আলহামদুলিল্লাহ। অত্যন্ত মনোযোগ দিয়ে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য শুনলাম। বাংলাদেশের এই ক্রান্তি কালে এমন নেতা খুবই প্রয়োজন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া এমন নেতা বাংলাদেশে প্রেরণ করার জন্য।
প্রথম মিষ্টি পরে টক, জামায়েত কি জিনিস ৭১ সালে পাকিস্থানি হানাদারদের দোসর হয়ে ৩০,০০০০০/= মা বোনদের শাড়ি ব্লাউজ খুলে ইজ্জত নিয়েছে---নিজের চোখে দেখেছি, স্বাধীনতা পরবর্তী দেখা এক ব্যক্তিকে আমরা সন্মিলিত ভাবে সাপের মত করে লাঠি পেটা করেছি। জানিনা আপনার বযস কত?
ছোট থেকে শুনতাম জামায়াত মানেই ভয়ংকর কিছু।কখনো বিস্তারিত জানার ইচ্ছে ছিলো না তাই। কিন্তু প্রতিদিন উনার এত সুন্দর কথা,কাজ দেখে রীতিমতো আমি উনার ফ্যান হয়ে গেলাম।❤
আসলে আমাদেরকে গোমরাহ করা হয়েছে। আগে কখনো ওনাদের কথা শোনার চেষ্টা করিনি। ওনাকে দেখে মনে হচ্ছে ওনারা বিরোধীদল হলেও বিএনপি একচেটিয়া দেশ ধ্বংস করে দিতে পারবে না।
কতটা মানসিক শক্তি সম্পন্ন হলে একটা মানুষ এই বয়সে মানুষের সাহায্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যায়!! সত্যিই অবাক হতে হয় জামায়াতের মানসিক দৃঢ়তা আর দেশপ্রেম দেখে!!❤❤
জামাতে ইসলামী কোন ব্যক্তিগত দল নয় প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব জামাত ইসলামী সংগঠনের সাথে এক হয়ে বাংলাদেশে আল্লাহর ফরজ বিধান বাস্তবায়ন করা এগিয়ে যাওয়া সমস্ত দলের কর্মীদের আহ্বান করছি আসুন আল্লাহর ফরজ বিধান বাস্তবায়ন করে ইনশাআল্লাহ
ইসলামে গণতন্ত্র নিষিদ্ধ আর জামাত একটি গণতান্ত্রিক দল তাহলে হুজুকে বাঙালি আপনি কিভাবে জামাতকে ইসলামি দল বলেন আর মুক্তি যুদ্ধের সময় তাদের কৃতকর্মের কথা এখন আপনি ভুলে গেলেন, ভবিষ্যতে আবু সাঈদদের কথাও ভুলে যাবে দেশের জনগণ
আলহামদুলিল্লাহ। বক্তব্য এ রকমই হবে। যে কথাগুলি পিছনে কোন স্বার্থ থাকবে না। যে কথাগুলো দিয়ে কাউকে হেও ছোট করা যাবে না। জামায়াতে ইসলামের উত্তর উত্তর মঙ্গল কামনা করছি।
জামায়াতের বরতমান কার্যক্রম এবং কথাবার্তা খুবই সুন্দর , আমাদের সমস্ত জনগণের জন্য খুবই সুসংবাদ , দেশের মানুষ তাদের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হচ্ছে । তাই তাদের ভবিষ্যৎ অনেক অনেক ভালো মনে হচ্ছে। শুভকামনা রইল দলটির প্রতি।
আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমার প্রিয় নেতা বাংলাদেশের সেরা নেতা জামাত ইসলামের আমির মহান আল্লাহতালার কাছে তার জন্য দীর্ঘায়ু কামনা করছি হে মহান আল্লাহতালা তুমি তাকে দীর্ঘ হায়াত দান করো।
মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর ও গুরুত্বপূর্ণ কথাই বলেছেন মুহতরম আমিরে জামায়াত। মহান আল্লাহ তাআলা আপনাকে ভাল রাখুন সুস্থ রাখুন, সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন।
আমি সমস্ত দলকে আহ্বান করছি আল্লাহর ফরজ বিধান বাস্তবায়নে আপনার সমস্ত মুসলিম এক হয়ে আল্লাহর ফরজ বিধান বাস্তবায়ন করে এটা কারো ব্যক্তিগত দল নয় জামায়াতে ইসলামী প্রত্যেক মুসলমানের দায়িত্ব রয়েছে যা অস্বীকার করার মত নয়
এখানে তারা ত্রাণ বিতরণ করতেছে আর আমাদের ভালোবাসার বিএনপি রাস্তা বন্ধ করে সমাবেশ করতেছে। আজকে বাসায় আসতে ১৫ মিনিট দেরি হইছে এদের কারণে। সাবাশ বিএনপি। চালায় যাও 👏👏😑