দলীয় বাদ হবে না অপরাধীর চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। ফাঁসি হলে ফাঁসি, যাবজ্জীবন কারাদণ্ড যেটিই হোক না কেন। আইনের আওতায় আনা হবে । এটাই জনগণের আস্থা।
দলে যারা ছিলেন তারা ও তো ঐ ব্যাক্তির নির্দেশের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই । দলকে কলংকমুক্ত রাখার ক্ষেত্রে তাদের কোনো ভুমিকা ই ছিলো না বরং ঐ নির্দেশ বাস্তবায়নে সাপোর্ট করেছে । সুতরাং দলের সবাই ঐ ব্যাক্তির মতো ই অপরাধী । দলকে নিষিদ্ধ নয় দলকে পুরোপুরি নতুনভাবে সাজিয়ে সুযোগ দেওয়া যেতে পারে এক্ষেত্রে দলেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য সাসপেন্ড করা যেতে পারে তাহলে কোন দল বা দলের নেতা কর্মীরাই অন্যায়ের সুযোগ নিবে না । তাছারা যে দল রাষ্ট্রের ক্ষতি করবে সেই দলকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান নিশ্চিত করা যেতে পারে ।
বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কার্যক্রমের একটি নথি তৈরি করুন পার্থক্য মূলক। কোন দলকে কি ভালো কাম করেছে কোন দল কি কি খারাপ কাজ করেছে। জামাতে ইসলাম যদি নিষিদ্ধ হতে পারে। তবে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হতে পারবে না?
আসসালামু আলাইকুম। আমি সামান্য একটু কথা বলতে চাই। কোনো দল বা কারো সমালোচনা না করে।। আসলে দল বা সংগঠন বলতে আমর মনে হয়। কোনো বেক্তির সমন্বয় গঠিত কিছু কাজ বা তার চাহিদাকে।। যেখানে পরবর্তীতে কিছু বা অনেক লোক মিলিত হয়ে সেই কাজ গুলো করতে চায় বা সামনে এগিয়ে নিয়ে জেতে চায়। তখনি সেটা একটা দলে রুপান্তর হয়।। তাহলে কি এখান থেকে আমরা বলতে পারি না যে ভালো মন্ধ সব কাজের জন্যই সেই ব্যাক্তি বা দল দায়ি থাকবে।। দল বা সংগঠন মানেই তো কিছু ব্যাক্তিরা।। আর তাদের সেই খারাপ কাজের জন্য জদি আমরা তাদেরকে বাদ দিতে পারি বা তারা অপরাধী হিসেবে গন্য হয়।। তাহলে সেই দল বা সংগঠন সে কি ভাবে আবার মানুষের সামনে তাদের রুপ নিয়ে বেচে থাকে।। হ্যা তারা পারতো যদি তাদের নিম্ন শ্রেণির নেতারা দলকে প্রশ্নবিদ্ধ করতো।। কিন্তু জিনি দলের সর্বউচ্চ নেতা তিনি নিজেই এবং তার নিম্ন শ্রেণির সকল নেতারা অপরাধের সাথে জরিত।। তাহলে তাদের দল বা সংগঠন কি ভাবে টিকে থাকে।। এটা আমার জানা নাই।। জখন একটি দলের সকল শ্রেণির নেতা কর্মীরা আপরাধি এবং তাদের কাজের জন্য তারা সকলের কাছে প্রশ্নবিদ্ধ।। তখন কি সেই ধল পরবর্তীতে কোনো ফেরেস্তা ধারা পরিচালিত হবে নাকি সেটা আমার জানা নেই।। বিচারের কাঠ গরায় নিজের বিবেক কে দার করান।। আল্লাহ হাফেজ।।
Who runs awame league.. You nonse? The awame league killed more than 1000 students and civilians. They were against the whole Bangladesh and it was a genocide. You sweet talks will not content people's feelings.... And wound....
Who runs awame league.. You nonse? The awame league killed more than 1000 students and civilians. They were against the whole Bangladesh and it was a genocide. You sweet talks will not content people's feelings.... And wound....
আপনার কাছে প্রশ্ন রাখলাম গাজী মিলে আগুন দিয়ে ১৭০ জনকে মারা হলো এখন তো অন্তবর্তীকালীন সরকার রয়েছে তাহলে এই হত্যার দায় কার এর জন্য কাকে দোষী করবেন। আমি কোন দল করি না। আমি সাধারণ জনগন ভাই। আশা করছি আপনি জবাব দিবেন।
@@musicacademi26 সব সময় তুলনা হয় না এটা মনে রাখবেন, আপনি কি দেখেননি পুলিশ বলতেছে স্যার একটা গুলি করি একটা মরে, বাকি গুলো সরে না। এই কথার মানি মারো আরো মারো আমরা ক্ষমতায় থাকতে চাই, তোমাদের কিছু হবে না আমরা তো আছি।
না যায় না ভাই। ওটা স্বৈরাচারী সরকার ছিল। তারা সকাল সন্ধ্যা আইন পরিবর্তন করত। এভাবেই স্বৈরাচারী সরকার তৈরী হয়। কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করা যাবে না। সে জামায়াত ই হোক বা বিএনপি আওয়ামীলীগ হোক। খারাপ লোকগুলেকে বিচারের মুখোমুখি করতে পারেন। আশাকরি আওয়ামীলীগগের সব শয়তানগুলো শাস্তি পাবে।