আরে ভাই তাকে কি দেখে কোন দিক থেকে মনে হচ্ছে যে সে চা বিক্রি করতেছে? আসল কথা হলো সে ভাইরাল হওয়ার জন্য চা বিক্রির অভিনয় করতেছে যাতে একটা সরকারি চাকরি পাওয়া যায়।
কোন কাজেই ছোট নয়। কিন্তু বাংলাদেশের পাবলিক ছোট কাজকে ছোট করে দেখে, আপনি যদি একটা চা দোকানে চাকরি করেন, তাহলে পাবলিকরা আপনার সাথে কর্মচারীর মতো আচরণ করবে। আপনি কি শিক্ষিত নাকি মুর্খ, ভালো নাকি খারাপ এগুলো দেখবেনা। আর তুই তুকারি তো আছেই। যার জন্য আমাদের দেশে আজকে লাখ লাখ শিক্ষিত বেকার। কারন তারা ছোট কাজ করতে গেলে সেই সম্মান টা পায়না।
@@raiyanchowdhury6560 লোকে যে কাজকে ছোট বলে তারা তাকে বলে জীবন। আসলে সমস্যাটা কাজে না মানষিককতায়। আমিও বিশ্বাস করি যে, কোন কাজ'ই ছোট নয়। এই ভাই চা বিক্রি করে তা আবারও দেখিয়ে দিয়েছেন।
সালাম জানাই ভাই তোমাকে, প্রতিটি মানুষের উচিত শুধু পেশা নয়, মধ্যবিত্ত কেও সম্মান করা। কুমন্ত্রণা বা হাসিঠাট্টা না করে পাশে থাকা এগিয়ে যাও ভাই অনেক বড় হও জীবনে।
আলহামদুলিল্লাহ, একটা অসাধারণ উদ্যোগ, ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি প্রত্যেক ছাত্রদের উচিত হাত খরচের জন্য পার্টটাইম কিছু করা। এতে করে নতুন উদ্যোগতা তৈরি হবে এবং চাকরির হতাশা দূর হবে।
ভাই বিশ্বাস করেন! আপনার কাজ দেখে আমি অনেক অনেক Motivate হলাম। 🙏🙏💪💪 আপনার মতো স্টুডেণ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে দরকার। আপনার মতো সন্তান সকল ঘরে দরকার। দোয়া এবং ভালোবাসা রইলো আপনার প্রতি ❤❤❤❤ 🤲🤲🤲
এই কাজটি ছোট মনে করবেন না। আমি নিজেও গ্রেজুয়েশন করে চাকুরীর জন্য না অপেক্ষা করে এসকেভেটর অপারেটিং করে পরিবারের চাহিদা মেটাতে পারি আমার এই কাজ টা অনেক সন্মানের সাথে করি দোয়া করবেন সবাই ❤❤❤❤
wow, what a mindset of this brother!! I'm pretty sure that this guy gonna be successful in his life. Creating source of own job instead of hunkering after job is an unique job and that's something what very rare people can do. Appreciating this guy from the bottom of heart as he didn’t underestimate his profession
অনেক শুভকামনা আবরারের জন্য। কোন কাজই আসলে ছোট না। ছোট হলো সমাজের লোকের দৃষ্টিভঙ্গি। ওর মতো দৃষ্টিভঙ্গি যেন প্রত্যেকটা নতুন প্রজন্মের মানুষের মধ্যে গঠন হয় সেই প্রত্যাশা করি।❤
অনেক ভালো মনের মানুষ চিন্তা ধারা খুব ভালো। এমন মানুষ সকল পরিস্থিতিতে খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে। যার কারণে এরা সবসময় সুখে থাকতে পারে। অহংকারী মান-সম্মানের পরিস্থিতিতে এদেরকে আত্মহত্যা করে মরে যাওয়া, বা মরার কথা ভাবতে হয়না।
সালাম জানাই ছেলে টাকে ও অন্তর থেকে দোয়া করি সে যেন তার জীবনের লক্ষে পৌছাইতে পারে। কোন কাজ কে ছোট ভাবা উচিত না। তুমি এগিয়ে যাও আল্লাহ তোমার সহায়ক হোক। আমিন।
মাশাল্লাহ জাজাকাল্লাহ খাইরান ঃ-- চমৎকার কাহিনি -- এই ছোট ভাইকে সর্ব প্রথমে জানাই-- অসংখ্য ধন্যবাদ ও মোবারক বাদ। আললাহ পাক রাব্বুল আলামীন -- তোমার শারীরিক সুস্থতা ও সু- দীর্ঘায়ু হায়াত দান করুন। আমিন চুম্মা- আমিন। বর্তমান সমাজে তোমাকে যারা ছোট মনে করে -- প্রকৃত অর্থে - তারাই ছোট মনের মানুষ। ছোট ভাই এগিয়ে যাও -- মহান প্রভু আছে তোমার সাথে।
মাশাআল্লাহ ধন্য পিতামাতার ধন্য ছেলে💖 ছাত্র অবস্থায় যে কোনো কাজই করা যায় যেটা উন্নত বিশ্বের দেখা যায় যেখানে কোনো কাজকেই ছোটো করে দেখা হয় না এবং শুধু মাত্র এ কারনেই ঐ সব দেশগুলো উন্নত। অনেক অনেক দোয়া রইলো এই সোনার ছেলের জন্য 💖
@@forhadahmed4643 why mr. forhad..?? Why shouldn’t i can't tell anyone that I'm a graduate..education and profession are totally different things for me...!!
ডিগ্রি তো অনেকেরই থাকে ,তবে প্রকৃত শিক্ষিত ক ' জন ই বা হোন। কোনো মানুষ কতটা শিক্ষিত সেটা তার আচার -আচরণ , ভাব - ভঙ্গি ,কথা - বার্তা থেকেই বোঝা যায়।❤❤ এ ধরনের মানসিকতা সবার মধ্যে থাকলে এ সমাজ একদিন বদলে যাবে । ❤❤❤❤
ভালো লাগলো সৎপথে উপার্জনে ছোট কাজকে সম্মান দেওয়া উচিত। বাংলাদেশে মানুষ অনেক কথাই বলবে তাদের মুখে জামাঘষে দিয়ে আপনি আপনার কাজ চালিয়ে যান। শুভকামনা রইলো আপনার জন্য।।
অনেক অনেক দোয়া রইল। কোন কাজ ছোট না ।বড় হতে হলে ছোট থেকে শুরু করতে হয়।যারা হুট করে বড় হতে চায়,তারা হুট করেই পড়ে যায়।সৎ থাকো এগিয়ে যাও। ইনশাআল্লাহ বড় হতে পারবেন।
হালাল পথে উপার্জনে কোন কাজই ছোট নয়। কিন্তু আমরা তা মানিনা বা সম্মান করিনা। তাই লোকলজ্জার ভয়ে কেউ নিজের পরিচয় গোপন করে এই কাজগুলো করে থাকে। আমাদের মানসিকতা বদল না করলে সমাজ পরিবর্তন সম্ভব নয়😢 শুভকামনা ❤
কোন কাজই ছোট নয় ভাইয়াকে দেখি সেলুট করা উচিত অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি পড়াশোনার পাশাপাশি একটা কাজ করছেন বরফ কোন কোম্পানিতে চাকরি করলেই তাকে সম্মান দিতে হবে এমন কোন কথা নেই ছোট ছোট কাজ থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত মানুষ ছোট থেকেই বড় হয় ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এগিয়ে যান আপনি আমার সাথে কারা কারা একমত
Wonderful Bro I live in the USA My two son was a student they worked for a pizza delivery. Now finished their education both are doing a good job. Please proceed with the business and education. You are a wonderful boy we are proud for you. Suman New York USA
স্যালুট ভাইয়া তোমার মতো সোনার টুকরো ছেলে যদি প্রতি গ্রামে একটি করে থাকতো আমাদের দেশ ৫ জি গতিতে এগিয়ে যেতো আর আমার যদি সামর্থ্য থাকতো তোমার পড়া লেখার সব দায়িত্ব নিতাম আল্লাহ যেন তোমাকে একজন সফল মানুষ হতে সহায় হয় আমিন
আমার চোখের পানিটা চলে আসলো সতী আমি জদি কিছু টাকার মালিক হোতাম ওনাকে আমি একটা লাইন দরীয়ে দিতাম কসম ভাই ❤❤❤❤❤❤❤❤❤ওনার পাসে পারলে কেহ দারান ওনার মায়ের কথাটা বাবেন সেকি চায় তার ছেলে এটা করুক সেলুট ভাই মায়ের পাসে থাকেন ❤❤❤❤❤❤❤❤
অন্যের অধীনে চাকর গিরি করার থেকে মাথ উঁচু করে নিজের মতো করে কিছু নতুনত্ব করা অনেক বেশি সম্মানের। আমিও চাকরি ছেড়ে নিজের মতন করে কিছু করছি, হয়তো বড়োলোক না হতে পারি কিন্তু মাথা উঁচু করে বাঁচি, এটাই সব থেকে বড় প্রাপ্তি। তোমাকে অনেক অনেক ভালোবাসা, এগিয়ে যাও ভাই। 🇮🇳🇮🇳🇮🇳 থেকে।
আমি একজন মেয়ে আমি এভাবে চা বিক্রি করতে চাইছি কয়েকদিন আগে ভাবছিলাম আমারই হয়তো এরকম অদ্ভুত চিন্তা মাথায় ঘুরে কিন্তু এখন এই ভাইয়াটাকে দেখে মনে হচ্ছে আমার মত পাগলা চিন্তা করার মত মানুষ এই শহরেই আছে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল❤❤❤❤
সফলতার পূর্ব শর্ত গুলো তোমার মধ্যে দেখতে পাচ্ছি ভাই, আমিও পড়াশোনার পাশাপাশি ছোট করে একট বিজনেস শুরু করেছিলাম, আমার অনার্স মাস্টার্স শেষ আর আমিও সেই ব্যবসার ধারাবাহিকতায় আজ ২ কোটি টাকার মুলধনে দাড়িয়ে বিজনেস রান করে আছি আলহামদুলিল্লাহ,, আমার বন্ধুরা যখন পড়াশোনার মধ্যে আড্ডায় নিমজ্জিত থাকতো আমি তখন আমার পড়াশোনার পাশাপাশি ভিন্ন কিছু করার চিন্তায় নিমজ্জিত থাকতাম, আমার পড়াশোনা শেষ আর সেই সাথে আমি একজন সফল উদ্যোক্তা হয়েও নিজেকে দ্বার করাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি এটাই বুঝাতে চাচ্ছি তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে অনেক আগে থেকেই শুরুটা করতে হবে। আর অবশ্যই নিজের মধ্যে সততা থাকতে হবে কারণ এটা তোমার সফলতার সিড়ি হিসাবে তোমাকে উপরে উঠতে সাহায্য করবে।