ব্লেন্ডারের সাথে যে কাপলার থাকে ওই কাপলার খোলার জন্য ব্লেন্ডারের নিচের অংশ অর্থাৎ বেজ খুলতে হবে এবং ব্লেন্ডারের মটরের সাথে যে দ্বন্দ্ব টা ঘোরে তাকে শ্যাফ্ট বলে ওই শ্যাফটের নিচে একটু কাটা দাগ থাকা উচিত ওখানে ফ্ল্যাট ড্রাইভার ধরে জাম করতে হবে এবং উপর থেকে কাপলার উল্টা দিকে অর্থাৎ বাম দিকে ঘুরালে খুলে যাবে।
আমি খুলনার সোহরাওয়ার্দী মার্কেট হতে কিনেছি আপনি যে এলাকায় থাকেন তার বড় মার্কেটগুলোতে খোঁজ নিতে পারেন যেখানে মূলত ইলেকট্রিক মালামাল বিক্রি করা হয় বিশেষ করে খুচরা পার্স যেখানে বিক্রি হয় সেখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ।
ব্লেড বুশের কারণে ভাগেনা জারের বডি এবং ব্লেডের মাঝখানে কিছুটা ফাঁকা রাখতে হয়। এতে মসলার কোন অংশ বেঁধে আটকে গেলে ব্লেট ভেঙে যায়। তাছাড়া বাস্তবে দেখতে পারলে সঠিক কারণ বুঝা যেত। আমার ব্লেন্ডারের ছোট জার দীর্ঘদিন ব্যবহার করছি শুধুমাত্র ওয়াসার ক্ষয় হয়ে গেছে ব্লেড বুশ কিছুই ভাঙ্গেনি।
ইলেকট্রিক স্পেয়ার পার্টস এর দোকানে পেয়ে যাবেন। বড় মার্কেটগুলোতে খোঁজ করুন যেখানে রাইস কুকার ওভেন ইলেকট্রিক আয়রন এসি ফ্রিজের যন্ত্রাংশ বিক্রি করা হয় সেখানে পেয়ে যাবেন।
ধন্যবাদ মূল্যবান একটি কমেন্টের জন্য এ ধরণের পার্সগুলো বড় মার্কেট এর ইলেকট্রিক স্পেয়ার পার্স এর দোকানে পাওয়া যায়। বিশেষ করে যেখানে ব্লেন্ডার রাইস কুকার এসি ফ্রিজের পার্টস পাওয়া যায়। আপনি যদি খুলনায় থাকেন তাহলে আমি খুলনার প্রত্যেকটা দোকানের ঠিকানা বলে দিতে পারব। কিন্তু অন্য কোন এলাকার দোকানের ঠিকানা আমি জানিনা।
ভাই আমি এক বছরে আগের আপনার ভিডিওটা দেখতেছি তবে আমার এরকম জয়পান ব্লেন্ডার জার আছে তো ওইটার কাপলা টা একটু ভেঙ্গে গেছে তো কিভাবে সেটা কোথায় মেরামত করাবো আপনার দোকানের ঠিকানাটা একটু দিয়ে দিতেন আর ফোন নাম্বারটা
আমি খুলনার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করি। ব্লেন্ডার জারের কাপলার পরিবর্তন করতে হলে কারো সহযোগিতার প্রয়োজন নেই আপনার এলাকার মার্কেটে ওই মডেলের কাপলার খুঁজুন ২০-২৫ টাকা দাম নেবে। কাপলার খুঁজে পেলে একটি কাপড় দিয়ে ব্লেড ধরবেন এবং কাপলার উল্টা দিকে ঘুরাবেন বাম দিক থেকে ডান দিকে ঘুরাবেন তাহলে কাপলার খুলে যাবে। একটি বা দুটি ওয়াসার থাকতে পারে ওয়াসারসহ নতুন কাপলার ডান দিক থেকে বাম দিকে ঘুরিয়ে ফিটিং করে দিন একটু টাইট করে ব্লেন্ডারের চালু করুন এডজাস্ট হয়ে যাবে।
@SammiAkter-io2fc দুটি কারণে হতে পারে এক ব্লেড এর নিচের অংশ জারের সাথে লেগে থাকতে পারে এমন হলে নিচের সাইডে দুটি ওয়াসার দিতে হবে অথবা বুশ উপরে উঠিয়ে দিতে হবে। দুই শ্যাফ্ট এবং বুশ খয় হয়ে যেতে পারে এমন হলে শ্যাফ্ট এবং বুশ পরিবর্তন করতে হবে।
ব্লেড এবং বুশের সাইজ স্বাভাবিকভাবে জগের উপর নির্ভর করে। মার্কেটে বিভিন্ন মাপের ব্লেড এবং বুশ কিনতে পাওয়া যায় আপনি পুরাতনটি নিয়ে গেলেই তারা মিলিয়ে দেবে।
৭০০ টাকা থেকে শুরু ব্লেন্ডারের নামের সাথে মোটরের সম্পর্ক নেই। মটরের সাথে যে ক্লামগুলো থাকে তার সাথে অ্যাডজাস্ট হলেই হবে আপনি পুরাতন মটর খুলে পার্সের দোকানে নিয়ে যাবেন।
মার্কেটে খোঁজ করুন যেখানে ইলেকট্রিক পার্টস বিক্রি করা হয়। রাইস কুকার ব্লেন্ডার ইলেকট্রিক হিটার এই জাতীয় স্পেয়ার পার্টস বিক্রি করা হয় এবং এসি বা ফ্রিজের পার্টস বিক্রি করা হয় এই জাতীয় দোকানে খোঁজ করুন। সাথে করে পুরাতন ব্লেড নিয়ে যাবেন তাতে মডেল মিলে যাবে।