Тёмный

বান্দরবান।। একদিনে বান্দরবান এর ভ্রমণ গল্প।। 

BM Rayhan
Подписаться 552
Просмотров 188
50% 1

বান্দরবান__
বাংলাদেশের দার্জিলিং খ্যাত বান্দরবানের পাগল করা সৌন্দর্যের টানে, পর্যটকরা বারবার ফিরে যায় সেখানে। বাংলাদেশের উত্তর-পূর্ব দিকে, ৪৪৭৯ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থান এর। চিটাগং হিল ট্র্যাক এর একটি ছোট্ট অংশ এই পাহাড়ি জেলা বান্দরবান। অসংখ্য নদী, পাহাড়, লেকের এই জেলাতেই, বাংলাদেশের হিমালয় খ্যাত “সাকা হাপোহং” এর অবস্থান। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার দুপাশে সবুজের সমারোহ, স্নিগ্ধ বাতাস, মেঘের লুকোচুরি আর মেঘ ছোঁয়ার অনুভূতি পাওয়ার জন্য হলেও, আপনাকে বান্দরবান আসতেই হবে। তবে তার আগে জেনে নিতে হবে, কিভাবে যাবেন বান্দরবান। থাকবেন কোথায়, খরচ করতে হবে কত টাকা। আর ঘুরবেনই বা কোন কোন জায়গায়। আগে চলুন বান্দরবান যাওয়ার ব্যাবস্থা করা যাক।
কিভাবে যাবেন __
এবার আসা যাক, বান্দরবান যাওয়ার উপায় কি কি? ঢাকা থেকে বান্দরবান যাওয়ার উপায় হলো তিনটি। বাস, ট্রেন এবং প্লেন। ঢাকা থেকে বান্দরবান জেলার দূরত্ব ৩৮৭ কিলোমিটার। বাস, কিংবা ট্রেন, অন্তত ৬ থেকে ৭ ঘন্টা সময় আপনার লাগবেই।
ঢাকা থেকে বাসে করে বান্দরবান
ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্য বাস ছাড়ে, সায়েদাবাদ, আরামবাগ, কমলাপুর এবং মতিঝিল থেকে। এর জন্য আপনি এসি এবং নন-এসি, দুই ধরণের বাসই পেয়ে যাবেন।
এসি বাস গুলোর মধ্যে রয়েছে : দেশ ট্রাভেল, শ্যামলী পরিবহন, ঈগল ট্রান্সপোর্ট, সেন্টমার্টিন পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, এস এ আলম পরিবহন, ইউনিক পরিবহন ইত্যাদি।
এর মধ্যে সেন্টমার্টিন পরিবহনে জনপ্রতি ভাড়া ৯৫০ টাকা। দেশ ট্রাভেলে ১৪০০ টাকা, হানিফ ও শ্যামলী পরিবহনে ১৫০০ টাকা করে।
নন-এসি বাস গুলোর মধ্যে আছে : দেশ ট্রাভেল, সেন্টমার্টিন পরিবহন, শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ ইত্যাদি। সবগুলো নন-এসি বাসে জনপ্রতি টিকিট ভাড়া ৬২০ টাকা করে। শুধুমাত্র সেন্টমার্টিন পরিবহনে ভাড়া দিতে হইবে ৬৫০ টাকা।
বাস স্টেশন থেকে সকালে এবং রাতে, এই দুই সময়ে বাস ছাড়ে। আপনার সুবিধা মতো যেকোনো সময়ের বাসেই আপনি যাত্রা করতে পারেন। তবে রাতের যাত্রা সবচেয়ে ভালো হয়। এতে করে আপনি পরদিন, পুরো দিন ঘোরার জন্য সময় পাবেন।
থাকার ব্যাবস্থা __ঃ
হোটেল হিল ভিউ
বান্দরবান শহরের একেবারে বাস স্ট্যান্ড এর কাছেই অবস্থিত এই হোটেল। এখানে কি ধরণের রুম আপনি ভাড়া করছেন তার উপর নির্ভর করে, প্রতি রাতের জন্য গুনতে হবে ১৮০০ থেকে ৭০০০ টাকা পর্যন্ত। চাইনিজ, থাই, বাংলাদেশী সহ স্থানীয় খাবার ব্যাবস্থা রয়েছে এখানে। সাথে রয়েছে, ঘুরে দেখার জন্য ট্রান্সপোর্ট সার্ভিস।
হিল সাইড রিসোর্ট
বান্দরবান শহর থেকে ৩ কিলোমিটার দূরে, মিলনছড়িতে এর অবস্থান। এটি বাংলাদেশের প্রথম রিসোর্ট হিসেবে পরিচিত। পাহাড়ে ঘেরা এই রিসোর্টে খুব সুন্দর সুন্দর ৫টি কটেজ রয়েছে। যেখান থেকে সাঙ্গু নদী দেখা যায়। এই রিসোর্টে এক রাত থাকার জন্য গুনতে হবে ৩৫০০ থেকে ৪৫০০ টাকা।
হোটেল প্লাজা
এর অবস্থান আর্মি পাড়ার ৭নং ওয়ার্ডে। প্রতি রাতে খরচ হবে ১৫০০ থেকে ৭০০০ টাকা।
ভেনাস রিসোর্ট
অবস্থান : মেঘলা, শহর থেকে ৪ কিমি দূরে, চিটাগং-বান্দরবান হাইওয়ে রোড। খরচ হবে ৪০০০ থেকে ৫০০০ টাকা প্রতি রাত।
নীলাচল নীলাম্বরী রিসোর্ট
অবস্থান হল বান্দরবান শহর থেকে মাত্র ৬ কিমি দূরে অবস্থিত নীলাচল ট্যুরিস্ট কমপ্লেক্সে। সমুদ্র পৃষ্ঠ থেকে ৬০০ ফিট উপরে থাকায়, এখান থেকে সাঙ্গু নদী দেখা যায়। খরচ হবে ৩০০০ টাকা প্রতি রাত।
নীলগিরী হিল রিসোর্ট
বাংলাদেশ আর্মি দ্বারা নিয়ন্ত্রিত এই রিসোর্ট টি নীলগিরী পাহাড়ের উপর অবস্থিত। এটি এতটাই ব্যস্ত যে, অন্তত এক মাস আগে থেকে বুকিং না দিলে, রুম পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। খরচ হবে ৮০০০ টাকা প্রতি রাত।
বান্দরবান ভ্রমণ খরচ__
যাতায়াত ভাড়া-- ১৪০০ টাকা
জীপ গাড়ি ভাড়া- ৩৫০০ টাকা(১২জন)
খাবার খরচ- ৫৭০ টাকা ( ৩ বেলা)
#Bandarban
#nilgiri
#nilachol
#meghla
#travel
#bmrayhan
My Facebook I'D Link
/ mdrayhanhossain61
My Facebook Page Link
/ bmr15
Instagram I'D Link
...
My Business Account
mdrayhanhossain61@gmail.com

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@sabbirhossain7079
@sabbirhossain7079 8 месяцев назад
Nice bro❤
@mithilahawlader
@mithilahawlader Год назад
Bhai big fan ❤
@BM_Rayhan_
@BM_Rayhan_ Год назад
Thanks 😊
Далее