এই মেডিসিনের সাথে কিছু মিসিয়ে দেওয়ার দরকার নেই।কারন এতে আছে ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন B12. বাংলাদেশ য়দি এমন ঔষধ পাওয়া য়ায় তাহলে কিনে নেন। তোমাকেও অনেক ধন্যবাদ।
ফাস্ট ভ্যাকসিন যেদিন দেবেন তার ঠিক পরের দিন সারা রাত্রের জলে দেবেন। এমনভাবে পরপর তিনদিন সারা রাত্রের জলে। দ্বিতীয় ভ্যাকসিনের পরে এই ওষুধটা আর দেওয়া লাগে না। এই তিন দিন দিলেই হবে। যদি মুরগির গ্রুথ টা একটু কম থাকে তাহলে, ৩৪ ৩৫ ৩৬, এই তিন দিন আবার সারা রাত্রে জলে দিতে হবে ১০০ পাখির পাঁচটা করে ট্যাবলেট।
@@SNPOULTRYFARMING a66a ai process ta Jodi every week Mne 35 din boyesh porjonto jodi 1week dilm abar 1week gap dia abar dilm thle ki kono problem a6e ???
@@SNPOULTRYFARMING যেখান থেকে বাচ্চা নিয়েছি ওখান থেকে vetomox পাওডার দিয়েছে ৩ দিন খাওয়ানোর জন্য আর " স্পেশাল নিউ শাহ সুলতান ক্যান্ফার লিকুইড" দিয়েছে ৩ দিনের দিন এক ফোটা করে চোখে দেওয়ার জন্য
@@SNPOULTRYFARMING যেখান থেকে বাচ্চা নিয়েছি ওখান থেকে vetomox পাওডার দিয়েছে ৩ দিন খাওয়ানোর জন্য আর " স্পেশাল নিউ শাহ সুলতান ক্যান্ফার লিকুইড" দিয়েছে ৩ দিনের দিন এক ফোটা করে চোখে দেওয়ার জন্য
@@SNPOULTRYFARMING আমি ১/২ মাস বয়সি কিছু লাল লেয়ার মুরগি পালন করব। কথা হল জার থেকে কিনব, সে টিকা মেরেছে কিনা কিভাবে বুঝব? আমি এনে কিভাবে টিকা করব? প্লিজ বলবেন
@@infinitebeing6127 টিকা দিয়েছে কিনা ওরকম ভাবে বোঝা যায় না। যদি লালমনিগুলো ডিমের জন্য তৈরি করেন তাহলে টিকা দেওয়া যাবে তিন মাস বয়সে। আর যদি মাংসের জন্য তৈরি করেন তাহলে টিকা দিয়ে আর লাগবে না। কারন তিনটে টাকা দেওয়া হয় ২১ দিন বয়স পর্যন্ত। কিন্তু সে সময়টা চলে গেছে।
বলছি দাদা আমি প্রিমিয়াম কোম্পানির চাষ করছি পাখির বয়স আজ ৯ দিন পাখিটার প্রবলেম- ১) পাখি খার কম খাচ্ছে ২) বডিওয়েট ৬০ গ্রাম কম লাগবে বডিওয়েট ২৬৫ আজ ওযোন হয়েছে ২০৫ গ্রাম কি করব একটু পরামর্শ দিন। পাখি ৪&৫ দিন বয়সে গা ঘেমে গিয়েছিলো সেটা রেরেছে তার পর ৭,৮,৯ এই তিন দিন ইকোলাই ডোড হয়েছে। তো ৯ দিন বয়োসে ওযোন করে দেখা হচ্ছে পাখির ওযোন কম ৬০গ্রাম কি করলে বোই লেবেলে আসবে একটু পরামর্শ দিন plz
লিভারের ঔষধ খাইয়েছেন ?? য়দি না খাওয়ান,তাহলে পর পর তিন দিন সকালের ফিডের সাথে মিসিয়ে দিন।২ কেজি ফিড নেবেন,আর ৫ ml কোরে। তার পরে ভিটামিন দিন।ছেম উপরের নিয়মের মতো।এই কাজ টা কোরে, তারপর আবার কমেন্ট করুন।
নরমালি খাওয়ানো য়াবে,কিন্তু ৬ দিন বয়স হওয়া লাগবে। বাংলাদেশে এই ঔষধ পাওয়া য়াবে না। তুমি মানুষের ওষুধের ফার্মেসীতে গিয়ে বলবে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন বি টুয়েলভ আছে এমন একটা ওষুধ দাও। এমন ওষুধ পেলে, ওই ঔষধ টা দিলেই হবে। ভিডিওতে য়ে ডোজটা দেখানো হয়েছে ওটা দিলে হবে।
এই ট্যাবলেটটা জল হিসাবে দেওয়া লাগবে না, মুরগি হিসাবে দেওয়া লাগে। সারা রাত্রে মুরগিতে যে পরিমাণে জল খায়, সেই জলে মেশাতে হবে। ১০০ পাখির জন্য ৫ টা কোরে ট্যাবলেট।পর পর তিন দিন। সারারাতের জলে।
২৭/২৮/২৯ এই তিন দিন সকালে ফিডের সাথে মিসিয়ে লিভারের ঔষধ চালান,১০০ পাখির ১৫ml কোরে পরপর তিন দিন। এবং ওইদিন সারা রাতের জলে নিউরোবিয়ান চালান। আবার ৩৪/৩৫/৩৬/ এই তিন দিন সারা রাতের জলে নিউরোবিয়ান চালান।
@@tanmaybangla1920 জল শোধনে ওষুধ দিলে 50% কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। কারণ জল শোধন মেডিসিনে অ্যাসিড থাকে। একটা ওষুধের যে পরিমাণ কাজ হওয়ার কথা সেই পরিমাণ কাজ হবেনা।
@@taslimaakter7361 লিভারের ওষুধ টকছল এবং বায়োসপার্ক ভি এই দুটো একসাথে মিশিয়ে সকালের ২ ঘন্টার জলে,পর পর তিন দিন।টকছর দেবেন ১০০ পাখির ১০ml কোরে।এবং বায়োসপার্ক ভি,এটা দেবেন ১০০পাখির ৩০mlকোরে।যে মুরগির ঠান্ডা লেগে থাকে তাহলে এটা খাবারে মিশিয়ে দেবেন।এই তিন দিন কমপ্লিট হয়ে গেলে, সকালে দু'ঘণ্টা জলে, ভিটামিন দেবেন, WM.fort একশ পাখির ৫ml করে পরপর তিন দিন।আর পাখির কক্সি আছে কিনা এটা একটু চেক করতে বলুন আপনার ফার্মেস সুপারভাইজার কে। এইটুকুনি কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে আমাকে আবার কমেন্ট করুন আমি বাকিটা বলে দেব।
ভাইয়া আমার মুরগি বয়স 15 দিন কিন্তু সে তুলোনাই বাচ্চা বরো হয় নি আমি কি এই ঔষধ ব্যবহার কতে পারবো আর আমার মুরগি বাচ্চা 15 টা এর জন্য আমি ঔষধ কি ভাবে ব্যবহার করবো
Dada 1theke 30 din porjonto kota vaccine kora lagbe ektu please janaben and upni kothay bolchen and upni kon desh theke bolchen ami to india theke dheakce please ektu janaben please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊😊
দেখুন এক একটা মুরগির এক এক রকম ভ্যাকসিনের নিয়ম আছে, আপনি কি মুরগি চাষ করছেন একটু বলবেন।তাহলে আমি সঠিক বলতে পারব নিয়মটা। আমি ইন্ডিয়ার ওয়েস্টবেঙ্গল থেকে কথা বলছি।
দেখুন মিনি মাম যে কোন একটা ওষুধ তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হয়,তারপরে রেজাল্ট বোঝা যায়, আপনি আজকে দিলেন কালকে রাতারাতি 200 গ্রাম করে বেরে য়াবে এমনটা হবে না। তবে গ্রোথ ঠিক হবে মিনি মাম আপনাকে তিন থেকে পাঁচ দিন চালাতে হবে, সারারাতের জলে তারপরে আপনি বুঝতে পারবেন।হ্যাঁ এই বয়সেও দেওয়া যাবে, ১০০ পাখির পাঁচটা করে আপনি আজ থেকেই চালান।
@@sarifulmondal196 আমি যেটা বলছি একটুখানি শুনুন, যেভাবে বললাম ওটা চালান, সাথে করে সকালের এক থেকে দেড় ঘণ্টার জলে লিভারের ওষুধ টকছল দিয়ে দেন। ১০০ পাখির ২০ ml কোরে।এবং এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত গ্লুকন্ডি মুরগি কে দেন। ১০০০ পাখির জন্য ৩০০ গ্রাম করে। যে কদিন আপনার ফার্মে মুরগি থাকবে সে কদিন দিয়ে দেন।
@@SNPOULTRYFARMING ha jol to aquagurd ar khaoa66i roj r feed Nrml di66i kalke weight korlm me murgi gulor weight 1tar 585 asse r 6ele gulo same asse r 6ele r me ghor alada kore dia6i
@@TaslimaYasmin-u4p(Neurobion forte)এই নাম টা ডাক্তার কে দেখান,অবশ্যই আছে। আপনি কোন জেলা থেকে কথা বলছেন। আপনি য়ে কথাটা লিখেছেন, ব্যাপার টা বুঝতে পারলাম না। যদি খুব অসুবিদা হয়,তাহলে বলবেন,একটা নম্বর দিয়ে দেবো একটু আমাকে কল করে নেবেন।
Restrict-L ব্যবহার করুন সারা রাত্রের জলে, ২ লিটার জলে এক গ্রাম করে, পরপর তিন দিন। অথবা টাইলো,(অ্যান্টিবায়োটিক ওষুধ) ৫লিটার জলে ১ml কোরে।এই দুটোর যে কোন একটা খাইয়ে দাও অবশ্যই ঠান্ডা কমে যাবে।
এলোপ্যাথিক ডাক্তারের দোকানে গিয়ে বলবে,ভিটামিন বি কমপ্লেক্স যে ট্যাবলেট পাওয়া যায় সেটা দিতে। আর এই ট্যাবলেটটা সারা রাত্রের জলে ১০০ পাখির জন্য পাঁচটা করে দেবে। পরপর তিনদিন।
ভাই, আমি তো জানি যে, "Neurobion"ট্যাবলেট শুধু মাত্র পা খোঁড়া, পা বেঁকে গেছে, পা দূর্বল ,হাঁটতে সমস্যা হচ্ছে এইসব কারনে এই ট্যাবলেট ব্যবহার করা হয়। তুমি তো আবার বলছো " গ্ৰথ" এর কাজ করে।
ভাই, আমি তো জানি "Neurobion Tablet" একমাত্র পা খোঁড়া হয়ে যাওয়া, পা বেঁকে গেছে, হাঁটতে সমস্যা হচ্ছে। এক কথায় "ল্যাম"। এই রকম কোনো সমস্যা দেখা দিলে Neurobion tablet used হয়। আপনি বলছেন "গ্ৰথ" এর করে। কোন টা সঠিক। একটু জানালে উপকৃত হব।
@@rakibsing6286 বাংলাদেশে এই ট্যাবলেট পাওয়া যাবে না। তবে মানুষের ওষুধে ফার্মেসিতে গিয়ে বলতে পারো, ভিটামিন বি টুয়েলভ ও ভিটামিন বি কমপ্লেক্স যে ট্যাবলেটে আছে সেই ট্যাবলেট দিতে।
পরবর্তী আমি একটা ভিডিও পোস্ট করব এই ভিডিওতে এক থেকে ৪০ দিন পর্যন্ত পোল্ট্রি মুরগির কোন কোন মেডিসিন ব্যবহার করা হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে দেব তখন একটু দেখে নেবে। পেটে জল জমা বা হাটে জল জমার অনেকগুলো কারণ রয়েছে, বাচ্চা বেলায় যদি ঠিকঠাক ফার্মের চটগুলো ফেলার ও তোলার মেনটেন না করতে পারো তাহলে হার্ডে অবশ্যই জল জমে এবং শীতকালেও দেখবে চট বেশিক্ষণ ফেলে রাখার কারণে অনেক মুরগির হার্টের জল চলে আসে, আর যে মুরগির হাটে জল চলে আসে মুরগি বাঁচানো খুবই মুশকিল। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে জলের পাত্র না দেওয়া, তুমি যদি ঠিকঠাক জল না খাই তাতে কেউ হার্টে জল চলে আসে, এছাড়া বাচ্চা বেলায় আবারো জল কম খেলে তাহলে পেটে জলের সমস্যা দেখা দেয়, আরেকটু বড় হতেই সেটা মারা যায়। দেখো আমি এখনো হোয়াটসঅ্যাপ নাম্বার লঞ্চ করিনি আমি একটা নাম্বার একটা ভিডিওতে দেখাবো সেই নাম্বারটা পেলে অবশ্যই কল করে নিও।
আপনি তো দেখছি বড় ডাক্তার, কোন হাসপাতালে গেলে আপনার ভালো হয়। কোন ডাক্তারের কাছে শুনবেন এই ওষুধটার কাজ কি?আর এই ওষুধ টা কি কি দিয়ে তৈরি হয়েছে এবং এর কাজটা কি এই ওষুধে কি আছে, আগে ভালো করে জানুন তারপরে কমেন্ট করবেন।