বেদের মেয়ে জোসনা সিনেমা আমার খুব ভালো লাগে। তাই নিয়মিত বেদের মেয়ে সিনেমা দেখতেছি। আমার মনে হয়, আমার মত অনেকেই বেদের মেয়ে জোসনা সিনেমা দেখার জন্য অনেকে অধীর আগ্রহে বসে থাকত। ধাধা stories team কে অসংখ্যা ধন্যবাদ নিয়মিত বেদের মেয়ে জোসনা সিনেমা আপলোড করে আনন্দ দেওয়ার জন্য। session 2 বানাতেন অথবা এরকম মজাদার বিনোদন মূলক Episode বানাতেন তাহলে খুব ভালো হতো।
জ্যোসনা কার্টুনের ঘটনা টি খুব ভালো লাগছিল। জ্যোসনার মুখ পুড়ে গিয়েছিল সেটা ভালো হয়ে গিয়েছিল। এখন আবার কেন ওই পড়া মুখ দেখানো হচ্ছে। এই ভাবে মানুষকে বোকা বানানোর কোন দরকার নেই।