'রাকিব' তুমিই এদেশের প্রাণ। কথিত কয়েকজন নির্বোধ স্বার্থপর বিচারকদের কাছে তুমি যদিও তোমার প্রাপ্য সম্মানটুকুও পাওনি। তবে আমাদের কোটি হৃদয়ে কাছ থেকে পেয়েছো দোয়া ও ভালোবাসা। আরও বেশি এগিয়ে যাও সেই কামনা। 💕
পাবনা ক্যাডেট কলেজের ছেলেটি হৃদয় ছোঁয়া বক্তব্য দিয়েছে। তার চিন্তা চেতনা বাস্তব ভিত্তিক। কিন্তু তার পক্ষে রায় আসবে না। কারণ সে বিশ্বের বাস্তব অবস্থা তুলে ধরেছে। শুভ কামনা তার জন্য।
ক্যাডেট কলেজের রাকিব ভাইয়া এই কথা রা আমার সাথে একদম মিলে গেছে যখন খুব ছোটো ছিলাম তখন আধো রাতে ঘুম ভেঙে গেলেই মনে পড়তো সকাল হলেই স্কুলে যেতে হবে আর মনে মনে চাইতাম এই রাত যাতে কখনোই শেষ না হয় অথচ দেখুন সেই স্কুল কে এখন কতটা মিচ করি 😢 সত্যি হৃদয় শুয়ে গেলো এই কথাটা 😢
আধো রাতে যদি ঘুম ভেঙে যায় বাংলাদেশ টেলিভিশন সকল বিতর্ক অনুষ্ঠানের দূর্নীতি না করে সঠিক বক্তাকে শ্রেষ্ঠ উপাধি দেয়া হোক। আমি মনে করি শ্রেষ্ঠ বক্তা রাকিব ভাই💝
Uzzol Hossain ভাই তো সঠিক কথাই বলছেন।। আর এই যে Riti Afrin আপনার কি কোন কাজ নাই।। একবার আমাকে রিপ্লাই দিচ্ছেন আবার এখানে এসে নাক গলাচ্ছেন। আপনি কে আপনি কোন ক্যাডেট কলেজ থেকে আসছেন শুনি।। আপনাদের তো আবার লজ্জা কম বলেও লাভ নেই।।
@@monirhossoinmonir5027 ব্যাবহারে বংশের পরিচয়।আপনাদের মত ক্যাডার প্রাপ্ত দের সাথে তর্কে না জড়িয়ে নিরবতা শ্রেয়। ভালো থাকবেন কেমন লজ্জাশীল ভাইয়া, আসসালামুয়ালাইকুম
@@ইয়াম্মি আপনি যে হারে সবার কমেন্টে গিয়ে ভদ্রতা শো করছেন এটা তারাই বুঝতে পারবে যাদের কমেন্টে গিয়ে অযাচিত কথা বলছেন ভুক্তভোগীরাই জানে ব্যবহারই বংশের পরিচয় এটা কমবেশী সবাই জানি
বাংলাদেশ থেকে বাল্য কালে ভারতে এসে ছি।অভিনন্দন জানাই বাংলাদেশের এই সব মেধাবী ছাত্র ছাত্রী দের তাদের আসাধারণ উপস্থাপনের জন্য। আমি আমার জন্ম ভূমির নানান অনুষ্ঠান নিয়মিত শুনি না ধেখি।
@@babugosh179 কখনোই নয়, সে শুধু নারী অধিকার নিয়ে বলেছে, যেখানে রাকিব সর্বস্তরের অসহায় মানুষের বাস্তবতা ও দেশের অবহেলিত যুবক এবং খেটে খাওয়া মানুষের পিরণ, নিয়ে বলেছেন
অসাধারণ বলেছেন ভাই রাকিব, যে ব্যক্তি চিন্তার মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং উঠে এসেছে পরিবার,সমাজ, রাষ্ট্র ছাড়িয়ে বিশ্ব,,,,,,,,আর এটাই একজন মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। যে শুধু ব্যক্তি নয় বরং বিশ্বকে নিয়ে ভাবতে জানে সেই তো বিশ্বকে পালটে দিতে পারে, পরিবর্তনের যোগ্যতা রাখে,,,,,
রাকিব তোমার কথায় সবার মন চুয়ে গেছে,, দর্শকের মন কেরেছ তুমি,, অনুষ্ঠানে তুমি প্রথম স্থান পাওনি তাতে কি,,দর্শকের মনে স্থান করে নিলে,, দর্শকের ভালোবাসায় তুমি একদিন অনেক বড় হবা ইনশাআল্লাহ ,,তোমার প্রতি দোয়া রইলো।
সবাই বেশ ভালো বলেছে কিন্তু সবচেয়ে বেশী পরিপক্কতা ও বাস্তবতার ছোঁয়া রাকিবের বক্তব্যের উপস্থাপনায়। মনে হচ্ছে ধরে রাখতে পারলে ছেলেটা ভবিষ্যতে দেশের যে কোন সেক্টরে কাজ করলে সেখানে সোনা ফলাবে। মাশাল্লাহ কত সুন্দর চিন্তাভাবনার একটা ক্ষুদে দেশপ্রেমিক। 💚❤️
আধো রাতে ঘুম ভাঙলেই আমার মনে পরে। আমার বড় হওয়া ও যোগ্যতা অর্জনের পেছনে কাদের শ্রম ও স্বপ্ন আছে। আর আমি কাকে কি দিতে পারছি, কার মনে কষ্ট দিয়েছি, সমাজের জন্য কি করছি, দেশের জন্য কি করছি, একদিন তো চলে যাবো তবে কি অবদান রাখলাম আমি যে মানুষ আমাকে মনে করে দীর্ঘশ্বাস ফেলবে, আর কি বা করলাম পরকালের অর্জন। আমার উপর আশা করে আমার স্রষ্টা, আমার পরিবার আত্তিয়জন। আল্লাহতাআলা যেনো আমাকে সবার হক পালন করার তৌফিক দান করেন আমীন।
আমার মতে মো. আবু সায়েমের ভাষা শৈলী, উচ্চারণের শুদ্ধতা, উপস্থাপন দক্ষতা, তত্ত্ব ও তথ্যের সমাহার- অন্য সবার চেয়ে চমৎকার, হৃদয়গ্রাহী হয়েছে! 💜💙❣️❤️💙💜❣️💜❤️তারপরেই ক্যাডেট রাকিবের অবস্থান।
রাকিবের প্রতি জুলুম করা হয়েছে.এর বক্তব্যের মধ্য ছিল দেশ আন্তর্জাতিক সকলের প্রতি আন্তরিকতা তার রয়েছে মানুষের প্রতি ভালবাসা.এর নীতি চাওয়া পাওয়া অনেক ভাল দোয়া রইল ।।।
প্রথম হওয়া প্রতিযোগীর বক্তব্যও মনোমুগ্ধকর ছিলো তবে দর্শকের মনোরঞ্জন,সুস্পষ্ট বর্ণনা,সুন্দর উপস্থাপন, বিষয় দেখে বিচার করা করা উচিত।রাকিবের বক্তব্যে সবদিকগুলোই সুন্দর ভাবে খুঁজে পাওয়া যায়।
প্রীতি আক্তার তার বিষয় (আধো রাতে যদি ঘুম ভেঙে যায়) ছাড়া..অন্য বিষয় নিয়ে বেশি কথা বলেছে। কিন্তু ক্যাডেট রাকিব সম্পূর্ণ বিষয়ের উপরেই কথা বলেছে। সুতরাং ক্যাডেট রাকিবই প্রথম স্থান লাভ করার যোগ্য।।
রাকিব এবং শেষ বক্তার শেষ কথাগুলোও ভালো লেগেছে।আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠার পাশা পাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে।মহান সৃস্টিকর্তার উপর ভরসা রেখে বলতে চাই ইচ্ছা থাকিলে উপায় হয়।We shall overcome “Insha-Allah”
"আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে ; ক্যাডেট রাকিবের মতো অনেক প্রতিভাবান ছাত্রের কথা, যারা বিচারকদের অভূতপূর্ন বিচারকার্যের ফলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে না
রাকিবের কথার স্পষ্টতা, উচ্চারণ, বাচনভঙ্গি ও উপস্থাপনা ও যুক্তি অসাধারণ এবং সেই প্রথম হওয়ার যোগ্য। সাবেক এক বির্তাকিক হিসেবে আমি মনে করি বিচারকদের ফলাফল ও বিশ্লেষণ সম্পূর্ণ ভুল।
দুঃখ লাগে, এমন সুন্দর অনুষ্ঠানে ও সুবিচার করতে পারে না,রাকিব হলো আজকের শ্রেষ্ঠ বক্তা, এই হলো সমাজের অবস্থা কোন স্হানে সঠিক বিচার নাই,,,,৷ রাকিব তুমি স্রোতাদের হ্রদয়ে স্রেষ্ঠ,,
দীর্ঘদিন না হলেও প্রায় ১৪ বছর বিতর্কের সাথে আছি! বিতর্ক আমার প্রাণ❤ সবার বক্তব্যই শুনলাম, কিন্তু সবার সাথে আমাকেও বলতে হচ্ছে, ক্যাডেট রাকিবের হাই থিংকিং হয়তো আমরা মূল্যায়নই করতে পারিনি! আর এটাই আমাদের ব্যর্থতা। নানামুখী চিন্তা যে সবার থাকে না সেটি বারবার প্রমাণিত। ক্যাডেট রাকিব, আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো। আমার দৃষ্টিতে আপনিই সেরা💝💝💝
পৃথীর বক্তব্য খুব সুন্দর ছিল। বক্তব্যে কোথাও আটকায়নি। প্রথম বক্তা হিসেবে একদমই ঠিক। তবে, রাকিব একদম মন ছুঁয়ে গেছে, তাঁর বলার যে সুন্দর সাবলীল ধরণ মন ছুঁয়ে যাওয়ার মতোই। খুবই ভালো লেগেছে আমার। আরেকজনের কথা না বললেই হয় নাহ। একদম শেষের বক্তা। সায়েম । উনি অনেক সুন্দর বক্তব্য দিতে পারেন এবং শেষে প্রশ্ন জিজ্ঞেস করার সময়ও যথেষ্ট পরিমাণে সুন্দর উওর দিয়েছেন। তবে তাঁর বক্তব্যে সবার বক্তব্যের একটু একটু পাওয়া গেছে, যেমন , রাকিবের বক্তব্যে যেমন ফিলিস্তিনির কথা বলছে একইভাবে সেও বলছে, আবার উনি মেয়ের অত্যাচারের কথাও বলছে, মুক্তিযুদ্ধের কথাও বলেছে। তবে উনারও নিজের বক্তব্যে ভাইয়ের বিষয়টা প্রাধান্য পেয়েছে। সবমিলিয়ে ভালো বক্তব্য দিয়েছেন। শেষে বলবো, অবশ্যই সবাই ভালো বক্তা। অনেক উত্তেজনা, আশা, ভিতরের অনেক কিছু প্রতিভা নিয়ে এইখানে হাজির হয়েছে।
বুঝলাম না কিভাবে প্রথম হলো ওই মেয়েটি সে তো আলোচ্য বিষয় থেকে একটু দূরে চলে গিয়েছিল কিন্তু রাকিবের বক্তব্য একদম বিষয়ভিত্তিক আলোচ্য বিষয় এর সাথে হুবহু মিল ছিল আমার মতে রাকিব ছেলেটাই প্রথম হলে ভালো হতো
@@gangster_nc7822 এখামে যারা কমেন্ট করছে রাকিবের কথা বলে তারা কিছুই বোঝেনা যত বুদ্ধির ঢেকি আপনারা দুইজন। অথচ কিভাবে কথা বলতে হয় সেই কমন সেন্স নাই।। আপনারা দুইজন আইন স্টাইন এজন্যই আপনাদের কমেন্টে লাইকের বন্যা বয়ে গেছে। তার মানে আপনি এবং riti afirin আমারা দুজন আইন স্টাইনকে পেলাাম।।। কমন না থাকলে কমেন্ট গুলো পড়ে একটা কিছু অর্জন করিও কেমন।।
@@monirhossoinmonir5027 মহামান্য ব্যাক্তি কেউ না আপনারা যে আপনাদের কমেন্ট দেয় সব বুঝে কমন সেন্স অর্জন করবো। অন্যের জন্য ভে ভে না করে বিতর্ক নিয়ে রিসার্চ করুন,আমরা না হয় আবার দুর্নীতি করে আপনাকে বিচারক বানায় দিবো।
কি হবে বির্তক অনুষ্ঠান দেখে, যেখানে একজন মেধাবী বির্তারকিকে বিচারক গন প্রথম দেননি, তবে আমি একজন বিবেকবান মানুষ হিসেবে রাকিব কে প্রথম স্থান দেব,রাকিব অসাধারণ বক্তব্য রেখেছেন, ধন্যবাদ রাকিব।
রাকিব তোমাকে অনেক ধন্যবাদ তুমি প্রথম হয়েছে বিচারকরা তোমার উপরে অবিচার করেছে। তোমার বক্তব্যের মধ্য দিয়ে সবদিক ফুটিয়ে তুলেছো। আল্লাহ তায়ালা তোমার প্রতিভা কে আরো বাড়িয়ে দেক। বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করেনি । 1972 নির্বাচনের পরের দিনগুলি নিয়ে কতটা জুলুমের ভিতরে ছিলো বাংলার মানুষ গুলি।
এই অনুষ্ঠানে বিচারকরা রাকিবের প্রতি অনেক অবিচার করেছে এই অনুষ্ঠানটির প্রতি তীব্র নিন্দা জানাই, আর বিচারকদের রায় শুনে মনে হচ্ছে বিচারকরা বিচার করার যোগ্যতাই রাখে না।🤯🤯😡
প্রতিটি প্রতিযোগিতা কথা হৃদয়ে লাগে তাদের জন্য সর্ব উচ্চ স্থান চাকরির সুব্যবস্থা দেওয়া হক। বিশেষ করে রাকিব ভাই তার বক্তৃতা মধ্যে ষোলো কোটি মানুষের হৃদয় কেড়ে নিয়েছেন।
পৃথি আক্তার তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বক্তৃতার জন্য। তুমি সমাজের বাস্তব চিত্র কথার মাধ্যমে আমাদের চোখের সামনে ফুটিয়ে তুলেছ। আমি তোমার বক্তৃতায় হারিয়ে গেছি কল্পনায় ভেবেছি সত্যি যদি এর সমাধন করতে পারতাম আমরা। তাহলে কতইনা সুন্দর হোতো আমাদের দেশটা। প্রথম পুরষ্কার তোমারই প্রাপ্য ছিল। অন্যদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ।
রাকিব তুমি যেমন বাস্তবতাকে নিয়ে কথা গুলো বলেছো, তেমনই আমিও গভীর ভাবনার সাথে তোমার বক্তব্য শুনেছি। কিছু বলার নেই আমার শুধু বলবো, বিচারক শুধুই বিচারক ছিলেন, তারা ন্যায় বিচারক ছিলেন না। তাই তোমাকে তারা বুঝতে পারে নি, বা তাদের বুঝবার ক্ষমতা নেই বললেও ভুল হবে না মোটেও। আমি বলতে চাই তুমি ৫ জন বিচারকের কাছে সেরা না হলেও ৮ কোটি উচ্চ শিক্ষিত মানুষের কাছে একজন সেরা বক্তা। যদি আমি বলি তুমি আজকের বাংলা দেশ কে নিয়ে কথা গুলো বলেছো। তোমার কথায় দুনয়ন জ্বলে ভরে গেলো লিখতে পারলাম না কিছু আর। হৃদয়ে থাকবে তুমি সবার।