এইটা আপু একদিনে দুইবার দিতে হয় সকালে একবার দিয়ে দেবেন দুই চোখে এক ফোঁটা এক ফোঁটা করে আর রাতে একবার দিবেন দুই চোখে এক ফোঁটা এক ফোঁটা করে এইভাবে টানা সাতদিন দিলে ইনশাআল্লাহ আপনার বিড়াল সুস্থ হয়ে যাবে আপু
আমার বিড়ালটার চোখে কিছু একটার আঘাত লেগেছিলো,,এখন চোখ মেলতে পারছে না। আশেপাশে কোনো পশু ডাক্তার ও নেই। সহজ কোনো উপায় বলুন প্লিজ যেনো ওর চোখের সমস্যা টা দ্রুত ভালো হয়
প্রথমে এই ড্রপটি ব্যবহার করে দেখুন যদি সুস্থ হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি সুস্থ না হয় তাহলে অবশ্যই দ্রুত কোন পশু চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ ।
"Civodex vet" এইটার সম্পর্কে আসলে আমি বলতে পারতেছি না ব্যবহার করা যাবে কিনা তবে সিপ্রোসিন এটা আমি একজন পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করেছি এবং খুবই ভালো উপকার পেয়েছি এক সপ্তাহের মধ্যে চোখ থেকে পানি পড়া বন্ধ হয়ে যায় পুরোপুরি । সিপ্রোসিনটা বিড়ালের চোখ দিয়ে পানি পড়লে ব্যবহার করতে পারেন ।
আসলে ভাইয়া এই ড্রপটি ব্যবহার করা হয় বিড়ালের চোখ দিয়ে পানি পড়লে বা চোখ ফুলে গেলে কেতোর জমাট হয়ে চোখ বন্ধ হয়ে গেলে এইসব কারণে। তবে পর্দা পড়লে দেওয়া যাবে কিনা এটা আমি সঠিক বলতে পারতেছি না, আপনি এই ড্রপটি ব্যবহার করে দেখতে পারেন ভাইয়া কিছুদিন সকালে এবং রাত্রে এক ফোঁটা এক ফোটা করে দুচোখে দুই ফোঁটা দিবেন। যদি দেখেন যে সুস্থ হয়ে গেছে তাহলে তো আলহামদুলিল্লাহ । আর যদি আল্লাহ না করুক সুস্থ না হয় তাহলে অবশ্যই দ্রুত কোন পশু চিকিৎসকের পরামর্শ নিন ভাইয়া, ধন্যবাদ কমেন্ট করার জন্য ।
জি দিয়ে দেখতে পারেন যদি ঠিক না হয় তাহলে দ্রুত একজন পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তবে আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ড্রপ টি ব্যবহার করলে । আল্লাহ না করুক তারপরও যদি সুস্থ না হয় তাহলে অবশ্যই একজন পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে ধন্যবাদ ।।
Amr ekta ques chilo apnara koi ekdin er jnno jodi desh er baire jan thle biral ke kothay rekhe jan jmn onno kauk pawa jai ei na je tader kche rekhe jbo biral der daitto kew nite chai na
এখন বিড়ালদের বিভিন্ন কেয়ার সেন্টার রয়েছে যেখানে আপনি একদিনের জন্য বা এক মাসের জন্য এক সপ্তাহের জন্য ঘণ্টার জন্য হলেও রেখে যেতে পারবেন, তারা খুব সুন্দর ভাবে যত্ন সহকারে আপনার বিড়ালের খেয়াল রাখবে এবং সকল প্রকার দায়িত্ব পালন করবে । তো এর জন্য তারা কিছু চার্জ করে আর এইসব ক্যাড সেন্টার গুলি বিভিন্ন জায়গায় রয়েছে। মিরপুরে আছে শেওড়াপাড়া আছে মিরপুর ২ নাম্বার আছে ১২ নাম্বার আছে বিভিন্ন জায়গায় আছে ধানমন্ডি আছে বনানী আছে উত্তরা আছে আপনারা চাইলে এইসব কেয়ার সেন্টারগুলিতে রেখে যেতে পারেন ধন্যবাদ ।।।