ভাই আমার gf ফিলিপাইন এর।তার আগে বিয়ে হয়ছে কিনা,বাচ্চা আছে কিনা কেমনে বুজতে পারবো।একটু হেল্প করেন কারণ তার ব্যাপারে খোঁজখবর নেয়ার মতো কোন সিস্টেম নাই।কি করবো কিছু বুজতেছিনা।তাকে বিয়ে করলে আমার সাথে সংসারি করবে কিনা আমি কনফিউজড।অনেক বেশি ভালবাসি,ছাড়তে পারছিনা,আবার শক্ত করে ধরতেও পারছিনা।
ফিলিপাইনে বাংলাদেশী অনেক কাপড়ের ব্যাবসায়ী আছে আপনি ব্যবসা করতে চাইলে বিজনেস ভিসা করতে পারেন আথবা চাকরি করতে চাইলে ট্যুরিস্ট ভিসাতে ফিলিপাইন এসে কাজ খুঁজে নিতে পারেন। এবং এখানে প্রায় সবাই ইংরেজি বলতে পারে । ভাষার সমস্যা নেই।