আসসালামু আলাইকুম আমার বিয়েতে মিন্টু ভাই রান্না করেছিল। আজ ১৯ বছর পরও এখনো মানুষজন সেই অসাধারণ স্বাদের কাচ্চি, মুতাঞ্জিন জর্দার কথা বলে। উনার রান্না করা মোরগ পোলাও কিন্ত প্রবাদ প্রতীম। অনেক বছর ধরেই ইউটিউবে মিন্টু ভাইয়ের রান্নার রেসিপি খুজছিলাম।আজ হঠাৎ পেয়ে যে কী ভীষণ আনন্দ হলো!!!! ফাহিম ভাই...আপনাকে অসংখ্য ধন্যবাদ মিন্টু ভাইয়ের রান্নার সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়ার জন্য। একটা বিশেষ অনুরোধ রইলো- মিন্টু ভাইয়ের মোরগ পোলাও , জর্দার রেসিপিটা প্লিজ দেখাবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। # Georgia -US
ভাই আমি আপনার ভিডিও সব সময় দেখি বাট কখনো কমেন্স করিনাই আজ প্রথম করলাম বরাবরের মতোই সুন্দর হইতাছে তবে এই ভিডিও গুলো অনেক সুন্দর হইতাছে পুরান ঢাকার খাবার গুলা সব তুলে ধরেন বাবুরচি দিয়া আমরা রেসিপি দেখার অপেক্ষায় আছি
।।।।ফাহিম ভাই এর কমনসেন্স দেখে আমি মুগ্ধ।।।। 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆 ফাহিম ভাইঃ তিরিশ কেজি খাবার কত জন মানুষ খাইতে পারবে? মিন্টু ভাইঃ $£℅*# ফাহিম ভাইঃ চব্বিশ জন? মিন্টু ভাইঃ ১২০ জন। ফাহিম ভাইঃ অহহহ! ১২০ জন, ১২০ জন
Please do some physical workout to keep this good work going for a long time. Just like We enjoy seeing your vlogs, we'd like to see you in good health as well. All the best..
এটাই হচ্ছে বিজনেস ভাই ।প্রথমে বাচ্চাদের জন্যে ছোট্ট আয়োজন নামে একটা ভিডিও দিয়ে ইমোশন নেয়া ।দেন প্রত্যেক আইটেমের জন্যে নতুন নতুন ভিডিও দেয়া । ভাই আপনি শুধু একজন ফুড রিভিউয়ার না । আমাদের জন্যে একজন বিজনেস মডেল ও
@@mohammadtoufiqhasan8476 না ভাই লাগে না । হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত; রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'যখন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তাআলা সাত শ্রেণির লোককে তার (আরশ) ছায়া দান করবেন। (তাদের মধ্যে একজন হলো) যে ব্যক্তি এত গোপনে সাদকাহ্ বা দান করে যে, ডান হাত যা দান করে, বাম হাত তা টের পায় না।' (বুখারি, মুসলিম, তিরমিজি, মুসনাদে আহমদ) ।অতএব আপনাকে দেখানোর জন্যে ভিডিও করতে পারতেছি না । তবে হ্যা দান ঠিকই করি যতটুকু পারি
যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, নিশ্চয় সে শিরক করে। যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে রোজা রাখে, সেও শিরক করে এবং যে ব্যক্তি মানুষকে দেখানো উদ্দেশ্যে দান-খয়রাত করে, সেও শিরক করে।- -(মুসনাদে আহমদ) ।তো আপনার সাজেশন এর জন্যে ধন্যবাদ । তবে আপনার অমূল্যবান একটা লাইকের জন্যে ভিডিও করতে পারতেছি না বলে দুঃখিত ।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আশা করি ভালো আছেন ভাই পিন্টু বাবুচি নাম্বারটা কি একটু দেওয়া যায় ? আমার একটা অনুষ্ঠানের রান্না করাবো। নাম্বারটা দিলে অনেক উপকৃত হতাম।
চালের ডাবল পানি দিলে বিরিয়ানি,পোলাউ বা তেহারি টা একটু নরম হয়ে যায় বা গলে যায় পানিটা যদি একটু কম করে দেওয়া হয় তাহলে চাল টা ঝড়ঝড়া থাকে একটা সঙ্গে আর একটা লেগে যায় না
Fahim bhai apnar ei video dekhe ami mintu bhai k call diye khabar er order dei, first time uni thik thak khabar delivery diye geche, second time amar advance kora taka o mere diche phone o dhortese na. Erokom ekta lok k diye ki eshob asha kora jay!
Apnar Mon mon manusikatr obosths tar thakeo onek bashi kharap...... immediately doctor er soronaponno hon apni jate apnar metal disorder valo hoy....!!!r eisob faltu Kotha kono Manus kei bolben na