খুব ভালো লাগলো দিভাই এই নামকিন টা দেখে খুব সুন্দর হয়েছে। পুরো দোকানের মত দেখতে হয়েছে। এত সুন্দর হয়েছে কালারটা রংটা কেউ বলবে না দেখে পরে যেটা বাড়িতে বানানো হয়েছে । খুব ভালো লাগলো দারুন দারুন দেখেই মনে হচ্ছে টেস্টটা একদম অসাধারণ হয়েছে।
আমি যখন মসলাগুলো মিলিয়েছি তখন মুখেও বলে দিয়েছি দেওয়ার সময় দেখিও দিয়েছি ভিডিওর শেষে আছে রেড চিলি পাউডার 1/2tsp আমচুর পাউডার 1/2tsp চাট মাসালা 1/2tsp ব্লেক সল্ট আন্দাজ মতো
করি পাতা না দিলে চানাচুর সম্পূর্ণ হবে না? এটা আমার জানা ছিলো না। করি পাতা দেখেছি সাউথ ইন্ডিয়াতে, এমন কোনো খাবার নেই যেটাতে ওরা এই পাতা না দেয়। এই পাতার অনেক ভেষজ গুন আছে অন্য অনেক পাতার মতন, এর তিতকুটে স্বাদ আমার মোটেও পছন্দ না।