Тёмный

ভারতবর্ষে ইসলাম ধর্মের আবির্ভাব / আরবদের সিন্ধু বিজয় / ভারতে মুসলিম যুগের বিকাশ 

XOMNATH
Подписаться 109 тыс.
Просмотров 370 тыс.
50% 1

প্রকৃতপক্ষে যিশুখ্রিস্টের জন্মের বহু আগে থেকেই সম্পূর্ণ অবিভক্ত ভারতীয় উপমহাদেশে সভ্যতার বিস্তার গড়ে ওঠে। ঠিক ওই সময় থেকে পাকিস্তানের স্বাধীনতার পূর্ববর্তী সময়ে পর্যন্ত ভারত বর্ষ অখন্ড ভারতীয় উপমহাদেশ হিসাবে বিস্তার লাভ করেছিল। আমি জেই সময়কার কথা বলছি সেই সময় পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটি দেশ ভারতীয় উপমহাদেশের মধ্যে ছিল। আপনারা সকলেই জানেন যে বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে বহু যুগ আগে আনুমানিক ৩৩০০ - ১৫০০ খ্রিস্ট পূর্বাব্দে সিন্ধু সভ্যতা তথা হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা বিস্তার লাভ করেছিল। যা ছিল বিশ্বের সর্ব প্রথম সভ্য মানব সভ্যতা। এরপরে থেকে সমগ্র ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকারের সভ্যতা গড়ে উঠতে দেখা যায়। যেমন বৈদিক যুগের সভ্যতা, লৌহ যুগের সভ্যতা, বৌদ্ধ ধর্মের সভ্যতা, জৈন ধর্মের সভ্যতা, ষোড়শ মহাজন পদ, মগঘ সাম্রাজ্য, হড়সঙ্ক বংশের বিস্তার, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ, গুপ্ত যুগ, চোল সাম্রাজ্য, সাতবাহন সাম্রাজ্য প্রভৃতি সভ্যতা। আমরা ইতিহাস ঘাটলে মূলত দেখতে পাই সেই সময়ে সমগ্র ভারতীয় উপমহাদেশে প্রধানত একটি ধর্ম প্রাধান্য লাভ করেছিল তা হলো হিন্দু ধর্ম এর পরবর্তীকালে হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধধর্ম ভারতীয় উপমহাদেশে বিস্তার লাভ করতে শুরু করে।
যাই হোক না কেন আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব বা ইসলাম ধর্মের বিস্তার। ভারতবর্ষে মূলত ইসলাম ধর্মের সূত্রপাত ঘটেছিল প্রধানত ৩ টি পর্যায়ে।
প্রথম পর্যায়ে ৭১১ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের হাত ধরে ভারতবর্ষে সর্ব প্রথম ইসলাম ধর্মের সুত্রপাত ঘটে। এর পরবর্তী কালে গজনীর সুলতান সবুক্তগীন এর পুত্র এর পুত্র। এই মামুদ ১০০০ থেকে ১০২৭ খ্রিস্টাব্দের মধ্যে মোট ১৭ বার ভারত আক্রমণ করেন। এখানেও আপনাদেরকে আর একটা কথা না জানিয়ে রাখা ভাল যে সুলতান মাহমুদ কখনোই ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে আছেন নি। তার পর ১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহান কে পরাজিত করেন। এবং এর মধ্য দিয়ে তিনি ভারতবর্ষে সর্বপ্রথম স্বাধীন ইসলাম রাষ্ট্রের প্রতিষ্ঠা করেন। তবে তাঁর মৃত্যুর পর তাঁর ক্রীতদাস সেনাপতি কুতুবউদ্দিন আইবক এর হাত ধরে 1208 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠা হয়। এবং এই দাস বংশের প্রতিষ্ঠা মধ্য দিয়ে ভারতবর্ষে সর্বপ্রথম স্বাধীন এবং সার্বভৌম মুসলিম রাজত্বের সূচনা হয়।
তো চলুন এইবার সবকিছু বিস্তারিত আলোচনা করা যাক।

Опубликовано:

 

5 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 438   
@rahmansajedur4371
@rahmansajedur4371 2 года назад
রাজা 'চেরামন পরিমল' এর সময় ভারতবর্ষে প্রথম মসজিদ নির্মিত হয় যার নামানুসারেই মসজিদটির নামকরণ করা হয়। তিনি হযরত মুহাম্মদ (সাঃ) এর সাথে দেখা করতে আরব গমন করেন এবং ইসলাম ধর্মে দীক্ষিত হন। এ বিষয়ে সবিস্তারে একটি ভিডিও যদি তৈরি করতেন।
@krishnaroy4081
@krishnaroy4081 2 года назад
Loot এবং নির্মমভাবে হত‍্যা করে মুসলিম এগিয়ে চলে।আজ ও চলছে।শুধু দিন বদলেছে।
@ilovemyindia5755
@ilovemyindia5755 Год назад
তথ্য ভিত্তিক আলোচনা খুব ভালো লাগলো,,(অবসরপ্রাপ্ত শিক্ষক,,, মহেশপুর,, পাকুড়, ঝাড়খণ্ড ভারত থেকে দেখলাম )
@alamgirhossain316
@alamgirhossain316 21 день назад
অত্যন্ত শ্রুতি মধুর কন্ঠে উপমহাদেশে মুসলিম ধর্মের আবির্ভাব ভিডিওটি বর্ণনা করা হয়েছে । ভাই ,আপনার আরো ভিডিও চাই । আপনাকে অসংখ্য ধন্যবাদ । বাংলাদেশ হতে ।
@krishnamajumder3465
হরে কৃষ্ণ দাদা দয়া করে আপনে আমাদের ভারতবর্ষের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় অতি দ্রুত গুরুকুল স্থাপনের জন্য জনসচেতনতা মূলক ভিডিও বানাবেন এবং সরকারের কাছে আবেদন করা প্রয়োজন তানাহলে সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করা জাবেনা এবং পরবর্তী প্রজন্মের কাছে সনাতনের বার্তা পৌঁছানো যাবে না।
@BMGaming-vs4bj463
মিথ্যা ইতিহাস বললেন
@love2ridetour449
@love2ridetour449 2 года назад
বাংলাদেশে তৎসংলগ্ন পশ্চিমবঙ্গে মুসলিমদের উৎপত্তি কোথা থেকে এবং কি করে হোলো ??....জানার ইচ্ছা রইল , এই বিষয়ে একটি ভিডিও বানান । ধন্যবাদ
@dulalsinghakn3664
@dulalsinghakn3664 2 часа назад
আপনি ইতিহাসের কথা চেপে গেছেন। ইসলাম শুধু হত্যা,লুটপাট,খুনখারাবী করেই ভারতের ঐতিহ্যকে নস্ট করেছে।
@dhaka6153
@dhaka6153 Год назад
যা মনে চায় তাই বল্লে কাজ হবে। গল্পের ও একটা সিমা আছে।
@ShohidulIslam-qw4vn
এ ইতিহাস সত্য না
@syedmohteshamalibabla166
খুব সুন্দরভাবে অনেক সত্য চেপে গেলেন।
@gnghosh1889
@gnghosh1889 Год назад
তথ্য সম্বৃদ্ধ এই প্রতিবেদনটি শুনে খুবই ভালো লাগলো। অনেক কিছু জানলাম ।এই ধরণের তথ্য সম্বৃদ্ধ ভিডিও দেখার অপেক্ষায় রহিলাম। ধন্যবাদ।
@upomasarkar1107
@upomasarkar1107 2 года назад
অনেক ভালো লাগলো।
@md.hossainali9435
ভালো লাগলো,ধন্যবাদ ও শুভেচ্ছা।
@jyotidas2734
@jyotidas2734 2 года назад
Well planned description of Islamic era .Thsnks for video
@emranhossain4281
খুবই চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
@findview8751
অনেক সুন্দর করে অনেক সত্যি ইতিহাস চেপে গেলেন
@pranjalsinha85
@pranjalsinha85 Год назад
ভারতের দুর্ভাগ্যের সেই শুরু....
@mamiddya9383
সত্যিই খুব সুন্দর উপস্থাপনা । sur আপনি এই চ্যানেল টা চালিয়ে যান । নিরপেক্ষ সঠিক ইতিহাস ।
@TAJDARE_KALIMI
@TAJDARE_KALIMI Год назад
খুব সুন্দর ভিডিও একদম সত্যি ঘটনা তুলে ধরেছেন। মোঘল সাম্রাজ্যের ও ওসমানী খিলাফত সম্পর্কে জানতে চাই দাদা??
Далее
I Built a EXTREME School Bus!
21:37
Просмотров 8 млн
🛑 до конца!
00:12
Просмотров 35 тыс.
I Built a EXTREME School Bus!
21:37
Просмотров 8 млн