এমন সাক্ষাৎকার শোনা ও দেখা ভাগ্যের ব্যাপার।কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তো কবেই চলে গেছেন! তার বাঙুরের বাসভবন আমরা ছোটবেলা থেকেই জানতাম। বাঙুর এভিনিউ বিখ্যাত ছিল কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী,কবি পূর্ণেন্দু পত্রী ইত্যাদি বিখ্যাত মানুষদের বাসভবনের জন্য।আর অনেকে ছিলেন। এত সুন্দর কবির বাচন ভঙ্গী ছিল যাতে মুগ্ধ না হয়ে পারা যায়না।নূর সাহেব কে ধন্যবাদ।এমন সাহিত্যের মণি মুক্তো দের সাক্ষাৎকার পরিবেশন করার জন্য।
অবিস্মরণীয় সাক্ষাৎকার ! কবি চলে গেছেন হয়তো রোদ্দুর যেখানে, অমলকান্তি যেখানে। কত সালে এই মূল্যবান অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছিল জানিনা, তবে "দেশ টিভি " এবং শ্রদ্ধেয় আসাদুজ্জামান নূর সাহেবের কাছে বাঙালী চির ঋণী হয়ে থাকবে, দুই বাংলার চিরকালীন সম্পদদের আমাদের কাছে উপস্থাপন করার জন্য। উলঙ্গ রাজার কবির অসাধারণ বাচনভঙ্গি এবং সঞ্চালকের অননুকরণীয় ধীরস্থির উপস্থাপনা আমাদের হৃদয়ে স্থান নিয়েছে। কোলকাতা থেকে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানালাম। আমার ও না দেখা পিতৃভূমি, আমাদের শিকড় ফরিদপুরে।
ফরিদপুরের মেয়ে হিসাবে উনাকে ও আপনাকে অভিনন্দ জানাই। আজ আমেরিকায় ৩০ বছর থাকার পরেও ফরিদপুর ও দেশের জন্য মন বিশেষ ভাবে ব্যাকুল হয়। মন ক্যামন করে ফেলে আসা দিন গুলির জন্য। ভালবাসা জানবেন। 🙏❤️
Nur Sheb, I am astonished and moved watching your beautiful God gifted Voice and Style of taking interview. I am an old man of 81 now ( I am also from Bikrampur by birth) , seen lots of anchor in telivision, but never seen like you. Your every words,every sentence is so highly ornamented with epic culture which to be followed by the interviewers of both the Countries, irrespective of launguage . May God bless you Sir.
বেলা অবেলা সারাবেলা ----- অসাধারণ , মনের ফাঁকা জায়গা গুলো কি ভাবে ভরাট হচ্ছে , কি ভাবে সমৃদ্ধ হচ্ছি , আমি নিজেই বুঝতে পারছিনা , ধন্যবাদ নূর সাহেবকে , ওনার উপস্থাপনা চমৎকার , যাদের উপস্থাপিত করছেন তাদেরকে জানতে পারছি , চিনতে পারছি , বললাম যে, নিজে সমৃদ্ধ হচ্ছি , আবার ধন্যবাদ জানালাম ---- কলকাতা থেকে
❤ অসম্ভব প্রিয় কবির কথোপকথন আনন্দে আমার মন ভরিয়ে দিলো । কিন্তু নামের ভুল বানান দেখে খুব দুঃখ পেলাম । দয়া করে বানানটা শুধরে নিন । "নিরেন্দ্রনাথ" লিখবেন না প্লীজ । লিখুন "নীরেন্দ্রনাথ" । অনেক ধন্যবাদ ।
তখনকার কলকাতায় বহু পত্রপত্রিকা,প্রকাশনায় মুসলমান সম্পাদক ছিলেন,হিন্দুরাও ছিলেন... সেগুলো হিন্দু বা মুসলমানের জন্য পত্রিকা বা বই ছাপাতো না।সে বই,পত্রপত্রিকা সমস্ত বাঙালীই পড়তেন।আলাদা করে কারও ধর্ম নিয়ে চিন্তা করতে হত না! বাংলাভাষী পরিচয়টাই আসল ছিল।তিতাস একটি নদীর নাম একটি মুসলিম প্রকাশনালয় থেকে প্রকাশিত হয়েছিল।জসীমুদ্দিন,আব্বাস উদ্দীন তো সব বাঙালীর ছিলেন।নজরুল তো ছিলেনই,মুজতবা আলী ছিলেন!আরও বেশ কিছু জনপ্রিয় সাহিত্যিক ছিলেন। কোথাও কোনও অসুবিধা ছিল না!তাও কেন ৪৬ এর কালো দিন এলো?
যে ধর্মে বলে--- সব অমুসলিমদের সম্পত্তি গনিমতের মাল লুন্ঠন করে নিলে বেহেশতে যাওয়া যায় এতে কোন পাপ নেই মন্দির ধ্বংস করা টা যে ধর্মের এটি পবিত্র কাজ সেইখানে 1946 সালে হিন্দু নিধন হবেই
মিঃ নুর সাহেব আপনারা একচোখি। অধ্যাপক আবু জাফর কি বুদ্ধিজিবী নই? তার লেখা সুরে গান গেয়ে অনেক শিল্পী সিনেমা জাতিয় পুরস্কার পেয়েছে,অথচ আজ পযন্ত সি-কুতী দেওয়া হয়নি তার লেখা গান বাংলাদেশে যাত্রা মঞ্চে বন্দনা গান গাওয়া হয় এই পদ্ম এই মেঘনা এই যমুনা সুরমা নদীর তটে। নিন্দার কাটা যদি না বিধিলো গায় প্রেমের কি সাধ আছে বলো আরো অনেক বিখ্যাত গান রচয়িতা ও সুরকার এথন পযন্ত এই গুনি ব্যক্তির উইকিপিডিয়া লেখা হয়নি।