Тёмный
No video :(

বাংলার প্রথম স্বাধীন শাসক শশাঙ্কের রাজধানী || কর্ণসুবর্ণ || Karna Subarna || Capital of Shashanka 

Подписаться
Просмотров 251 тыс.
% 7 029

কর্ণসুবর্ণ ছিল বাংলার প্রথম স্বাধীন শাসক শশাঙ্কের (৬০৬-৬৩৭ খ্রি) রাজধানী। সপ্তম শতকের চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাং-এর ভ্রমণ বৃত্তান্ত থেকে এর উল্লেখ পাওয়া যায়। এই রাজধানীর নিকটেই ছিল লো-তো-মি-ছি (রক্তমৃত্তিকা) মঠটি। ১৯৬০-এর দশকে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্রাপ্ত রাজবাড়িডাঙ্গার (পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার সদর সাবডিভিশনের চিরুটি স্টেশনের নিকটবর্তী যদুপুর গ্রাম) মঠের সাথে লো-তো-মি-ছি (রক্তমৃত্তিকা)-র শনাক্তকরণের জোরালো ভিত্তির বলে এখন যথার্থভাবেই বলা যায় যে, খননকৃত প্রত্নস্থলের নিকটে ছিল কর্ণসুবর্ণ। রাক্ষসীডাঙ্গার ধ্বংসস্তূপ খননে আনুমানিক সপ্তম শতকের বৌদ্ধ বিহারের ভিত্তিচিহ্ন পাওয়া গেছে, স্থানীয়ভাবে এটি রাজা কর্ণ-এর প্রাসাদ নামে পরিচিত। তবে নদীপ্রবাহ বা ভাঙ্গনের ফলে অনেক চিহ্ন মুছে গেছে। উৎকীর্ণ লিপিসহ পোড়ামাটির ফলকের (ধর্মচক্র-প্রতীক) আবিষ্কার ও এতে রক্তমৃত্তিকা মহাবিহার নামের উল্লেখ এর শনাক্তকরণের সকল দ্বিধাদ্বন্দ্বকে দূর করে দিয়েছে।
কিভাবে যাবেন :
বারহারওয়া-আজিমগঞ্জ-কাটোয়ার লুপ লাইনে অবস্থিত কর্ণসুবর্ণ রেলওয়ে স্টেশন। কলকাতা ও হাওড়া থেকে উত্তরবঙ্গগামী প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন এই স্টেশনের ওপর যায়। কলকাতা বা শিয়ালদা স্টেশন থেকে যদি আসেন তবে পলাশী রেল স্টেশনে নামতে হবে। বাসে করে আসলেও পলাশী বাসস্ট্যান্ডে নামতে হবে। তারপর পলাশী থেকে রামনগর ঘাটে আসতে হবে। ঘাট পার করে বাসে করে কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণ বাসস্ট্যান্ডের নাম যদুপুর বাসট্যান্ড। আপনি যদি হাওড়া রেল স্টেশন থেকে আসেন এবং এক্সপ্রেস ট্রেনে আসেন তাহলে নামতে হবে বাজারসৌ স্টেশনে। তারপরে বাজারসৌ থেকে বাস ধরে বা অটো ধরে যদুপুর বাসস্ট্যান্ডে নামতে হবে। আর আপনি যদি লোকাল ট্রেন ধরে আসেন তাহলে কর্ণসুবর্ণ রেল স্টেশনে নামতে হবে। যদি বহরমপুর থেকে যেতে চান তাহলে গির্জার মোড় থেকে রামনগর ঘাট লাইনের বাস বা অটোরিক্সা ধরে যদুপুর বাসস্ট্যান্ডে নামতে হবে। এছাড়া বহরমপুর খাগড়া ঘাট স্টেশন থেকে ট্রেন ধরে কর্ণসুবর্ণ স্টেশনে নামতে হবে।
বন্ধুরা , যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, সেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানলের সঙ্গে থাকবেন এই আশা রাখি ।
ব্যক্তিগত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নিচের মেইল আইডি তে মেইল করুন। manasbangla9@gmail.com
Stay Connected with me on Social Network :
Twitter : manasbangla
Facebook : manasbangla
Instagram : manasbangla

Опубликовано:

 

19 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 464   
@soumyadeepdatta8753
@soumyadeepdatta8753 3 года назад
আপনারা প্রচেষ্টাকে আমি শ্রদ্ধা করি। এই সব অবহেলিত ঐতিহ্যকে সংরক্ষিত করার জন্য আপনার প্রচেষ্টা প্রশংসার যোগ্য। অভিনন্দন ।।
@ataurrahaman2339
@ataurrahaman2339 3 года назад
হ্যা এইসব পর্যটন কেন্দ্র গুলো কে বেশি বেশি উল্লেখ করলে বাংলায় বিদেশি পর্যটক আসবেই তার জন্য পরিকাঠামো বানানো সরকারে একান্ত উচিত আপনাকে ধন্যবাদ যে লাগাতার এই ইতিহাস গুলো খুঁজে বের করে আমাদের সামনে পরিবেশন করছেন
@DKumar-zb5zm
@DKumar-zb5zm 3 года назад
@@ataurrahaman2339 .
@perfectshadowdaya5691
@perfectshadowdaya5691 3 года назад
স্যার একমাত্র আপনার মতো মানুষই আজ ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে। ।।
@abulmannan4877
@abulmannan4877 3 года назад
দাদা আমি বাংলাদেশ থেকে আপনার নিয়মিত একজন দর্শক দাদা সত্যি আমরা বাংগালীরা ইতিহাস ধরে রাখতে পারি না কস্ট লাগলো ছাগল চারণভূমি বানানো একটা ঐতিহাসিক জায়গাকে সেই সময়ের ইঁদারাকে ময়লার ভাগাড় হিসেবে ব্যাবহার করা, আর আপনাকে সবসময় মন থেকে সেলুট জানাই আমি অতীত ইতিহাস জানতে পেরে, সবশেষে ছোট্ট মা মনিটাকে আদর রইল।
@sharifhasib4691
@sharifhasib4691 3 года назад
দাদা আমি বাংলাদেশের মাদারীপুর জেলা থেকে আপনার ভিডিও দেখি
@saifulislambappy4217
@saifulislambappy4217 2 года назад
আমি ময়মনসিংহ থেকে❤️❤️
@ArunSingh-ry2pt
@ArunSingh-ry2pt 2 года назад
@@saifulislambappy4217 ভাগ শালা রোহিঙ্গা।
@ArunSingh-ry2pt
@ArunSingh-ry2pt 2 года назад
@@sharifhasib4691 মাদারীপুর নয় ওটা মাদারচোদ ।
@sajibullahfakir1642
@sajibullahfakir1642 3 года назад
ধন্যবাদ মানস বাবু, বইয়ের পাতার ইতিহাস দেখানোর জন্য। বাংলাদেশ থেকে।
@sutirthasartography
@sutirthasartography 3 года назад
জয় গৌরাধিপতি শশাঙ্ক। জয় বঙ্গভূমি। জয় ভারতমাতা। 🙏
@MdIqbal-vt4dt
@MdIqbal-vt4dt 3 года назад
বড় আশ্চর্য লাগলো কর্ণসুবর্ণের ভিডিও দেখে। মুর্শিদাবাদের এত কাছাকাছি হওয়া সত্ত্বেও আমি এ ব্যাপারে সরকারী - বেসরকারী পর্যায়ে কোন প্রচার - প্রচারণা দেখিনি। আমি ২০১৪-১৯ সাল পর্যন্ত প্রতি বছর এক দু'বার করে মুর্শিদাবাদ গিয়েছি। অথচ নিজেই জানতাম না প্রাচীন ইতিহাসের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন এত কাছে। আরও অবাক হলাম সরকারের অবহেলা দেখে। এমন গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসন্ধানে এবং খনন কাজে কেন্দ্রীয় বা পশ্চিমবঙ্গ সরকারের এত অবহেলা কেন? আমার মনে হয় গণমাধ্যমে এর যথাযথ প্রচার হওয়া উচিৎ। আর আপনার রিপোর্টিং তো যথারীতি চমৎকার এবং অনবদ্য। ধন্যবাদ আপনাকে।
@prasenjitpramanik7706
@prasenjitpramanik7706 3 года назад
স্যার আপনি krnasubarna কী করতে এসেছিলেন?
@bablubaidya3499
@bablubaidya3499 3 года назад
দেখে বিস্মৃত হলাম। সত্যি , হারিয়ে যাওয়া এমন দুর্লভ নিদর্শনের করুন অবস্থা দেখে দুঃখ পেলাম। একমাত্র আপনার মাধ্যমে দেখতে পেলাম,তা না হলে অনেকেই কাছে অজানা থেকেই যেত তাই আপনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা,শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। ভালো থাকবেন। ঐন্দ্রিলা মমকে শুভকামনা 🙏🌷💕
@kaziharun133
@kaziharun133 3 года назад
হারিয়ে যাওয়া ইতিহাসকে সুন্দর করে পরম যত্ন সহকারে দশ'ক দের উপহার প্রদান করার এক মাত্র কৃতিত্বের দাবীদার আমার খুবই প্রিয় চ্যানেল মানস বা;লাকে আন্তরিক ধন্যবাদ। খুবই ভাল লাগলো বা;লার প্রথম স্বাধীন শাসক শশান্কের রাজধানী কন'সুবন' দেখে। আবার ও সবাইকে ধন্যবাদ।
@mollaibrahim5055
@mollaibrahim5055 3 года назад
ছাত্র জীবনে বই এর পাতায় পড়েছি আর আপনার ভিডিও গুলোতে চোখের সামনে দেখি বই এর পাতার ইতিহাস গুলো ।
@dsktube2132
@dsktube2132 3 года назад
Ami nija giya dak6hi ☺☺
@habibullahchoudhury1390
@habibullahchoudhury1390 2 года назад
বক্তব্য শুনতে খুবই ভালো লাগে ইহা খুব ই য়া গুরুত্বপূর্ণ জানার জন্য য যে আরও video রং আশায় আছি
@antaradasgupta1235
@antaradasgupta1235 3 года назад
আপনি যে এই অবহেলিত ইতিহাসের তথ্য কে জনতার কাছে তুলে ধরেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
@goutamghosh9699
@goutamghosh9699 2 года назад
পশ্চিম বঙ্গের হিন্দু ঐতিহ্য, সনাতন ইতিহাসের পুনরুত্থান প্রয়োজন ৷
@susantabagui1290
@susantabagui1290 2 года назад
এই চ্যানেল দেখতে দেখতে আমি হরিয়ে যাই অতীতে । ধন্যবাদ ছাড়া কিবা দিতে পারি । আপনার প্রচেষ্টা সার্থক , প্রশংসনীয় ।
@FerozAlom-tw6ky
@FerozAlom-tw6ky 8 месяцев назад
ধন্যবাদ দাদা ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anneshaneogy3042
@anneshaneogy3042 3 года назад
Apnake onek onek dhonnyobad ei prachin jayega gulo tule dhorar jonno.. Ami cheshta korbo jate ASI ba UNESCO eder attention anate pari , apnar sahajjer sathe
@jnanbhushanmajhi2526
@jnanbhushanmajhi2526 3 года назад
বাংলার ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক স্থানগুলি তুলনার জন্য ধন্যবাদ। প্রভাকর বর্ধন, হর্ষ বর্ধন, রাজ্যশ্রী ও শশাঙ্কের ঐতিহাসিক প্রেক্ষাপট সঠিক সঙক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করছি। নমস্কার
@anjanabanerjee8121
@anjanabanerjee8121 Год назад
খুব ভালো লাগলো ভিডিও টা কে দেখে । অনেক অজানা তথ্য জানতে পারলাম ।
@dipanyita3889
@dipanyita3889 3 года назад
এত সুন্দর ভাবে ইতিহাসকে তুলে ধরবার জন‍্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মানষ বাবু।
@pralaychandrasinha5112
@pralaychandrasinha5112 2 года назад
আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই রকম একটা প্রাচীন ঐতিহ্যময় স্থানের গৌরবময় ইতিহাস তুলে ধরার জন্য। স্থানটির গুরুত্ব উপলব্ধি করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করলে আরো সুন্দর হয়ে উঠবে ও আগামীদিনে মুর্শিদাবাদের পর্যটন মানচিত্রে অনন্য মাত্রা লাভ করবে বলে আশা ও আস্থা রাখি।
@MdRaju-ob6ux
@MdRaju-ob6ux 2 года назад
দাদা, আমি বাংলাদেশ থেকে দেখছি। আপনার প্রথম ভিডিও দেখলাম। সত্যি বলতে আমার ইতিহাস সম্পর্কে জানার অনেক আগ্রহ। এগুলো আমরা বইতে সব সময় পড়ে থাকি, তাই জানার আগ্রহ নিয়ে ইউটিউবে সার্চ দিলাম। দেখে অনেক ভালো লাগলো। আমার কাছে বর্তমান থেকে ঐতিহাসিক জিনিসগুলো অনেক ভালো লাগে। প্রাচীন সকল রাজা- বাদশাদের সম্পর্কে এভাবে জানতে চাই। ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন গুলো বর্তমান সময়ে তুলে ধরা একটি ভিন্ন উদ্যোগ। বাংলাদেশে আসার আমন্ত্রণ রইল। এখানে ও অনেক পুরনো স্থাপত্য নিদর্শন আছে। অবশেষে, দাদা আপনাকে অনেক ধন্যবাদ।
@hirenghosh9628
@hirenghosh9628 3 года назад
শরদ্বিন্দু বন্দোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস "গৌড়মল্লার"উপন্যাসে গৌরভূমির রাজধানী কর্নসুর্বনের বিস্তারিত বর্ণনা আছে।রক্তমৃত্তিকা বিহারের উল্লেখ আছে।উৎসাহী পাঠক বইটি পড়লে আরো বিস্তারিত জানতে ও আরো আনন্দ পাবেন।ধন্যবাদ আপনাকে।ভাল থাকুন।
@ami_ar_amra
@ami_ar_amra 3 года назад
বাংলার জানা - অজানা নানা তথ্যসমৃদ্ধ গৌরবে কথা এইভাবে সবার সামনে তুলে ধরার এ উদ্যমকে অভিনন্দন জানাই । ভাল লাগে আপনার এ চ্যানেলের অনুষ্ঠান দেখতে ।
@khanmahidihasan7455
@khanmahidihasan7455 2 года назад
দাদা আদাব ।আমি বাংলাদেশ থেকে বলছি। আমি সালাউদ্দিন সুমন সাহেব এবং আপনার ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখি। খুব ভালো লাগে, তথ্যবহুল ।আমি ১৩ তারিখে ইন্ডিয়া আসতেছি ।মুর্শিদাবাদ বেড়াবো ।আপনার সাথে দেখা করতে চাই। দয়া করে প্রসেসটা বললে কৃতজ্ঞ থাকবো।।।
@amitavabanerjea1
@amitavabanerjea1 3 года назад
আপনার প্রত্যেকটি video অত্যন্ত সুন্দর। বাংলার ইতিহাসকে জলজ্যান্ত রূপে পরিবেশন করা খুবই বন্দনীয়। প্রত্নতাত্বিক স্থানের অবহেলা ভারতবর্ষের গ্লানি। তার দিকে আলোকপ্রদানের চেষ্টাকে আমি মনন করি। চালিয়ে যান।
@tahmedvlogs6403
@tahmedvlogs6403 3 года назад
মুর্শিদাবাদ জেলাকে আবার বাংলার রাজধানী করা হোক।
@ArunSingh-ry2pt
@ArunSingh-ry2pt 2 года назад
😅
@sohambanerjee99
@sohambanerjee99 2 года назад
Ekshobar!
@SALAAR-v3k
@SALAAR-v3k 7 месяцев назад
You are right 😅
@maheshchatterjee2669
@maheshchatterjee2669 6 месяцев назад
আমি চাই গৌড় তথা মালদাকে বাংলার রাজধানী করা হোক
@uttamchakraborty7445
@uttamchakraborty7445 2 года назад
খুব ভালো লাগল।দারুন। আশা করি আরো এরকম ভিডিও দেখতে পাবো।
@soubarnathakur8319
@soubarnathakur8319 3 года назад
আপনার প্রচেষ্টা কে প্রণাম ৷ অপেক্ষা করে থাকি আপনার ভিডিও র | হারিয়ে যাওয়া. বাংলাকে জানি আপনার ভিডিওর মাধ্যমে ৷ বাংলা থেকে বহু দূরে থাকি। তবু মনেপ্রানে বাংলার সংস্কৃতির সাথে জুড়ে থাকি ৷ প্রবাসে থেকে বাংলাভাষী বলে গর্ব বোধ করি। আমার এগারো বছরের ছেলে পুষ্পল ও আপনার ভিডিওর অপেক্ষা করে। সাবধানে থাকবেন ৷ আপনার কন্যার জন্য অনেক ভালোবাসা রইল | জয় হোক ৷ হায়দ্রাবাদ থেকে প্রবাসী বন্ধু ৷
@supriyadutta9047
@supriyadutta9047 3 года назад
বাঃ দারুন। যখন দেশের ইতিহাসকে বিকৃত করার জোর প্রচেষ্টা চলছে তখন আপনার এই মহৎ প্রচেষ্টা দেশের প্রকৃত ইতিহাসকে রক্ষা করবে।
@smarajitchakraborty7673
@smarajitchakraborty7673 3 года назад
এতো ঐতিহাসিক সম্পদ পড়ে আছে এ বাংলার আনাচে কানাচে। স্বাধীনতার এতো দিন অতিবাহিত, অথছ সরকারি বদান্বতা ও উদাসীনতায় গবেষণা এবং সংরক্ষণ বিশ বাও জলে। আমরা সঠিক ইতিহাস জানতে পারিনা। ধন্যবাদ দাদা।
@diyatwelve-diya
@diyatwelve-diya Год назад
Thank you 🙏 আমার বাড়ি রাজবাড়ী ডাঙ্গার পাশে আমাদের কর্ণসুবর্ণ শশাঙ্ক রাজধানী দেখানোর জন্য ধন্যবাদ ❤️❤️❤️❤️
@indronilroy6058
@indronilroy6058 3 года назад
It's a glorious part of Bengal.
@rajsekharsaha1726
@rajsekharsaha1726 3 года назад
Khub sundor ekta program dekhtey pelam.... Valo laglo... R o dekhbo ashai roilam😁👍
@mohanhalder8199
@mohanhalder8199 2 года назад
ভালো লাগলো ভিডিওটা l আপনি ঠিক বলছেন সরকার এর নজর নেই এই সম্পদের দিকে l
@djashpalofficial
@djashpalofficial 3 года назад
Apni sotti....amader moto jubok der banglar itihaasher ek onno rup dekhacchen.❤️ From Tripura
@arkapravamandal9026
@arkapravamandal9026 2 года назад
Very good gift.... Thank you so much dada....
@mohiuddinalamgir5269
@mohiuddinalamgir5269 6 месяцев назад
ইতিহাস ভালো লাগে ! বিশেষত আপনার ভিডিও গুলো মনোযোগ সহকারে দেখি ! (বাংলাদেশ থেকে)
@NKGupta-iw9iz
@NKGupta-iw9iz 3 года назад
অজান্তেই অজানাকে কিছুটা জানলাম। ধন্যবাদ জানাই ইতিহাস রক্ষার তাগিদে এই পর্যটককে। নারায়ণ কৃষ্ণ গুপ্ত ; চট্টগ্রাম
@Ok_Sinjan
@Ok_Sinjan 2 года назад
অসাধারন, অনেক ভালো উদ্দেশ্য ভিডিওগুলো সাহায্য করবে
@shilansaikh6600
@shilansaikh6600 3 года назад
Your pronounciation of Bengali language and voice just amazing....as like a good teacher. Thanks dada for your hard work to us .... love you.
@1prithibi
@1prithibi 3 года назад
আপনার প্রতিটি কন্টেন্ট খুব ভালো লাগে। ভালো থাকবেন।
@NurulIslam-vl2ys
@NurulIslam-vl2ys 2 года назад
Vary good .you are looking ancient Bengal King of sankar capital it's great steps by you .go ahead Manos Babu .I great respect you
@avijitdhar2741
@avijitdhar2741 2 года назад
আপনি একজন ইতিহাস দাদা আপনি অনেক পরাসোনা করে আমাদের সামনে উপস্থাপনা করছেন দাদা, আপনি গ্রেট দাদা. 👍👍
@poulamisamaddar211
@poulamisamaddar211 3 года назад
স্যার প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ।আপনার এই ঐতিহাসিক ভিডিও দেখে অনেক নতুন অজানা ইতিহাস জানতে পারি । ঐতিহাসিক এমন অনেক জায়গা আছে যেগুলো কোনো রক্ষণাবেক্ষণ হচ্ছে না। আমার মনে হয় সেগুলো রক্ষণাবেক্ষণ না করা হলে ইতিহাস গুলো একদিন হারিয়ে যাবে। যাই হোক আর বেশি কথা বলবো না। স্যার আপনি এভাবেই ঐতিহাসিক ভিডিও বানান এটা আমার অনুরোধ।
@islamic_shorts-460
@islamic_shorts-460 3 года назад
অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আপনার জন্য। বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য।
@aparnauttammodak8987
@aparnauttammodak8987 3 года назад
খুব ভালো লাগলো ইতিহাস আমি একজন ইতিহাস প্রেমী ইতিহাস সম্বন্ধে জানতে পারলে নিজেকে খুব ভালো লাগে এই কর্ণসুবর্ণ সম্বন্ধে জানতে পেরে খুব সমৃদ্ধ হলাম অনেক অজানা তথ্য জানতে পারলাম
@uttammahato3850
@uttammahato3850 3 года назад
Abar akbar school life a chole giye6ilam.apnar kotha gulo sune amar ak jon khub prio sir ar kotha mone pore gelo.
@TravelWithKoushik
@TravelWithKoushik 3 года назад
মানস দা র ভয়েস ❤️❤️জাস্ট ফাটাফাটি
@apurbogorai9835
@apurbogorai9835 2 года назад
আপনি এইভাবেই ঐতিহাসিক স্থানগুলোর ভিডিও দেখান হয়তো আপনার ভিডিওর মাধ্যমেই মানুষ এগুলো জানবে আর এই স্থানগুলো রক্ষা পাবে। ধন্যবাদ।
@HussainBd-v9o
@HussainBd-v9o 10 месяцев назад
অনেক অনেক শুভকামনা,, এবং ভালোবাসা আপনার জন্য দাদা
@akhandbharat8397
@akhandbharat8397 3 года назад
Khub sundor bolen ghotona gulo..... Bhalo chesta.... Besche thakuk amader itihaas
@somnathmukherjee1826
@somnathmukherjee1826 2 года назад
আজকের এই যুগে যেখানে বাঙালি নিজের ইতিহাসকে ভুলতে চলেছে সেই সময়েও আপনার বঙ্গ ইতিহাস পুনরুধার এর এই মহান প্রচেষ্টাকে নমন করি।
@oneyearstranger
@oneyearstranger 2 года назад
ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা রাজ্য পুরাতত্ত্ব বিভাগের নেকনজর এই ঐতিহাসিক কেন্দ্রে পড়েনি বলাই বাহুল্য। মাটির নিচে যতটা রয়েছে, তা সেইখানে থাকলেই ভাল। আপনাকে অজস্র ধন্যবাদ। আপনার তথ্যসমৃদ্ধ ভিডিও দেখে এবং নানা গুণীজনের কমেন্ট পড়ে অনেকটাই ঋদ্ধ হলাম।
@dineshsikdar7954
@dineshsikdar7954 3 года назад
খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে নুতন ভিডিও আমাদের সামনে আনার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে
@rmalfu1543
@rmalfu1543 3 года назад
Dada go ahead .I am from Bangla desh. Your work will remain forever.
@sumanbanerjee2748
@sumanbanerjee2748 2 года назад
আমি খুব ছোটবেলায় মা বাপি ও ভাইয়ের সাথে কর্নসুবর্ন দেখতে গিয়েছিলাম। আমার বাড়ি বহরমপুরে ।খুব ভালো লেগেছিল। বাপি সব বুঝিয়ে বলেছিলেন। এখন আমি 39+ ছোটোবেলার স্মৃতি। আবারও যেতে ইচ্ছে করেছে। হয়ে ওঠেনি।
@dr.dibyendudas2327
@dr.dibyendudas2327 3 года назад
হ্যাঁ এটা ঘটনা, যে কর্নাসুবর্ণ অবহেলিত। আপনার এই শুভ প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
@putulputul5495
@putulputul5495 2 года назад
আপনাকে অনেক ধন্যবাদ ‌।
@ashmitas
@ashmitas Год назад
thanks for the informative video. appreciate it.
@anisrahman5059
@anisrahman5059 2 года назад
আপনার সুন্দর প্রচেষ্টার জন্য অসংখ্য ধন্যবাদ
@nairit1012
@nairit1012 2 года назад
কেনো জানিনা, কর্ণসুবর্ণ নামটা শুনলেই আমার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'গৌড়মল্লার' নামের ঐতিহাসিক রচনার কথা মনে পড়ে। অসাধারণ রচনা, পড়লে বাংলার গৌরবময় অতীত চোখের সামনে ফুটে ওঠে। যারা পড়েননি অবশ্যই পড়বেন। এইরকম তুলনাহীন রচনার সঠিক মূল্যায়ন হয়নি।
@hiraksarkar2307
@hiraksarkar2307 2 года назад
Karnasubarna area ta ke gourmallar kahinite malda district er under e dekhano hoyeche, mursidabad e noi.
@nairit1012
@nairit1012 2 года назад
@@hiraksarkar2307 ঠিক বোঝা গেল না কি বলছেন, ৭ম শতাব্দীর ঘটনাকাল, গৌড় ছিল, কর্ণসুবর্ণ ছিল, মালদা-মুর্শিদাবাদ বলে কোন কিছুর তো অস্তিত্বই তখন ছিল না। কোথায় উনি লিখেছেন একটু জানালে বোঝা যেত।
@শেখআব্দুলমারুফ-স৫প
অনুষ্ঠান টি বেশ ভালো লাগলো ধন্যবাদ
@bappadityapaul9712
@bappadityapaul9712 3 года назад
ঐতিহাসিক দ্রষ্টব্য স্থান গুলো সংরক্ষিত করার আপনার এই অসীম প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়, আপনার ব্লগ দেখে যদি সরকারের চোখ খোলে, তাহলে আগামী প্রজন্ম খুব উপকৃত হবে।
@sushantabhattacharjee8145
@sushantabhattacharjee8145 3 года назад
Iam really glad to see your video regarding the first king of Shashank. Thanks a lot for your good approach.
@arupkumarbiswas3306
@arupkumarbiswas3306 2 года назад
Excellent information thanks 👍
@Sharat957
@Sharat957 2 года назад
মানস বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রাচীন বাংলার ইতিহাস, অনেক সমৃদ্ধ, উদ্ধার করাটা জরুরী, এতে বাঙ্গালী জাতির সমৃদ্ধতা পরিস্ফুট হবে। আমি একজন প্রবাসী বাঙ্গালী, মন কাঁদে বাংলার দুর্বল অবস্থার জন্য। চিন্তাবিদ-রাজনিতীবিদদের স্বার্থানেষী কার্যকর ভূমিকার ফল দেখে মনে হয়, ওদের Compromise র সীমানা যুগ যুগ ধরে চলবে। কি ভাষা, secular! ধর্ম- আস্থা- বিশ্বাস - ঐতিহ্য ত‍্যাগ বা গুরুত্ব হীন করে, স্বার্থ শুধু স্বার্থ। একবাক‍্যে বলা চলে, ঐতিহ্য হীন রা মেরুদণ্ড হীন।। তো সময় বলছে মেরুদণ্ড সোজা করে চলা উচিত, একটু জাগুন।।।
@biratchandradhara2153
@biratchandradhara2153 3 года назад
দাদা আপনি আরও বেশী করে তুলে ধরুন আমাদের পুরনো ইতিহাস কে আপনার চ্যানেলের মধ্যে দিয়ে । তাহলেই ঐসকল স্থান রক্ষনাবেক্ষণের কথা ভাববে জনগণ তথা সরকার । অশেষ ধন্যবাদ দাদা আপনাকে । শুভ সন্ধ্যা । ভালো থাকুন , সুস্থ থাকুন ।
@shefalichatterjee2900
@shefalichatterjee2900 2 года назад
Apnader prochesta r safolotar kamona kori.🙏
@debalinade6949
@debalinade6949 3 года назад
Aei vabe Etihas k saber maje tule dharer jonno asonkho dhanyabad, Sir🙏
@tiya6056
@tiya6056 2 года назад
Ap net ato prochestar jonno dhannobad
@PAYELSRECITATIONANDBLOGS
@PAYELSRECITATIONANDBLOGS 3 года назад
Apnar video er maddhome amra onek oyitihasik jaigar sommondhe jante pari..thank you 😊
@sumonmukherjee7850
@sumonmukherjee7850 3 года назад
বাঙলার পাঠান পূর্ববর্তী ইতিহাস সচেতন ভাবে ভুলিয়ে দেবার অপচেষ্টার উজ্জ্বল নিদর্শন ।
@ranajit2355
@ranajit2355 2 года назад
ঠিকই বলেছেন।পালরাজাদের সম্বন্ধেও কিছু বলা হয় না।পরাধীনতার ইতিহাসই আমাদের প্রিয়
@utpalkumardatta6814
@utpalkumardatta6814 2 года назад
মানস বাবু এই প্রতিবেদন অনবদ্য, ধন্যবাদ।
@sudeshnagupta1309
@sudeshnagupta1309 3 года назад
খুব ভালো লাগছে, আপনার সাথে এরকম ঐতিহাসিক নিদর্শনের সাক্ষী‌ হতে পেরে। তবে বড়ই অযত্নের ছাপ‌ স্পষ্ট।
@Rajdeeprockstar
@Rajdeeprockstar 3 года назад
মাৎস্যন্যায়..... মনে পরে গেলো.... সেই ইতিহাস এর ক্লাস.... দারুন মানস দা.... অনবদ্য আপনার সৃষ্টি
@sayandeepsenghababu8640
@sayandeepsenghababu8640 3 года назад
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে উৎসাহিত
@GopalMondal-vp3np
@GopalMondal-vp3np 3 года назад
আমার বাড়ি কান্দি। বহরমপুর থেকে ফেরার পথে মাঝে মাঝে ইচ্ছে হয় কর্ণসুবর্ণ দিয়ে যায়। ফেরার পথে বেশ কয়েকবার জায়গাটা ঘুরে এসেছি।
@Mriganka
@Mriganka 3 года назад
খুব ভালো ভাবে উপস্থাপন করলেন খুব সুন্দর হয়েছে ভিডিওটা
@imran.570
@imran.570 3 года назад
Thank u dada amader ke prachin ottijjo gulo dekhanor jnno ar apnar biboron o darun
@pradipbiswas9257
@pradipbiswas9257 2 года назад
Dhannyobad. Valo legeche.
@reforcesign2778
@reforcesign2778 2 года назад
সত্যি, ইতিহাসের কত গভীরে প্রথিত হলে এমন করে মননে গহনে ইতিহাসকে তুলে ধরা যায়! যত দেখি তত মনে হয় আরো নতুন ওঠে এমনতর কাজগুলি, তুলনাহীন! --- A viewer
@JumpingMindHaimanti
@JumpingMindHaimanti 3 года назад
খুব ভালো কাজ । আমারও যাওয়ার ইচ্ছে বহুদিন থেকে । জানি না সম্ভব কবে হবে
@debaroy7679
@debaroy7679 3 года назад
খুব ভালো লাগলো স্যার,, আমি একজন ইতিহাস এর ছাত্র ছিলাম এখন ইতিহাস এর শিক্ষক,, আমি ভোটের ডিউটি করতে গিয়েছিলাম এখানে,, কিন্তু ঢোকা হয়নি,,, এখন ট্রান্সফার হয়ে জলপাইগুড়ি চলে এসেছি,, অনেক কিছু জানতে পারলাম।। আপনার ভিডিওর মারফত।
@touhidtushar4794
@touhidtushar4794 3 года назад
দীর্ঘ অপেক্ষার প্রহর ঘুচলো,মানস দাদার ভিডিওর দেখা মিললো।😊😊
@uttarasingha8239
@uttarasingha8239 3 года назад
আপনার এই ভিডিও টা খুব ভাল লাগল । অজানা ইতিহাস দেখানোর জন্য ধন্যবাদ জানাই ।
@kinkarmandal5589
@kinkarmandal5589 3 года назад
দাদা খুব সুন্দর লাগছে। আপনি বাংলা আরো অনেক অনেক এই রকম ঐতিহাসিক সৃতি গুলো আমরা সবাই দেখাতে থাকেন
@amlansaha380
@amlansaha380 3 года назад
অসাধারণ ভিডিও স‍্যার।অনেক কিছু জানলাম।ধন্যবাদ আপনাকে
@meraz69
@meraz69 2 года назад
কি গৌরবের একটা সময় ছিলো 😢। আহা একসময় ভারতবর্ষ বিশ্বে একক শক্তিশালী leading continent ছিলো ।
@mahuyadhalisarkar3903
@mahuyadhalisarkar3903 3 года назад
Apnar vidio dekhe jotota na valo lage, tar theke beshi kosto hoy canna pai.ashonko donnobad apnake
@parikshitdas8691
@parikshitdas8691 3 года назад
বাংলার উপেক্ষিত ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
@soujitmondalofficial
@soujitmondalofficial 3 года назад
আপনার এই ভিডিও মাধ্যমে অনেক ইতিহাস যেগুলি এখন ধ্বংস তা জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে ❤
@pradipkumar1173
@pradipkumar1173 3 года назад
Historical places anadore royechhe.aro unmochon proyojon
@kingshaon4238
@kingshaon4238 3 года назад
প্রতিবারের মতো এবারের ভিডিওটিও খুব ভালো লাগলো
@afzaluddinahmed8878
@afzaluddinahmed8878 3 года назад
মানস বাংলার তরফ্ থেকে আর একটি সুন্দর ভিডিও। আপনাকে অনেক ধন্যবাদ। 🙏🙏🙏
@sudiptamajumder1071
@sudiptamajumder1071 3 года назад
বাঙালিরা সত্যি ই ইতিহাস বিমুখ জাতি। অতীতের গৌরব নিয়ে উদাসীন। আপনার উদ্যোগ প্রশংসনীয়।
@subhaschatterjee4722
@subhaschatterjee4722 2 года назад
First of all, thank you very much for your dedicated effort to revealed this golden past history. Archaeological department must look after this historical site very seriously and carry on more extensive excavation.
@subhashisroy2244
@subhashisroy2244 2 года назад
Let BJP once come to power in WB. They will bring about all actions of excavation prevention and bring the history of bengal to the surface.
@nilkantaacharjee4138
@nilkantaacharjee4138 Год назад
আপনার ভিডিও ভালো লাগলো। অভিনন্দন।
@rickroy519
@rickroy519 3 года назад
পুরো একটা ভিডিও রাজা শশাঙ্ক কে নিয়ে বানান ।।।অনেক কিছু জানার আছে
@manasbangla
@manasbangla 3 года назад
আচ্ছা
@ranjitmallick4570
@ranjitmallick4570 3 года назад
আপনার ভিডিও জন্য অপেক্ষা করে থাকি।ধন্যবাদ আপনাকে ।
@abdulgoni9302
@abdulgoni9302 2 года назад
এটা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি জায়গাটা দেখার উদ্দেশ্যে যখনই যায় তখন ভেসে ওঠে ছোটো বেলার বইয়ের পাতাগুলো পড়েছিলাম, আর শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে যায় হয়তো আনন্দে কিম্বা.......!!
@arupgupta3148
@arupgupta3148 3 года назад
Bhalo laglo, asha rakhchi bahu prachin shatalatala opr video karben kandi andulia murshidabad
@honestyisinvisible7611
@honestyisinvisible7611 3 года назад
অসাধারণ প্রচেষ্টা৷ ধন্যবাদ
@himanshudutta122
@himanshudutta122 3 года назад
প্রাচীন কর্ণশূবর্ণ আর মূর্শিদাবাদের অনেক তফাৎ, এখানে শিক্ষার হার খুব কম, বরং ভালো মিস্ত্রী পাওয়া যায় আর পরিযায়ী শ্রমিক।