Тёмный

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ‘সেলফি স্পট’(World's Dangerous Selfie Spots) 

Butterfly Infotainment
Подписаться 9 тыс.
Просмотров 39
50% 1

অনেকেই ভ্রমণে গিয়ে স্থান উপভোগের চেয়ে বেশি আগ্রহী হয়ে উঠেন ছবি তুলতে।তবে সবসময় সব স্থানে সেলফি নিতে গেলে বিপদে পড়তে পারেন যে কেউই।এমনকি গবেষণায় উঠে এসেছে, বিগত কয়েক বছরে বিপজ্জনক স্থানে সেলফি তুলতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। বিশ্ব পরিচিতি পর্বে জানবো বিশ্বের বিপজ্জনক কিছু সেলফি স্পট সম্পর্কে-
১. পাম্পলোনা।স্পেনের এই স্থানটিতে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিখ্যাত ষাঁড় উৎসব। বিপজ্জনক এ উৎসবে ষাঁড়ের সঙ্গে দৌড়ায় মানুষ। এ খেলায় যদি কেউ ছুটন্ত ষাঁড়ের সঙ্গে দৌড়ে তার পিঠে উঠতে পারেন,তাকে বিজয়ী ঘোষণা করা হয়। অনেকেই ষাঁড়ের পিঠে উঠতে গিয়ে মারাত্মভাবে আহত হন,অনেকে হারান প্রাণ। এ উৎসবে দর্শনার্থীরাও সেলফি তুলতে মরিয়া হন। আর তখনই ঘটে অঘটন। পাম্পলোনায় উৎসব চলাকালে কেউ যাতে সেলফি না তোলেন, সেজন্য কর্তৃপক্ষ এরই মধ্যে ৪ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা ঘোষণা করেছে।
২. চীনের মাউন্ট হুয়া পর্বত্।এই খাড়া পর্বতে ওঠা খুবই বিপজ্জনক।যেতে হয় কাঠের রাস্তা ধরে হেঁটে। এই রাস্তায় শরীরের ভারসাম্য হারালেই সোজা যে কেউ পড়ে যাবেন ৭ হাজার ৮৭ ফুট নিচে। অথচ পাহাড়ে ওঠার সময় অনেক পর্বতারোহী কাঠের এই ওয়াকওয়ের উপর দাঁড়িয়ে সেলফি তোলেন-যা রীতিমতো ঝুঁকিপূর্ণ। সেলফি তুলতে গিয়ে মাউন্ট হুয়া পর্বত থেকে শতাধিকেরও বেশি মানুষ পড়ে গিয়ে মারা গেছেন।
৩.মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যান।আর এই উদ্যানে আগত দর্শনার্থীরা ভালুকের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত থাকেন।যদিও মার্কিন জাতীয় উদ্যানে ভালুকের আক্রমণের ঘটনা বিরল, তবে এরই মধ্যে ভালুকের সঙ্গে সেলফি তোলার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে উদ্যান কর্তৃপক্ষ।
৪. হাওয়াইয়ের কিলাউই পর্বতমালার কিলাউয়া আগ্নেয়গিরি। হাওয়াই দ্বীপপুঞ্জের অন্যতম সক্রিয় এ আগ্নেয়গিরি দেখতে দীর্ঘকাল ধরেই সেখানে ভিড় জমান কৌতূহলীরা। হাজার নিষেধাজ্ঞা সত্ত্বেও অসতর্ক হয়ে দর্শনার্থীরা সেখানে সেলফি তোলেন। বিশেষজ্ঞদের মতে, পর্বতমালার বিভিন্ন স্থানে ফাটল ধরায় যখন তখন ঘটতে পারে আগ্নেগিরির বিস্ফোরণ।
৫.ক্রোয়েশিয়ার প্লিটভাইস হ্রদ জাতীয় উদ্যান।নায়াগ্রা জলপ্রপাত এবং ভিক্টোরিয়া জলপ্রপাতের মতো বিশ্বের কয়েকটি শক্তিশালী জলপ্রপাতের তুলনায় এই প্লিটভাইস হ্রদ জাতীয় উদ্যানের বিখ্যাত ক্যাসকেডগুলি তুলনামূলকভাবে নিরীহ বলেই মনে হতে পারে। অথচ কিছু মানুষ নিজেদের ইনস্টাগ্রাম ফিড বাড়ানোর জন্য এই স্থানে সেলফি তুলতে গিয়ে অপ্রয়োজনীয় ঝুঁকি নিচ্ছে।এতে করে অনেকেই অকালে প্রাণও হারিয়েছে।
সেলফি মানুষের জীবনের স্মরণীয় মুহূর্তগুলো ফ্রেমে বন্দি করে রাখে।কিন্তু কিছু মানুষ ফেসবুক-ইনস্টাগ্রামে লাইক, কমেন্টস পাওয়ার জন্য বিপজ্জনক স্থানে সেলফি তুলতে গিয়ে নিজেদের মূল্যবান জীবন হারান।তাই পর্যটক ও দর্শনার্থীরা যদি নিজেদের সুন্দর মুহুর্তগুলো ক্যামেরায় ফ্রেমবন্দী করার চাইতে মনের ফ্রেমে বন্দী করায় বেশি আগ্রহী হয়ে উঠেন, তাহলে যেকোন ভ্রমণ হয়ে উঠতে পারে অনেক বেশি উপভোগ্য ও আকর্ষণীয়।
Video link- • বিশ্বের সবচেয়ে বিপজ্জ...
#Butterflyinfotainment
#Selfiespots
#Dangerous

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
World‘s Strongest Man VS Apple
01:00
Просмотров 24 млн
Shri Hemkunt sahib closing ceremony
5:48