কয়েক দিন পর, আজকের পর্ব শুনলাম। দেবাশিস বাবুর কথার সঙ্গে আমি দুটো মিল পেলাম। দ্বন্দ্ব হলে চুপচাপ থাকা এটা আমি ভীষণ ভাবে এখন উপলব্ধি করছি। আর বাসি রুটি।দেবাশিস বাবুকে প্রণাম জানাই। খুব ভাল লাগল ,হর নর্মদে হর ,রেবা রেবা রেবা।
নমস্কার প্রদীপ বাবু, আমার সবিনয়ে অনুরোধ, উনি যেন মা নর্মদা পরিক্রমা কালে খাওয়া, দৈনিক ওষুধ গুলো সেবনে গ্রহণ করতে পারে না কি,তা উনার অভিজ্ঞতা থেকে জানাতে অনুরোধ করছি।
যখন মা নর্মদা সম্বন্ধে যখন কিছু শুনি বা পড়ি সবকিছু চোখের সামনে সব যেন বাস্তব হয়েওঠে আমার বিশ্বাস এ মায়েরই দয়া! আমার কোন যোগ্যতা নেই। দিনে একবারও অন্তত মার সিদ্ধ মন্চ্র ও মার গায়ত্রীজপ করা উচিৎ🙏🕉🌷
দেবাশিষবাবুর সাক্ষাৎকার অনেকবেশী করে আপলোড করুন।উনার অভিজ্ঞতা ভালোভাবে বলতে দিন।মনে হয় সকলেই সমৃদ্ধ হবে।তাঁর মা নর্মদা পরিক্রমার অভিজ্ঞতা পারলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপলোড করুন।
Program er host Pradip jodi Debashish babur same level er chair e boshen tahole bhalo hoy, drishtikatu lagche tai bollam karon ekjon senior Ma Narmadar parikroma kari vyakti grihi holeo sadhu tulyo. Ashakori amar kotha gulo keu vyaktigoto bhabe neben na.
The quality of soil. All trees are not grown in same soil. By the blessing of Ma Narmada the most of the people living beside Ma Narmada are broad minded. In Bengal we do not consider the saints as the blessing of the God.
একজন মারাঠি ডাকতার ড: সুরূচি অগ্নিহোত্রী সম্প্রতি পায়হেটে নর্মদা পরিক্রমাকরেছ্ন ! ওনারটাও শুনি । খুব ইচ্ছে করে ওনার বর্ননার সঙ্গে তুলনামূলক ভাবে দেবেশীষবাবুর একটাবর্ননার ছবি আঁকা যায় মনে হয় ব্যাপারটা বেশ interesting হবে ! ওনার audiotalk টার নাম নর্মদা পরিক্রমা এক বিলক্ষণ অনুভূতি
শুভ সন্ধ্যা প্রদীপ বাবু, আমি মা-নর্মদা পরিক্রমা গাড়িতে করতে চাই, আমরা স্বামী-স্ত্রী দুজনেই, বর্তমানে চাকুরীরত কিন্তু ভক্তিপূর্ণ ভাবে পরিক্রমার জন্য কতদিন লাগবে বাড়ি থেকে বেরিয়ে আবার ফিরে আসতে!? দয়া করে একটু জানাবেন।
Ata kaladara village a.Baruch Dahej road a Bhelsli stop thake auto ba onno kichu niye pray 6/7 k.m.poth par kore normodar tire asete hobe.Amar oganoter jonno oi tirtho dorshon hoy ni.Tobe pore sunechi gonita tirtho te porikromakari keu jete pare na.karon ote normoda cross hoy.Ami kaladara grame kapaleswar mohadev dorshan kore kesrol grame ase chilam. (Debasish Choudhury).