হারুন সাহেব সেদিনতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঢুকে লাঠিসোটা পেয়েছেন, কিন্তু তার পরেরদিন ছাত্রলীগের অফিসে কি পাওয়া গেছে সেটাতো সাধারণ শিক্ষার্থিরা বলছেন, কিন্তু আপনিতো বললেন না,
হারুন সাহেব কে দায়িত্ব দেওয়া হয়েছে জনগণের টাকায় বেতন, ভাতা নিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের রক্ষা করার জন্য। সেই দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করে যাচ্ছেন যাতে অতিদ্রুত বেনজীর আহমেদের জায়গা নিতে পারেন।
ভাই আমার একটা রিকুয়েস্ট ছাএরা ঘুমের কষ্ট পাইতেছে এবং খানার কষ্ট পাইতেছে এবং পানির কষ্ট ছাএরা যেখানে অবস্থান করে সেখানে যেনো তাদের কে এই সহয়তা করা হয় ছাএ সমর্থকের পক্ষ থেকে ছাএরা ক্লান্ত পিল্জ এই মেসেজ টা প্রত্যেক চ্যানেলের কমেন্ট বক্সে দিয়ে দিন যাতে সর্ম্থকেরা দেখতে পাই পিল্জ
অইখানে ইন্ডিয়া মারে উনাগো পারে না এই জন্য দেশের মধ্যে তারা ঘেও ঘেও করতে ডুকছে, কিনতি আফসোস এইখানেও মাইর এ টানে এরা আসোলে কনফিউজ কই জাইয়া নিজের সান্তি রক্ষা করবে
আজকে মাঠে ছিলাম ছাত্রদের পাশে। এটা এখন আর শুধু কোটা আন্দোলন নয়, রাষ্ট্রের মালিকানা কার, আওয়ামী লীগ নাকি জনগণের, সেটাও এই আন্দোলনে নির্ধারিত হবে। ছাত্র ছাত্রীরাই এই সময়ের মুক্তিযোদ্ধা।
ভাই তরা কোটা বাতিল এর আনন্দোলন করছত এটা সুন্দর। তবে মেট্রোরেল পুড়ানো এটা দেশের অর্থনীতি ক্ষতি। আর স্টুডেন্টদের সাথে তৃতীয় ব্যাক্তি ঢুকে এটার মাঝে জামেলা আনতাসে। আইনমন্ত্রী এবং শিক্ষামন্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে কথা বল একটা স্মারক নিয়ে। যেদিন হাসিনা থাকবে সেদিন বুঝবি হাসিনা দেশের জন্য কি করসে।