হাবিব তোমার বাচ্চাদের আনন্দ দেখে খুব ভালো লাগলো৷ আমাদের দেশের বাচ্চারা এতো সুন্দর পরিবেশে যদি থাকতে পারতো৷৷ খেলার জায়গার অভাবে সারাদিন ঘর বন্দী হয়ে থাকে৷
কমেন্ট না করে পারছি না মাশাল্লাহ নিবান এতে শান্ত কেন আমার একটা বাবু আছে ৩বছর মা ছাড়া তো এর কেন কথাই বলেন না আবার ওপর বাবা স্টোক প্যারালাইস চার বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আপনাকে super father ❤❤পুরষ্কার দিতে হবে।
বিদেশে হাসব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে। তাদের প্রয়োজনীয়তার জন্যই হয়তো বাহিরে থাকতে হয়। আমাদের দেশে মানুষের এরকম ভাবনা চিন্তা জন্যই। আমাদের দেশ ফকির, তারা ধনী।😒😒🙁🙁
হাবিব ভাই আপনি ছেলে ব্যথা পেলেও কাছে নিয়ে আদর করেন না।এটা খুব খারাপ লাগে,ভাবি কাছে থালে খুব আদর করত নিবান কে।আপনার দুই সন্তানের জন্য দোয়া রইল, ফি আমানিল্লাহ ❤❤❤❤❤
Sara din wait kore thaki oder video kokhon dekhbo MashAllah oder vai bon ke amr onek beshi valo lage dowa kori sob somoy jeno ora valo thake❤ Amader noakhalir chele bole kotha sob kicu to parte hobe baba/husband hisabe best apni👍👍
আসসালামুয়ালাইকুম ভাইয়া অনেকদিন যাবত আপনাদের ভিডিও দেখি। বাট কখনো কমেন্ট করি নাই। আজকে করলাম। আমার মনে হয় আপনার একটা হেল্পিং হেল্প করলে ভালো হয়। তাই কিছু না মনে করলে। আপনি একটা হেল্পিং হ্যান্ড নেন। লাগলে অবশ্যই আমাকে জানাবেন। তাতে আপনি অনেক উপকৃত হবেন। আর একজনার। কর্মসংস্থান হবে। ভাইয়া কমেন্টের রিপ্লাই এর মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন।
মিস্টার হাবিব আপনি অসাধারণ একজন মানুষ! ভীষণ দায়িত্বশীল একজন পিতা এবং স্বামী আপনি। শুধু কি তাই? নিজের দেশ, নিজের ভাষা এবং সংস্কৃতির প্রতি আপনার প্রবল অনুরাগ,ভালোবাসা যা আপনি আপনার সন্তানদের মধ্যেও প্রথিত করে দিতে চেষ্টা করে যাচ্ছেন সেটি এক কথায় অসাধারণ। আমরা আপনার মুগ্ধ দর্শক। ধন্যবাদ।
ভাইয়া ও বলতেছে ওর মাম্মি ঐ দিকে গেছে ওকে রেখে 😔দোয়া করি ভাবি যেন সহিসালামতে বাচ্চাদের কাছে ফিরে আসে।আমার মনে হয় ভাবি ও গিয়ে ভালোভাবে থাকতে পারতেছে না। মা য়ে রা এমন ই হয়।