যে ছেলেটা পথে পথে বিক্রি করে ফুল. জীর্ণ জামা গায়ে পরা উসকো মাথার চুল. সেই ছেলেটার মতো আমার কষ্ট এতো নাই. তবুও রোজ বায়না ধরি কত্তো কিছু চাই. হই না কেন খুশি আমি যা আছে তা নিয়ে. আল্লাহ আমার দিলটা ভরাও তোমার রহম দিয়ে ❤ মাশাআল্লাহ ভালোবাসা রইলো
ইনশাআল্লাহ অপেক্ষায়,আশা নয় বিশ্বাস বরাবরের ন্যায় এই গানটিও গেয়েছো হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে।মহান আল্লাহ তোমাকে যতটুকু মেধা দিয়েছেন আলহামদুলিল্লাহ তুমি চেষ্টা করেছো তাঁর দ্বীনের পথে ব্যয় করতে।আমার ভাবতে অবাক লাগে, অনেক ছোটো মানুষ তুমি আর এই ছোট্ট মানুষটিকে দিয়ে মহান আল্লাহ তাঁর দ্বীনের কত কাজ করিয়ে নিয়েছেন এবং নিচ্ছেন আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্যালেস্টাইন নিয়ে গাওয়া প্রতিটি গানের গায়কীতে আলাদা আবেগ ছিলো। হে মহান আল্লাহ আপনি আমাদের আকুতি গুলো কবুল করে নিন, গাজাবাসীর প্রতি আপনার খাস রহমত নাজিল করুন, আমাদের প্রিয় শিল্পীর মহৎকর্ম গুলো কবুল করে নিন এবং প্রিয় রাহবারদেরকে জান্নাতের সুউচ্চ মাক্বম দান করুন, আমিন ইয়া রব্বাল আলামিন।
আলহামদুলিল্লাহ।😊 মাশাআল্লাহ ছোট্ট আপুটা।🤍 তুমি আমাদের দেশের গর্ব অনেক অনেক দোয়া ও অফুরন্ত ভালোবাসা রইলো তোমার জন্য আপু।🤲🤲 দোয়া করি আল্লাহ তোমাকে সহ তোমার পরিবারের সবাইকে সব সময় ভালো রাখুক সুস্থ রাখুক এবং নেক হায়াত দান করুক, আমিন।🤲🤲