একটি প্রস্ন আপনার কাছে। লিফান কেপি ১৫০ এই বাইককের রোলার কিভাবে বসাতে হয়? অনেকে জানে না, দেখলাম একজন দক্ষ মেকানিক রোলারের বল একটি একটি করে সব খুলে যেভাবে ছিল তার বিপরীত করে বসিয়ে নিলেন তার পর ম্যাগনেট ও গিয়ার ক্লাস ফিটিংস দিলেন তখন স্টার্ট হল। কিকার নাই বাইকে। আচ্ছা এই বাইকে কিকার ইনস্টল করা যাবে কি কেমন খরচ হবে?
মনে করেন একজন Lifan kp150 বাইক নিয়ে আসল আপনার কাছে তার সেলফ স্টার্ট হচ্ছে না। আপনি কিভাবে মেরামত করবেন। আসলে আপনি দেখে কাজ শিখছেন। নতুবা আপনার কাছে পর্যাপ্ত তথ্য থাকত। এগুলো হচ্ছে মটর টেকনোলজি ব্যাপার।
প্রত্যেকটা কাজ শেখার জন্য মনোযোগ দিতে হয় এবং যেহেতু এই কাজটা আমি কখনো করি নাই এবং এই বাইক আমার নাই সেহেতু এ বাইক এর বেশি পর্যাপ্ত তথ্য আমার নাই। আর আরেকটা কথা আমি কোন মিস্ত্রি নই আমি এমনভাবে ভিডিও তৈরি করি যে তথ্যগুলো বাইকের ম্যানুয়াল বইতে দেওয়া থাকে সেই তথ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি
ভাইয়া, আমি Gixxer FI ABS 2022 এর মডেলটা চালাই। এখন সমস্যা হচ্ছে যে ধরেন বাইকটা ৩ নাম্বার গিয়ারে স্পীড ২০-৩০ এর মধ্যে আছে তখন ওভারটেকিং করার জন্য / একটু জোরে থ্রোটল দিলেই ইঞ্জিন থেকে খটখট খটখট শব্দ হয়। মনেহয় যেন ইন্জিন ভেঙ্গে পরে যাবে। এই সমস্যাটা কিসের জন্য হয়। আর এটার সমাধান কি ভাই??? খুব প্যারার মধ্যে আছি ভাই। একটু সাহায্য করেন ভাই।
ধরেন আপনি পাঁচগারে ৩০ স্পিডে চালাচ্ছেন বা তিন গিয়ার বা 4 গিয়ারে ৩০ ফিট চালাচ্ছেন। হঠাৎ করে আপনি যখন পিকআপ বাড়াবেন হঠাৎ করে বলতে অতটা জোরে না মানে সোজা কথা একটু হাই ভাবে যখন টান দিবেন দেখবেন ইঞ্জিনের ভেতর থেকে মনে হয় কি একটা কিছু একটা ভেঙে যাচ্ছে। কিন্তু আগের কার রোটের ভার্সনে এই সমস্যাগুলা নাই সকালে ভাই ভাইকেই এই ধরনের একটা সাউন্ড আসে কিন্তু এটা কোন ধরনের কোন ক্ষতি নেই
ভাই একটু হেল্প করেন যখন পিছে পিলিয়ন নিয়ে ১ম গীয়ার এ বাইক স্টার্ট দিয়ে ক্লাচ রিলিজ করতে যাই তখন চেইন থেকে কেট কেট করে আওয়াজ হয় মনে হয় বন্ধ হয়ে যাবে বাইক যদিও rpm বাড়িয়ে ছাড়লে আওয়াজ হয় না আমার বাইক fzs V3 and only ৭০০ কিলো রানিগ
কি বাইক? বিস্তারিত তথ্য আমাকে কমেন্ট করে জানান। সবচেয়ে ভালো হবে আপনি যে ব্র্যান্ডের বাইকটি ক্রয় করেছেন সেই ব্র্যান্ডের সার্ভিস সেন্টারে যেয়ে আপনার সমস্যার কথা বলুন আশা করি তারা খুব সহজে সমাধান করে দিতে পারবে. অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।
ভাই আমি fzs v3 deluxe নতুন বাইক নিছি শুরু থেকেই আমার বাইকে একই সমস্যা। ক্লাচ ছারলে খর খর করে এর সমাধান চাই নতুন বাইকে এর জন্য। এখন ৭৪০ কিলো চালাইছি তাও সমস্যা সমাধান হয় নাই।
চেইন সঠিক ভাবে এডজাস্ট করুন। আমার গতকাল্কের ভিডিও টা দেখতে পারেন। অথবা ক্লাচ ফ্রী প্লে এডজাস্ট করুন। মূলত আপনি যখন পরবর্তী সার্ভিসে সার্ভিস সেন্টারে যাবেন তখন সার্ভিস ইঞ্জিনিয়ার কে সমস্যাটি খুলে বলবেন। আশা করি সমাধান হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ।
আসসালামুয়ালাইকুম ভাইয়া আমার ডিসকভার 125 19 এর মডেল ক্লাস করে রাখলে কার কার শব্দ করে রানিং এ ক্লাস করলে আমি এটা নিয়ে খুব বিপদে আপনার ওখানে আসতে চেয়েছিলাম কিন্তু ওইটা তো ঢাকা থেকে অনেক দূর আমি ক্লাস এসেম্বলি চেঞ্জ করেছি দুইবার কোন কাজ হয়নি
আপনি বাজাজের যেকোনো শোরুমে অভিজ্ঞ একজন মেকানিক্স কে দেখান। শোরুমে এ কারণেই যেতে বললাম কারণ ওনারা নির্দিষ্ট মডেল গুলো নিয়েই সব সময় কাজ করে থাকেন। তাই ওনারা দেখার সাথে সাথেই বুঝে যাবেন আসলে সমস্যাটা ঠিক কোথায়। মোটরসাইকেলের সমস্যার সমাধানের জন্য মোটরসাইকেল সরাসরি স্বচক্ষে দেখার প্রয়োজন রয়েছে। একজন অভিজ্ঞ মেকানিক্স কে দেখান আশা করি উনি সলিউশন করতে পারবে। এক্ষেত্রে শোরুমের মেকানিক্স গন ভালো অভিজ্ঞ হয়ে থাকে কারণ উনারা ওই নির্দিষ্ট বাইক নিয়ে সব সময় বেলনা বেলে থাকে
আমার একটা কথা জানার ইচ্ছা ছিল। আমি নতুন বাইক কিনেছি এফ জেড এস ভার্সন 3 আমি দ্বিতীয় সার্ভিস নিয়েছি আমার গাড়ি রানিং 2900 কিলোমিটার। সমস্যা হচ্ছে মাঝে মাঝে প্রথম গিযারে নিতে গেলে শক্ত অনুভব হয় এবং কিসের জন্য বাজে এটার কারণ কি আবার 45 নাম্বার গিয়ার খুব ভালোভাবে পড়ে। 30 35 মাঝেমধ্যে একটু হ্যান্ডেলটা ভাইব্রেশন লাগে। এটার সমাধান কি তৃতীয় বা চতুর্থ সার্ভিস দেওয়ার পরে কি ঠিক হবে গিয়ার স্বাভাবিক হবে।
ভাই একটু হেল্প করেন যখন পিছে পিলিয়ন নিয়ে ১ম গীয়ার এ বাইক স্টার্ট দিয়ে ক্লাচ রিলিজ করতে যাই তখন চেইন থেকে কেট কেট করে আওয়াজ হয় মনে হয় বন্ধ হয়ে যাবে বাইক যদিও rpm বাড়িয়ে ছাড়লে আওয়াজ হয় না আমার বাইক fzs V3