কর্মসূত্রে বহুবার jagdalpur গিয়েছি এবং একাধিক বার চিত্রকট জলপ্রপাত দেখেছি। বর্ষার সময় এর রূপই আলাদা। সত্যিই ছোট নিয়াগ্রা। খুব ভালো ভিডিও করেছেন স্যার। আরও করুন। ভালো লাগছে।
একদম ঠিক বলেছেন । চিত্রকোট অসাধারণ । চেষ্টা করছি মাত্র । অনুগ্রহ করে আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন । মতামত দেবেন । সম্ভব হলে একটু শেয়ার করবেন । ধন্যবাদ ।
কি সুন্দর উপস্থাপন। আপনার বর্তমানের ভিডিওতো দেখি। কিন্তু ইচ্ছে হলো আপনার প্রথম ভ্লগটি দেখবো। শুরুতে আপনি কেমন ছিলেন! দেখলাম দারুন লাগলো। প্রেরণা পেলাম।
Darun Laglo dekhe Dada.... 2004 Giye chilam sei sab smriti tatka hoye galo.... Tabe sei samay Chitrkoot waterfall er pashe resort ta hoi ni.... Khub valo laglo.... R O besi kore valo laglo anek din por apnar video dekhe. Valo Thakben 🙏
অনেক ধন্যবাদ । আমি একেবারেই নতুন । চেষ্টা করছি মাত্র । আমার অন্যান্য কাজগুলোও দেখবেন ও মতামত জানাবেন । সম্ভব হলে পরিচিত মানুষদের মধ্যে একটু শেয়ার করবেন ।
DANTESWARI MATA r mandir Darshan koranor jonne anek dhonnyobad Dada..ami giyechilam ek election er agee,,jaowar ageer din temple er area te Maoist attack,explosion hoy .Amar chele sathe chilo tai visit korte parini .
1976 ey chirokut ,thilothghad. water falls dekhechilam tar Sathe dekhechilam kutumashwar cave ajj jhokhon appner video ti dekhchi purono anek sriti mone podchilio. Thank you for your nice presentation.
Kutumswar cave , inside Kangerghati national park, has no artificial lighting arrangements insider,,so it is more adventurous and thriller to me ,I think to everyone also. Local tribal people went inside on a particular day to worship .
Anindya da darun.......details information diyechen.....darun laglo. one question ...kothai Night stay kora bhalo Jagdalpur naki Chitrokot...ektu bolben please.
video ta dekhlam khuje bar kore...mukh haa hoye jawar jogar...eto eto eto jol...bhaba jayna..eta boro TV te abar dekhtei hobe...tobe bishal baparta aro bhalo feel korbo...boat e kore waterfall er samne gechilen??? bhaba jayna..ratreo gechilen waterfall dekhte?? tirathgarh waterfall tao khubi sundar...tirathgarh beautiful but chitrakut powerful
সেরা সেরা। প্রকৃতি ও ভাষার মেলবন্ধন অনবদ্য যাহা এই ভিডিওকে অন্য মাত্রা দিয়েছে। তবে আমি অবাক 8 মাসের ভিউ দেখে। @explorer Shivaji দা কে বলবো এনর জন্য একটু রেকমেন্ড করুন।
এইরকম একটা সম্বৃদ্ধ মতামত পেলে মনে হয় পরিশ্রম করে কাজ করা সার্থক । সম্ভব হলে সমমনস্ক মানুষদের সাথে শেয়ার কোরো । আর অন্যান্য কাজগুলোও দেখে মতামত দিও । আবারও ধন্যবাদ ।
নমষ্কার অাংকেল। অামি তারেক। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বলছি। অাপনার ভ্রমণ ভিডিওগুলো খুব ভালো লাগে, প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধর্ম সংক্রান্ত অনেক বিষয় জানতে পারি
ভীষণ সুন্দর আর Informative Post - দাদা একটা কথা জানতে চাই , আশাকরি উত্তর পাবো - চিত্রকূট এ Dandami Resort এ দুদিনের জন্য থেকে কি পুরো Jagdalpur ঘোরা ভালো না কি একদিন Jagdalpur এ থেকে কিছু sight seeing করে আর একদিন চিত্রকূট এর জন্য রাখা ভালো ? আর একটা প্রশ্ন ছিল যার উত্তর পেলে বাধিত থাকবো - Vizag থেকে কি Araku ঘুরে নেওয়া ভালো না কি Araku তে একদিন থাকা উচিত - আপনার মতামত এর অপেক্ষাতে রইলাম - ভালো থাকবেন , ধন্যবাদ ।
আপনি যদি স্টেশনের কাছে একটি হোটেল নেন, তাহলে সকালবেলায় বেরিয়ে একটা গাড়ি নিয়ে প্রথমে চিত্রকোট দেখে জগদলপুর ফিরে এসে লাঞ্চ করে তারপর অন্যান্য জায়গায় লাঞ্চের পরে দেখতে পারেন । আর যদি আপনি দন্ডামি রিসর্টে থাকেন তাহলে চিত্রকোটের শোভা আরও বেশি উপভোগ করতে পারবেন । বোটিং করা, রাতের বেলায় চিত্রকোট দেখা এগুলো খুব ভালো লাগবে । ভাইজাক থেকে আরাকু আপনি একটা গাড়ি নিয়ে দিনে দিনে ঘুরে আসতে পারেন । কিন্তু যদি ভাইজ্যাক থেকে ভিস্টাডোম কোচে গিয়ে যাত্রাপথে পূর্বঘাট পর্বতের শোভা উপভোগ করতে চান তাহলে আপনাকে আরাকুতে একটা রাত থাকতে হবে ।