আমাদের দেশে এমন রাজনীতি করে ভাবতেও অবাক লাগে। যে রাজনীতি নিজের জীবন পরিবারের জীবন ধ্বংস করে দেয়। সেই রাজনীতিকে ধিক্কার জানাই। এদেরকে দেখে বাকি রাজনীতিবিদদের কে সতর্ক হওয়া উচিত।
একদলের লোকজন পালিয়ে বেড়াচ্ছে অন্যদলের লোকজন ভাগাভাগি নিয়ে ব্যস্ত। এদেশের রাজনৈতিক দলের লোকদের চরিত্র কখনও ঠিক হবেনা। এদেরকে আয়না ঘরের থেকেও নিকৃষ্টতম জায়গায় বন্দী রাখলেও লাভ হবে না।
@@Dhichkyaaon_Doom_Boomকি বলেন,আওয়ামী লীগ আমাদের বলে বেড়াতো চিরজীবন পাশে থাকবে ভারত।তাই তো আমরা ভারতের ভরসায় নিজের দেশের ও ধর্মের মানুষের সাথে বেইমানি করতাম,এমনকি পাকিস্তানের দেশ থেকে পাকিস্তান কে আলাদা করতে কতোই ষড়যন্ত্র করেছি এবং ঘৃণার পাত্র বানাতে অপপ্রচার চালাইছি!
তোরা পশ্চিমাদের বলিস দ্বিমুখী আচরণ করছে কিন্তু , তোরা তো নিজেই সব থেকে বড় দ্বিমুখী । একই ঘটনাকে আল্লাহর গজব আবার একই ঘটনাকে আল্লাহর পরীক্ষা বলে চালিয়ে যাও, যতসব অশিক্ষিত জানোয়ার । একদিকে বলিস আল্লাহর ইচ্ছা ছাড়া এক কাছের পাতাও নড়ে না, অন্যদিকে কাফেররা কিছু করলে সেটা আল্লাহর ইচ্ছায় হয় না। যতসব অশিক্ষিত
আলহামদুলিল্লাহ কখন বলতে হয় সেটা বুঝতে হবে। হাজার পাপ করলেও বুঝতে হবে সে একজন মুসলিম। এটা আমাদের পরিচয়। আমেলিগ,বিএনপি, এগুলো ধোঁকাবাজি এগুলোর পাল্টে পইরেন না
স্যার -, আসা লামু আলাইকুম, স্যার, আপনার প্রতি অনুরোধ আপনি ডঃ ইউনুস স্যারের সঙ্গে কথা বলে একটা ব্যাক এ্যাকাউণ্ট খোলেন। দেশের ভিতর বিকল্প ফারাক্কা বাঁধ নির্মাণের জন্য । বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ৭৬ লাখের মতো আমরা প্রোবাসী আছি প্রতি মাসে এক জন প্রোবসী ১০০০( এক হাজার) করে টাকা দিলে বাঁধ তৈরি করা কোন ব্যাপার ই না। এক জন প্রবসী ১০০০( এক হাজার) করে টাকা দিলে এক দিনে আসবে ১শত ৭৬ হাজার কোটি টাকা। স্যার, ভবিষ্যৎ প্রোজন্মের জন্যই আপনার প্রতি প্রোবাসী সহ দেশের মানুষের দৃঢ় বিশ্বাস আছে। স্যার, প্লিজ এটা ভেবে দেখেন। আল্লাহ আপনার মঙ্গল ও হেপাজত করুক, আমিন ।
যে মারা গেছে,সে দুনিয়ার বিচারের উর্দ্ধে আল্লাহর বিচারের আওতায় চলে গেছে।আল্লাহ অবশ্যই ন্যায় বিচারক। তাই কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলার কথা ইসলাম বলেনি।বলেছে ইন্না-লিল্লাহ... পড়ার জন্য।যার আসল অর্থ আমাদেরকেও আল্লাহর কাছে ফিরতে হবে।তাই নিজের মৃত্যুর কথা স্বরণ করে আমাদের নিজেদের জন্য এ দোয়া ই পড়া উত্তম..
উচ্ছিষ্ট ফ্যাসিস্টরা বন্যা দেখে ভেবেছিল- এই বুঝি নয়া সরকার বিপাকে পড়ল! কিন্তু উচ্ছিষ্টরা জানে না- এখন আমরা সবাই-ই সরকার, মানবতার এক প্রতীক হচ্ছে বাঙালি 🥰🌸
Osoth howar kono dorkar hoy na....peran er voy palay vai ki r korbea....manus j omanus er moto rup dekhay na paliyea jabea kothay....valo kharap sobai k ses korea dicchea....kharap er virea o kichu valo manus thake hoyto...