Тёмный
No video :(

ভিয়েতনামি বারোমাসি কাঁঠাল ছোট গাছে প্রচুর কাঁঠাল | আঠা বিহীন কাঁঠাল বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষে লাখপতি 

Nil Bangla Krishi
Подписаться 229 тыс.
Просмотров 9 тыс.
50% 1

ভিয়েতনামি বারোমাসি কাঁঠাল ছোট গাছেই প্রচুর কাঁঠাল/আঠা বিহীন কাঁঠাল বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষে লাখপতি Nil Bangla Krishi লাল কাঁঠাল কেবল কোয়া বা কোষে ঠাসা থাকে/ফল অতি সুস্বাদু মিষ্টি এবং রং-বেরঙের গোলাপী লাল হয়। সাধারণ মানের কাঁঠালের চেয়ে দাম তিন থেকে চারগুণ বেশি?এর অন্যতম সুবিধা হলো এই জাতের বাগানে খরচ কম লাভ বেশি/এই কাঁঠাল নিয়ে বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন এর নিচে লেখা রয়েছে।
নার্সারি মালিক-মোঃ সাদ্দাম হোসেন- প্রোঃ মোল্লা নার্সারী
প্রয়জনে যোগাযোগ মোবাইল:- 01988-455059/01829-885811
নীল বাংলা কৃষি চ্যানেলে_আপনাদের সব ধরণের খামার,নার্সারি-ছাদ বাগান-মাঠ বাগান এবং যেকোনো কৃষি পণ্য এই চ্যানেলে প্রচার করতে চাইলে ফোন করুন: 01742202521-মোঃ রমজান উপস্থাপক, নীল বাংলা কৃষি) নাম্বার খোলা থাকে সন্ধ্যা ৬টা থেকে রাত্রী ১২ টা পর্যন্ত।
নীল বাংলা কৃষি- ইউটিউব চ্যানেল:- / nilbanglakrishi
নীল বাংলা কৃষি- ফেইসবুক পেইজে:- / nilbanglakrishi
Nil Bangla Krishi official group:- / nilbanglakrishi
Nil Bangla Krishi admin facebook ID:- / mdramzanalinil
কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল/আর এই ফলের সাথে পরিচয় নেই এমন মানুষ বাংলাদেশে নেই বললেই চলে। আর এই জাতীয় ফলের রকমও রয়েছে বেশ কয়েকটি। এদের মধ্যে বাংলাদেশে বেশিরভাগ পাওয়া যায় খাজা, আদারসা ও গালা জাতের কাঁঠাল। তবে উন্নত ফলনশীল ও বারোমাস কাঁঠাল পেতে ইতোমধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি কাঁঠাল-১ ও বারি কাঁঠাল-২ জাত উদ্ভাবন করেছেন। আর এসব জাতের কাঁঠালের বাইরেও একটি জাত রয়েছে। যা কখনো আমাদের মাটিতে চাষ করা হয়নি। আর ওই জাতটি হলো ভিয়েতনামের লাল কাঁঠাল। দেখতে বেশ সুন্দর এই কাঁঠালের চাষ বাংলাদেশেও সম্ভব বলে জানিয়েছেন উদ্ভিদপ্রেমী খান মোহাম্মদ সবুজ। শুধু তাই নয়, ভিয়েতনামের জনপ্রিয় লাল কাঁঠালের চারা এনে রোপণ করে সফলও হয়েছেন তিনি। বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত খান মোহাম্মদ সবুজ বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, কৃষিতে একটু আন্তরিক হলে বাংলাদেশে অনেক কিছুই চাষ করা সম্ভব। ভিয়েতনামের লাল কাঁঠাল দেখতে অনেক সুন্দর ও খেতে সুস্বাদু। লাল কাঁঠাল চাষ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা সম্ভব। এতে আয়ও হবে ব্যাপক বৈদেশিক মুদ্রা।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউড (বারি) মহাপরিচালক ডক্টর নাজিরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের দেশের আবহাওয়া ও মাটি কাঁঠাল চাষের উপযোগী। আর এ কারণে যেকোনো দেশের জাত এখানে চাষ করা সম্ভব। কাঁঠালের অনেক জাত রয়েছে। জাত অনুযায়ী ফলন একেক রকম, স্বাদেও ভিন্নতা থাকে। তবে কাঁঠালর স্বাদ ঠিক রাখতে হলে জিন ঠিক রাখতে হয়। কাঁঠাল কোনো দেশের বা অঞ্চলের জন্য নির্ধারিত নয়। এমনকি কোনো সময়ের জন্যও নির্দিষ্ট নয়। কাঁঠালের জাত ট্রান্সবাউন্ডারি হতে পারে। এক মহাদেশের জাত অন্য মহাদেশে আসা-যাওয়া অসম্ভব কিছু নয়। বাইরের কোনো দেশের জার্মপ্লাজম এসে আমাদের দেশে জনপ্রিয়তা লাভ করলে সেটা ভালো। তবে জাত বা জার্মপ্লাজম আমদানি প্রপারলি না করা হলে অনেক সময় রোগব্যাধি ঢুকে পড়ে।
তিনি বলেন, কিছু কিছু ফসল আছে একটা নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট আবহাওয়ায় সীমাবদ্ধ থাকে। কিন্তু কাঁঠালের ক্ষেত্রে তা হয় নয়। বাংলাদেশের ফসলও অনেক দেশে জনপ্রিয়। কিন্তু তা মিডিয়ায় তেমন প্রচারণা নেই। যেমন নেপালে আমাদের অনেক ফসলের জাত নিয়ে চাষাবাদ করছে। যা ওখানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।
এদিকে বর্তমানে দেশে উচ্চফলনশীল জাতের কাঁঠালের জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)। এ ছাড়াও বাজারে বিভিন্ন হাইব্রিড জাতের কাঁঠালের চারা পাওয়া যাচ্ছে। এরমধ্যে অন্যতম ভিয়েতনামী লাল কাঁঠাল। ভিয়েতনামী লাল কাঁঠাল সারা বছর ফল দিয়ে থাকে। বড় হলে কাঁঠালের উপরে ভিতরে সব জায়গাতেই লাল টকটকে রঙ হয় এবং ভিয়েতনামী লাল কাঁঠাল খেতে খুব মিষ্টি ও সুস্বাদু। ভিয়েতনামী এই লাল কাঁঠাল দেখতে এতোটাই সুন্দর যে, শুধু খাওয়ার লোভ হয়। এর ইংরেজি নাম Gac Baby Jackfruit। এই কাঁঠালের আকারে কিছুটা ছোট হয়। লাল কাঁঠাল কেবল কোয়া বা কোষে ঠাসা থাকে। ফল অতি সুস্বাদু, মিষ্টি এবং রং-বেরঙের (গোলাপী, লাল) হয়। সাধারণ মানের কাঁঠালের চেয়ে দাম তিন থেকে চারগুণ বেশি। এর অন্যতম সুবিধা হলো এই জাতের কাঁঠালের বাগানে খরচ কম, লাভ বেশি। এর একটা বারোমাসি জাতও রয়েছে। তা লাগানো হলে বারোমাস ধরে ফল পাওয়া যায়।
ভিয়েতনামী লাল কাঁঠালে চর্বির পরিমাণ কম হওয়ায় এ কাঁঠাল খেলে ওজন বৃদ্ধির আশঙ্কা নেই বললেই চলে। ১০০ গ্রাম লাল কাঁঠালে ৩০৩ মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে। এ কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। এছাড়া ভিটামিন সি-ও রয়েছে। রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস। যা আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধ সক্ষম। এ কাঁঠালে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেণ্ট। যা আমাদের দেহকে ক্ষতিকর ফ্রির‌্যাডিকেলস থেকে রক্ষা করে। বদহজম রোধ করে লাল কাঁঠাল। কাঁঠালে আছে খনিজ উপাদান ম্যাঙ্গানিজ। যা রক্তে শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। লাল কাঁঠালে বিদ্যমান ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম হাড়ের গঠন ও হাড় শক্তিশালী করণে ভূমিকা পালন করে। লাল কাঁঠালে রয়েছে ভিটামিন বি৬ যা হৃদরোগের ঝুঁকি কমায়।
ভিয়েতনামী এই লাল কাঁঠাল ছাদেও চাষ করা সম্ভব। বর্ষায় বা বৃষ্টিতে পানি জমে না এমন উঁচু ও মাঝারি সুনিষ্কাষিত উর্বর জমি লাল কাঁঠালের জন্য উপযোগী। কাঁঠালের বীজ থেকে চারা তৈরি করা যায়। তবে ছাদ বাগানের জন্য কলমের চারা উত্তম। এতে ফলন দ্রুত হয় এবং জমিতে চাষের জন্য কলম ও বীজের চারা দুটিই হতে পারে। ভিয়েতনামী লাল কাঁঠাল গাছে মুচি আসার পর কাঁঠাল পাকতে ১২০-১৫০ দিন সময় লাগে/ভিয়েতনামের লাল কাঁঠাল বাংলাদেশের আবহাওয়ায় চাষের সম্ভাবনা রয়েছে ব্যাপক
#NilBanglaKrishi #ভিয়েতনামিবারোমাসিকাঁঠালছোটগাছেপ্রচুরকাঁঠাল #কাঁঠালগাছ #গাছেকাঁঠাল #১২মাসকাঁঠালভিয়েতনামি #ভিয়েতনামিকাঁঠাল #আঠাবিহীনকাঁঠালবাণিজ্যিকভাবেকাঁঠালচাষেলাখপতি

Опубликовано:

 

17 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 21   
@farmerbrother1
@farmerbrother1 2 месяца назад
মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তথ্য মূলক ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ।।
@NilBanglaKrishi
@NilBanglaKrishi 2 месяца назад
আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
@mrityunjoymondal3199
@mrityunjoymondal3199 14 дней назад
এমন চাষী ভাড়া করে জমি তে এই চারা লাগাবেন। কিভাবে এক বছরে ফল ধরে হাতে কলমে দেখে নেবেন। তখনই চালাকি ধরা যাবে।
@mdhossainbaymdhossainbay-te7yk
@mdhossainbaymdhossainbay-te7yk 2 месяца назад
মাশা-আল্লাহ প্রিয় বড় ভাই এরকম আরো তথ্যভিত্তিক ভিডিও চাই। শরীয়তপুর থেকে দেখছি
@NilBanglaKrishi
@NilBanglaKrishi 2 месяца назад
আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 🌹
@ImranKhan-tk8mv
@ImranKhan-tk8mv Месяц назад
ছাড়া কি পাওয়া যাবে
@gramermanushsupport4298
@gramermanushsupport4298 2 месяца назад
fantastic works
@NilBanglaKrishi
@NilBanglaKrishi 2 месяца назад
নার্সারি মালিকের সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিওটি দেখুন নাম্বার ঠিকানা সব দেয়া আছে
@AbdulAlim-go5ns
@AbdulAlim-go5ns 2 месяца назад
চারা দাম কতো
@user-id9gb1hw1e
@user-id9gb1hw1e 2 месяца назад
গাছ থেকে পাকা কাঠাল ভেংগে রিভিউ করেন
@NilBanglaKrishi
@NilBanglaKrishi 2 месяца назад
ইনশাল্লাহ টাকার সময় হলে দেখানোর চেষ্টা করব
@user-id9gb1hw1e
@user-id9gb1hw1e 2 месяца назад
@@NilBanglaKrishi ধন্যবাদ ভাই ❤️❤️
@mizanurrahman5819
@mizanurrahman5819 2 месяца назад
চারা পাবো কিভাবে? ন্যায্য মুল্যে চারা কিনতে চাই।
@NilBanglaKrishi
@NilBanglaKrishi 2 месяца назад
ভিডিও দেখলেই পেয়ে যাবেন সকল ইনফরমেশন দেওয়া আছে শুধু আপনার ইচ্ছার অভাব কষ্ট করে দেখেন
@MarufHasan-zn5mu
@MarufHasan-zn5mu 2 месяца назад
দাম কত
@MeJuwel-de5dl
@MeJuwel-de5dl Месяц назад
আপনি তো আগে বলেন দাম বলবেন কিন্তু পরে দাম বলেন না,,
@NilBanglaKrishi
@NilBanglaKrishi Месяц назад
মানসিকতা পরিবর্তন করে ভিডিও দেখেন সব পেয়ে যাবেন ভিডিওতে
@user-uy2kv2kv7n
@user-uy2kv2kv7n 2 месяца назад
এই কাঠাল ‌কখন পাকেনা। এগুলো কেউ কিনবেন না।
@NilBanglaKrishi
@NilBanglaKrishi 2 месяца назад
আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌹
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 4,9 млн
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Просмотров 3,1 млн
নতুন জাতের কাঁঠাল
17:55