ❤❤❤
জনাব আসসালামু আলাইকুম। বিষয় - কোন কিছু বিক্রি কিস্তি তে করতে গেলে। ভোক্তা অধিকার আইন হিসাবে বাংলাদেশ বংক থেকে একটা পারমিশন নিতে হয়। আর না হলে আপনি যদি ১লঃ লোক এর নিকট হইতে টাকা নিয়ে পালিয়ে যান। আর ১লঃ কম টাকা না হবে না। আর সংবিধান / আইন অনুযায়ী সকল জনগণ নাগরিক অধিকার যাচাই বাছাই করে কোন বিজনেস বিনিয়োগ যেতে আর এর মধ্যে কোন ফৌজদারী কার্যবিধি অপরাধ আসে। আইন এর ভাষায় অপরাধ দুই জন এর। আপনাদের বিষয় কি এই ডকুমেন্টস গুলি আছে তো। আর না হলে করে নিন। এ-ই আবেদন। কোন আবেদন দঃবিধি অপরাধ নয়।
@@saralohan6954 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ সুদ হল সত্তর প্রকার পাপের সমষ্টি । তার মাঝে সবচেয়ে নিম্নতম হল-আপন মায়ের সাথে ব্যভিচার করা (ইবনে মাজাহ) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা:) নিশ্চয়ই যে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করবে, কিয়ামতের দিন তার জন্যে নির্ধারিত রয়েছে জাহান্নাম। (বুখারী, মিশকাত)