আমার দাবি খুলনা ইন্ডিয়ান ভিসা অফিস এর বিষয় আমি গত ১-৮-২০২৪ তারিখে ভিসা এজন্য আমার ডকুমেন্ট জমা দেই কিন্তু আমাকে পাসপোট ডেলিভারি দেওয়ার কথা ছিলো ১৩-০৮-২০২৪ দেশের বিভিন্ন সমস্যা কারনে তারা ঐ সময় পাসপোট ডেলিভারি দেয়নি অফিস বন্ধ ছিলো আমাকে এসএমএস দিয়েছি ২০-৮-২৪ তারিখ আমি ভিসা অফিসে যাই ২১-০৮-২৪ যেয়ে দেখি ওখানে কারো টুরিস্ট ভিসা দেয়নি পরে আমি কাউন্টারে টোকেন জমা দিলে তারা আমাকে পাসপোট ফেরত দেয় কিন্তু ভিসা লাগে নি তাহলে আমাদের যে ভিসা ফি যেটা নিয়েছে অনলাইনে তাহলে ঐটা ফেরত দাওয়া হোক এটা আমার দাবি
Bhai pls rply dien " ami june a apply korsilm , amr massage o eisilo passport niya jaur but ekta somosar karone jaite pare nh , to ami akon ki jaye amr Passport ta collect korte parbo ? "
ভাই আমার চেক রিপাবলিকে এ্যপয়েন্টম্যান ৩০ তারিখে আমি ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করছিলাম তখন ঢাকা যমুনা ইন্ডিয়ার এম্বাসিতে আবেদন জমা দেওয়ার তারিখ ছিল ৫ ই অাগষ্ট। দেশের পরিস্থিতির জন্য ৫ আগষ্ট ইন্ডিয়ান এ্যম্বাসির সকল কার্য়ক্রম বন্ধ বলে একটা মেসেজ আসে, এখন আমি এই সময়ের বিতরে কিভাবে ফাইল জমা প্লাস ভিসা পেতে পারি যদি আপনার জানা কোন অপশন থাকে প্লিজ ভাইজান দয়া কে আমাকে একটু জানাবেন।
ভাই আমি মেডিকেল ভিসায় নিয়ে ভারতে চিকিৎসা নিচ্ছি।এখন আমার ভিসা শেষ। আমি পুনরায় মেডিকেল ভিসায় আবেদন করতে চাচ্ছি। ১.আমি নতুন করে অন্য হাসপাতাল থেকে ইনভাইটেশন লেটার নিয়ে ভিসা করতে পারবো কিনা?? ২.ভিসা আবেদনের সময় বাংলাদেশি হাসপাতালের নাম ৬ মাস আগে যেটা দিয়েছিলাম ওটা দেওয়া যাবে নাকি নতুন করে ডাক্তার দেখায়ে তারপর দিতে হবে??