প্রতিটা সেনা কে সাধারন মানুষ অত্তান্ত ভালবাসে কিন্ত বর্তমান যা হচ্ছে সাধারন মানুষের ঘৃন্না চলে আসছে প্রতিটি সেনার জন্য দুআ করি আল্লাহ যেন সকল সেনাকে ইসলামের জন্য কবুল করে নেন আমিন।।
আমি আমার নাবিক হবার স্বপ্নটা অল্পের জন্য পূরণ করতে পারি নাই। খুবই হতাশ হয়েছিলাম সেদিন, যেদিন শেষ মুহূর্তে বাদ পড়েছিলাম চোখের ত্রুটির কারণে। খুব করে চেয়েছিলাম সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য হতে। কারণ আমার শিরা উপশিরায় বইছে একজন সৈনিকেরই রক্ত। আর সৈনিকের বীরত্বগাঁথা শুনলেই টগবগ করে আমার রক্ত কণায়।
বাংলাদেশের নৌ-বাহিনিকে বাংলা ভাসার প্রতি গুরুত্ব দেয়ার অনুরোধ রইলো,,,কথোপকথনগুলো বাংলায় বেশি বলার চেষ্টা করবেন,,,ভালোবাসা ও অসংখ্য শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশ নৌ-বাহিনীর প্রতি❤️❤️❤️
@@Mau-x5m ভাই আমার কথা হলো ইংরেজি, চাইনিজ,স্পেনিস যে ভাষাই শেখার প্রয়োজন শিখুক,কিন্তু নিজেদের মধ্যে তো বাংলা ভাষায় কথা বলতে পারে,,আমার যতটুকু মনে হয় চাইনিজরা নিজেদের মধ্য যথাসম্ভব নিযেস্ব ভাষায় তাদের কার্যক্রম করে থাকে,,কিন্তু যেই জাতি বাংলা ভাসার জন্য রক্ত দিলো তাদের নৌ-বাহিনী অফিসিয়াল ডিউটি যদি সম্পুর্ন ইংলিসে বলে সেটা ভালো লাগেনা আমার কাছে,,,হ্যা যখন প্রয়োজন বলবে কিনবা কথার মাঝে মাঝে দুই-একটা সেন্টেস বলতে পারে কিন্তু খেয়াল করবেন তাদের মুল কাজগুলোর কথাগুলো ইংলিশে বলে,,আমি হয়তো বুঝাতে পারতেছিনা কমেন্ট করে যা আমি বুঝস্তে চাচ্ছিলাম 😐
এটা কি বাংলাদেশের নৌ বাহিনী নাকি আমেরিকার নৌবাহিনী বাংলা ভাষার জন্য আমরা গর্ব করি কারণ আমাদের বাংলার দামাল ছেলেরা এই ভাষা রক্ষা করার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছে আজ ভিনদেশী ভাষাকে আপনারা অগ্রাধিকার দিয়ে ফেলেছেন এতে আমরা খুবই মর্মাহত।
এখানে বাংলা ইংলিশের কথা হচ্ছে কেন ভাই, বাস্তবতা বুঝতে হবে। নেভাল টার্মগুলো ইংলিশেই হয়, যা বাংলায় ভাষান্তর করলে অাপনিও বুঝবেন না। তাছাড়া একটা বাহিনীর গল্প শুধু নিজ দেশের জন্য নয়।
ভাই আবেক দিয়ে যুদ্ধ হয় না, অন্য দেশের সাথে যুদ্ধ করতে, বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজের সাথে যোগাযোগ করতে ইংরেজি জানা, বলতে এবং বুঝতে পারার দরকার আছে।
আমার ও অনেক আশা আছে । আমি একদিন বাংলাদেশ নৌবাহিনীর সৈনিক হবো।আমি একবার দারায় ছিলাম কিন্তু ওনেক দাব পারায় ছি। কিন্তু কিছু একটু সময় সেস হয়ে যায় সবনো। আমি আবার করেছি আবার কিন্তু হবো in sh Allah dowa koiro sobai Amar jonno abbu ammu sopno Amar sopno porun kortay pare Amar jonno sobai dowa koiro Abar jani hai a jai Allah hor roho motay ❤😢
বাংলাদেশী নৌবাহিনী হয়ে বাংলায় কথা না বলে ইংলিশ এ কথা বলা টা ভালো লাগলো না । বাংলায় কথা বললে আর ইংলিশ এ ট্রান্সলেট দিলে ভালো হতো । জাই হোক এমন সাহসী অভিযান দেয়ার জন্য সেলুট
যেই ভাষার জন্য প্রাণ দিয়েছে আমাদের দেশের লক্ষ্য লক্ষ্য মানুষের । আজ আমার দেশে আইনশৃঙ্খলা বাহিনী ইংরেজি ভাষা কথা বলে । কিন্তু উচিত ছিলো তারা আগে বাংলা ভাষা প্রদান দিবে , কিন্তু এখন দেখি তারা ইংরেজি ভাষা কথা বলে । এই বেপারটা খুব কষ্ট লাগছে 😢
বাংলা আমাদের মাতৃভাষা। তাইবলে অন্যভাষা বলতে পারবনা? তাই যদি হয় বিদেশি শব্দ চাড়া ১ ঘন্টা কথা বলেন দেখি পারেন কিনা। নামাজের সময়ও সুরা বাংলায় পড়িবেন।কথাগুলো বুজানোর জন্য বললাম। দয়াকরে খারাপ মন্তব্য করবেন না।
জি বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে সে বাংলা ভাষা কেন আমরা ব্যবহার করি না আমাদের নৌ বাহিনী কেন ব্যবহার করা আফসোস নাগা শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি
বিদেশের মাটিতে যখন এক্সিডেন্ট হতো সরকারি আইনজীবী ভাইয়েরা এসে যেন ১০ মিনিটের মধ্যে রাস্তা ক্লিয়ার করে এই দেশে যদি এক্সিডেন্ট হয় আইনজীবী বাইরে তো দেখা মিলবেই না সারাদিন জ্যামে পড়ে থাকতে হয় কেমন এদেশে সিস্টেম জানিনা🤲☝️🤲.....👈🌏👉🏿