প্রকৃত পক্ষে দেখতে গেলে বিশেষ করে দেশি মুরগি পালন করতে হলে কিছু ফাঁকা জায়গা অবশ্যই দরকার, কারন এটা দেশি মুরগি পোল্ট্রি নয়, তাই দেশি মুরগি খোলা মেলা জায়গা পেলে অনেক বেশি সুস্থ থাকে
মানিক ভাই আমার ৪ টা মুরগী আজ মারা গিয়েছে। তাদের সমস্যা ছিল চুনা পায়খানা খাবার না খাওয়া এবং ঝিমানো। আমি ছাড়া অবস্থায় মুরগী পালন করি।সন্ধায় ভালো মুরগী খেয়ে ঘরে ওঠে আর।সকালে অসুস্থ হয়ে যায়। আমিতো নতুন তাহলে আমি এখন কি করব আমিতো বুঝতে পারছি না এটা কি রোগ। তাই বলছি দয়া করে আপনি যদি দেশি মুরগীর রোগের লখন গুলো বিস্তারিত ভাবে এবং প্রাকৃতিক উপায়ে চিকিৎসা গুলো ভিডিও করেন তাহলে খুব উপকার পাব
আপনার উপজেলা প্রানি সম্পদ অফিসে গিয়ে স্রিপরো ভেট ফাইল একটা নেবেন,মাসে দুই বার তিন থেকে চার ফোটা করে পর পর দিন রাতে খাওয়াবেন নিয়মিত এভাবে চলাবেন ইনশাআল্লাহ সমস্যা হবে না।
ভাই আমি আপনার সফ ভিডিও দেখি এবং ভালোও লাগে..! কিন্ত আমার মত অনেক ভাইয়ে জানার ইচ্ছে,, যে কি ভাবে প্রথম দিন এবং ব্যাচটি ওঠান দিন প্রয়জন্ত কোন দিন কি কি খাধ্য ও ঔষধ ব্যবহার করতে হবে। তা জানার খুব ইচ্ছে এবং তাও জানি প্রতিটা ভিডিওতে বলে দেন কিন্ত বুঝতে সমস্য হয়। আর ভিন্ন ভিন্ন খামার থেকে ভিন্ন ভিন্ন ইষ্টিমেট দেয় তাই বুঝতে পারছি না কি করব...! আপনি যদি ভিডিওর শেসে চাট সিষ্টেম দিয়ে দিতেন। তাহলে আমার মত নতুন খামার উদ্দোক্তারা উৎসহ পাবে। ধন্যবাদ ভাইয়া আমার কমেন্টি পারবার জন্য...❤️
ভাই আপনার ভিডিও গুল খুব সুন্দর .........আমি জানতে চাই এই ভিডিও এর যে উদ্যোক্তা রয়েছেন তার কাছ থেকে কি দেশি মুরগির বাচ্ছা সংগ্রহ করা যাবে ? তাহলে তার সাথে যোগাযোগ করার মাধ্যম বলে দিন । বিঃ দ্রঃ আমার বাসা সাভার তাই ।
মানিক ভাই কিভাবে শীতে কি খাবারের মাধ্যমে মুরগিকে গরম রাখা যাবে প্রাকৃতিক ভাবে এবং প্রাকৃতিক ভাবে কিভাবে তাপ দেয়া যায়.. মানোয়ার চাচার থেকেও নিতে পারেন আইডিয়া। প্রতিবেদন এর চেয়ে কিছু টিপস কালেক্ট করার চেষ্টা করবেন যাতে যারা দেখে তারা নতুন কিছু শিখতে পারে
আমিও প্রায় এক বছর যাবৎ মুরগি ছাদে পালন করছি খাঁচায় কবুতর ও আছে আবার আমার ছাদ বাগান ও আাছে তবে ছাদ বাগান দুই সাল থেকে করে আসছি আলহামদুলিল্লাহ। তবে মুরগি খাঁচায় পালনে মুরগি একটায় আরেকটাকে টুকরা টুকরি করে অনেক সময় রক্ত মাংসপ বের করে ফেলে কিছু দিন পর পর টুট কেটে দেই কিছু দিন ভালো যায় আবার শুরু করে দেয় টুকরা টুকরি এর কেনে প্রতিকার আছে কি।
Ami onk bar chesta korchi....bt bar bar Amar eaktai samossa hoi r seta Holo 0 thekhe 2 mash boyosh porjonto egular shothik take care....ei porjonto jato bar ei baccha futaichi tato bar ei Amar sudhu ei samossa hoi....kivhabe je sob baccha Mara Jai Ami thik bujteo pari na....er jonno Amar ki Karo nio hote pare ....?keo Jodi kindly bolten Tobe khub upokar hoto....