পানির পরিমান দুইভাবে দেওয়া যায় আপু। প্রথমত, আপনি যেই কয় গ্লাস বা পট চাল নিবেন পানিটাও তার দিগুন নিতে হবে। যেমন : এক পট চাল এর জন্য ২ পট পানি। দ্বিতীয়ত, হাতের কর মেপে চালের উপর হাত রেখে এক কর পানি দিলেও হবে তাতে পানির পরিমান কম হলেও পরে আরেকটু পানি দিয়ে ব্যালেন্স করে নেওয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন। ❤️
আপু দুই ভাবে পানি দেওয়া যায়। প্রথমত, হাতের কর মেপে দেওয়া যায়, চালের ওপর হাতটা রেখে হাতের এক কর পানি দিলেও হবে,আবার যতটুকু চাল তার দ্বিগুণ পানি দিলেই হবে মানে এক কাপ চালে দুই কাপ পানি। আশা করি বুঝতে পেরেছেন।