Amar kolkata fortis hospital e appointment neya...ami chassilam Apollo te dekhate...se khetre ami jodi foris hospital e sudhu ekber visit kore doctor dekhai...test ba baki kisu na koriye Apollo theke sob kisu korai se khetre porobortite jokhn visa nite fortis Hospital er documents chabe tokhn ki sudhu prescription ta dile e hobe? Naki amar reports na thakay kono jhamela hobe??
আমার কিছু প্রশ্ন জানার ছিল। আমি গতকাল মেডিকেল ভিসা পেয়েছি। আমার পরিবারের সবাই চেন্নাই ডাক্তার দেখাই প্রতি বছরই। কিন্তু করোনার পর থেকে আর যাওয়া হচ্ছে না। আমি চেন্নাইয়ের শংকর নেত্রালয়ের ইনভিটেশন লেটার জমা দিয়ে মেডিকেল ভিসা পেয়েছি। এখন আমি শংকর নেত্রালয় এ ডাক্তার দেখাবো এবং সাথে সাথে চেন্নাই এর MIOT হসপিটাল আর Appolo হসপিটালে ডাক্তার দেখাবো ইয়ারলি চেকআপ এর জন্য। ১. সে ক্ষেত্রে শুধু শংকর নেত্রালয়ের ইনভিটেশন লেটার দিয়ে ভিসা নেওয়ায় আমার কি কোন সমস্যা হবে? ২. ভবিষ্যতে আবার ভিসা পেতে গেলে কি নতুন কিছু করা লাগবে?
আপনি যে হসপিটালের লেটার দিয়ে ভিসা করেছেন, আগে সে হসপিটালে ডাক্তার দেখাবেন তারপর আপনি অন্য যেকোনো হসপিটালের ডাক্তার দেখাতে পারেন। পরবর্তী ভিসা নেবার সময় সুধু মাত্র যে হসপিটালের লেটার নিয়ে ভিসা করেছিলেন। সেই হসপিটালের ডকুমেন্ট দিয়ে ভিসা জমা দিবেন কোন সমস্যা হবেনা।
ভাইয়া আমি কোলকাতার একটি হাস্পাতালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মেডিকেল ভিসা করিয়েছি। পরে আমি চেন্নাই চলে যাই চিকিৎসা করাতে। আমি এই বিষয়ে অবগত ছিলাম না। চেন্নাই এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার আমাকে বলেন আমি চেন্নাই চিকিৎসা করাতে পারবো না। পরে আমি আবার বাংলাদেশে ফেরত আসি। ২ মাস পর আমি আবার কোলকাতা যাই চিকিৎসা করাতে। তখন ভিসায় উল্লেখিত হাসপাতালে চিকিৎসা করাই। কিন্তু ওদের চিকিৎসা ভালো না লাগায় আমি বাংলাদেশে ফিরে আসি। এখন আমার একটা অপারেশন করাতে হবে তাই মেডিকেল এটেন্ডেন্ট প্রয়োজন। আমি আমার ছোট বোনের মেডিকেল এটেন্ডেন্ট ভিসা করানোর জন্য আবেদন জমা দিসি। যদি আমি মেডিকেল এটেন্ডেন্ট ভিসা পাই তাহলে কি আমি এই ভিসা দিয়ে চেন্নাই সিএমসি তে চিকিৎসা করাতে পারবো..? নাকি এফা আর আর ও করে হাস্পাতাল পরিবর্তন করে নিতে হবে..? আমার ভিসায় ৩ টা এন্ট্রি ছিল, আমি ইতিমধ্যে ২ বার এন্ট্রি করে ফেলেছি আর একবার যেতে পারবো।
আপনি তো একবার যে হসপিটালের এপোয়েনমেন্ট নিয়েছেন সেখানে ডাক্তার দেখিয়েছেন। এখন যেকোনো হসপিটালে ডাক্তার দেখাতে পারবেন। বাট কলকাতার হসপিটালের এপোয়েনমেন্ট নিয়ে সিএমসি তে দেখাবেন অনেক সময় ওরা এটা নিয়ে ঝামেলা করে।
দাদা আমি মেডিকেল ভিসা পাওয়ার জন্য উল্লেখ করেছি যে কোলকাতা এ্যাপলো হসপিটালে চিকিৎসা নিবো তারপর আমি মেডিকেল ভিসা পেলাম তারপর ঐ হসপিটালে চিকিৎসা সেবা নিয়েছি তার যে প্রমাণ টা আমি সেটা কোথা থেকে নিব ? যে আমি কোলকাতা এ্যাপলো হসপিটালে চিকিৎসা সেবা নিয়েছি
ভাই আমার ৩ টি প্রশ্ন রয়েছে। ১. আমি যে হাসপাতালে যে ডক্টরকে দেখাবো, তার appointment fixed হয়েছে যা মেইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে। কিন্তু স্পষ্টভাবে বলেছে যে ওরা কোনো appointment letter/invitation letter কোনো বিদেশীদের পাঠায় না। এক্ষেত্রে ওই ইমেইল এর screensot নিয়ে embassy তে গেলে মেডিকেল ভিসা পাওয়া যাবে কি? ২. আমার একজন দাদা পূর্বে টুরিস্ট ভিসা করেন। কিন্তু ভারত যাননি। এবার আমার এটেনডেন্ট হিসেবে যাবেন। এক্ষেত্রে কি সমস্যা হবে? আর ভিসা আবেদনের সময় একটা অপশন থাকে যে, পূর্বে ভারত গেছেন কিনা? যদি কেউ যায় তাহলে পূর্বের ভিসার তথ্য দিতে হয়। এখন দাদা তো ভিসা করেছিল কিন্তু যাননি, তবে এখন আমি সেই অপশনটি ফাঁকা রাখব কিনা? দয়া করে নিজের মতামত দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ।