ভাইয়া আমার বাড়ি ভারতের কলকাতা, আমরা ভারতে মেঘালয় যখন ঘুরতে যাই আমরা আবার ওখান থেকে বাংলাদেশের ভিউ দেখতে পাই.... ওখান থেকে দেখেছিলাম কি সুন্দর সিলেট.... ইন্ডিয়া বাংলাদেশ.... জীবনে একবার আপনাদের বাংলাদেশে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা রইলো ভাইয়া.... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇧🇩🇧🇩🇧🇩🇧🇩♥️♥️♥️♥️
আমার শহর অপরূপ সৌন্দর্যে ঘেরা.. আল্লাহর এক অপরূপ সৃষ্টি। ওয়েলকাম টু সিলেট ভাইয়া.... নভেম্বর/ডিসেম্বর মাসে আসলে গরম একটু কম থাকে তাছাড়া দৃশ্যটাও উপভোগ করারমতো থাকে... তাই আবার আসার দাওায়ত রইল ✈️
আমরা যেমন পাহাড়ে উঠতে পারি না,ওরা তেমন সাদাপাথরে নামতে পারে না😢.. ঠিক এই কথাটা শোনার পর মনটা কেমন যেন করে ওঠে😔, রেডক্লিফের আকিবুঁকিটা যদি উঠিয়ে দেওয়া যেত..😔 ভারত থেকে ভালোবাসা রইল❤️
ভোলাগঞ্জ সাদা পাথর জায়গাটা খুব সুন্দর তবে আজকে আপনার ক্যামেরা নতুন করে দেখলাম এবং জানলাম ভোলাগঞ্জ সাদা পাথর এর সম্বন্ধে আর আপনাদের খাওয়া-দাওয়া সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল আজকে আমার নতুন একটা অভিজ্ঞতা হল খুব ভালো লাগলো
কক্সবারের জায়গা কক্সবাজার আর সিলেটের জায়গায় সিলেট।দুইটাই অপরুপ সুন্দর।আপনার মত সেলিব্রিটি মানুষ এইভাবে বলা উচিত হইনি।কক্সবাজারের মত পর্যটন এলাকা প্রতি বছর দেশের অর্থনীতিতে প্রচুর অবদান রাখে যা আর কোন পর্যটন এলাকায় সম্ভব হয়ে উঠেনি।
এই সাদা পাথরের পাশেই দয়ার বাজার আমার ফুফুর বাড়ি আমার শৈশব কেটেছে সেখানে । তখন সেটা পর্যটক স্থান ছিল না । তখন সেখানে শুধু পাথর তোলা হতো। আর এখন সেটা পর্যটন স্পট ।