কতটুকু ভালোবাসতাম তা শুধু উপরওলা জানে... তবুও সে আমার হইনি... দোয়া করি সে ভালো থাকুক... অন্য কেউ তাকে ভালো রাখুক... আমি না হয় তার সৃতি নিয়ে ঔ বেচে থাকি...
হারানো দিনের গানগুলোর মধ্যে এই গানটি অসাধারণ। এই গানটির আকুতি চরম বেদনাদায়ক। চাওয়া-পাওয়ার বেদনাময় এই ভব-সংসারে " যাহা চাই তাহা ভুল করে চাই , যাহা পাই তাহা চাহি না।" প্রেম বলতে আসলে কিছু নেই , সব মায়া, মোহ, ইলিউশান, ছলা-কলা, হতাশা, নিরাশা, ধোঁকা, ভান, ভনিতা। এই মায়া-মোহে অন্ধ হয়ে অনেকেই পথ হারিয়ে কালের অতলে হারিয়েছে। গায়কের জন্য রইলো অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
তুই যদি আমার হইতি রে,,,, কি এমন ক্ষতি হইত বলেন যদি আপনি আমার হইতেন নিজেরে তো অনেক সস্তা এবং বেহায়া বানাইলাম তারপরেও আপনার মনের ভিতরে এই অবাগার জন্য একটু জায়গা হইলো না।😭😰😥
মনটা খুব খারাপ ছিল তাই গুনগুন করে গান টা গাইছিলাম।আর তখনই ইউটিউবে চার্জ দিয়ে শুনলাম।এত প্রিয়, আর এত সত্যি করে মিলে গেছে আমার জীবনের সাথে অসাধারণ ছিল সুর বাধ্য সব কিছু অসাধারণ খুঁজে পাই নিজের সপ্ন গুলো গানের মাঝে
গানটা শুনলে মনে হয় কোথায় যেন হারিয়ে যাই। অন্য এক রাজ্য যেখানে তুমি ছিলা আমার রানী।কখন যে সময় চলে যায় গানটা শুনলে বুঝা যায় না। পুরানো দিন এর কথা মনে পরে যায়।
আমার জন্য এই একজন শিল্পীই আছে, যার গানে আমি আটকে আছি, আশিকের গান শুনলে আর কারও গান শুনতে ইচ্ছে করে না, সবার পছন্দের তালিকায় কয়েকজন শিল্পীর নাম থাকে, আর আমার পছন্দের তালিকায় শুধু আশিক আশিক আশিক আশিক আশিক ❤❤❤❤❤❤
দুনিয়ায় এমনও মানুষ আছে জাকে তুমি জীবন এর আত্মা এর চেয়েও বেশি ভাল বাসবে সে তোমার জন্য জীবন দেওয়া দেওয়া দূরে থাক সে তোমার সঙ্গে ভালো করে কথা বলতেও অহংকার করে চলবে
হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে আশিক ভাইয়া আপনার গান আমি খুব শুনি খুব ভালো আমি অনেক শুনি ধন্যবাদ ভাইয়া হরে কৃষ্ণ জয় রাধে রাধ নমস্কার আদাব 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
একটা সিগারেট খোর এক টান দিয়ে ধোয়া অর্ধেক গলায় রেখে বলে দিতে পারে সিগারেট টা ডেম ছিলো, দীর্ঘদিন সিগারেট খেলে সিগারেট চেনা যায় আকাশের দিকে তাকালে নক্ষত্র চেনা যায় 30 বছর ধরে মার্বেল আকৃতি দুটি চোখের দিকে তাকিয়ে প্রিয় মানুষটিকে চেনা যায় না
এত আবেগ । ছিল আমার ও একদিন কিন্তু আবেগ এর দাম ই বা কি এই হিসাব নিকাশ এর দুনিয়াতে ছোট বড় এর দুনিয়াতে বেশি কম এর দুনিয়াতে । বামন হইয়া চাঁদ ধরার আশ শুনেছিলাম । তবু চাই সে ভালো থাক সঙ্গী আমার ও আছে আমার দীর্ঘশ্বাস।