নিজের গাওয়া যে কয়টি গজল আমার বিশেষ পছন্দের, তার মধ্যে ‘বেঁচে থেকে লাভ কী বলো’ অন্যতম। গজলের ভিউ নিয়ে অতো ভাবি না। তবে কিছু কিছু গজল মানুষের কাছে পৌঁছাতে পারলে ভালো লাগে। ‘বেঁচে থেকে লাভ কী বলো’ তেমনি একটি গজল। কিছু গজল খুব অল্প সময়েই লেখা হয়ে যায়। কিছু গজল পুরো রাতটাই জাগিয়ে রাখে। ‘বেঁচে থেকে লাভ কী বলো’ একটি নির্ঘুম রাতের ‘অসহায় ভাবনার’ ফসল। সবার কাছে বিশেষ অনুরোধ থাকবে গজলটি পুরোটা শোনার জন্য। গজলটি আরও বহু মানুষের কাছে পৌঁছে দিতে আপনাদের সহযোগিতা কামনা করি।
মাশাআল্লাহ। লেখনীটা দিলে টাচ করে। রিলিজ হবার পর ৮-১০ বার শুনে ফেলছি।। এখন হাদীর দোকানে বসে কম্পিউটারে শুনতেছি-- জাযাকাল্লাহ প্রিয় মায়ার ভাই কবি মুজাহিদ বুলবুল ভাইয়া।।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
বোবা বানিয়ে দিয়েছে এই গান- কিছুই বলার ভাষা নাই- মেকি আফসোসকারীদের মধ্যে আমিও একজন মনে হচ্ছে।। আমরা কবে জাগবো? আমরা কবে চেনা পথে ফিরবো? ইয়া আল্লাহ -! এ গান হোক জেগে উঠার ওসিলা-🤲