স্যার,এই বোমাটা আরো অনেক আগেই ফাটানো উচিৎ ছিল....... এটা এই শতাব্দীর শ্রেষ্ঠ বোমা,এটার একটা ভালো নামকরণ করা জরুরী..... স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ..... 🤷♂️
আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার।আমি গত এক বছর ধরে এটার একটা সিরিজ বানিয়ে সবার সামনে তুলে ধরার পরিকল্পনা করেছিলাম।কিন্তু আপনি বানিয়ে ফেললেন। খুবই ভাল লাগল। এবার সারা বাংলাদেশের মানুষ জানবে আসল ইতিহাস।এগিয়ে যান স্যার।
অসংখ্য ধন্যবাদ জনাব তাজ হাসমী স্যার। গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি এই বইটা দুইবার পড়েছি।এখন যখন শেখ হাসিনার কার্যক্রম গুলো দেখি তখন সহজে তার ভন্ডামি,ভাঁওতাবাজি, কূটকৌশল গুলো সহজে বুঝতে পারি শুধু এই বইটি পড়ার কারনে। আমি মনে করি বর্তমান প্রজম্মের প্রতিটি মানুষের এই বইটি পড়া উচিথ। আমি সবাইকে অনুরোধ করবো এই বইটি পড়ার জন্য।একই সাথে হাসমি স্যারের রিভিউ দেখে শেয়ার করার জন্য। আশা করি অনেক অজানা তথ্য জানতে পারবেন। Thanks once again mr. Taz hasmi sir
বইটি ২০০০ সালে প্রথম পড়েছিলাম...... যতটুকুন সঙসয় ছিলো ২০০৮-২০২৪ সালে কর্মের মধ্য দিয়ে রেন্টু সাহেবের সকল কথাগুলি কেই শেখ হাসিনা সত্যে রূপান্তর করেছেন।
বইটি যখন বাজারে আসে তখন এক কপি আমার হাতে এসেছিলো! আমি পড়ে সব কথা বিশ্বাস করিনি! আসলেই মানুষ এতো খারাপ হয় কি করে??! কিন্তু আজ এতো বছর পর আজ আমি বিশ্বাস করি মতিউর রহমান রেন্টুর লেখা প্রতিটি পঙতি সত্যি!
Thanks 🙏 Dr. Hasmi for your great efforts. Please read that book and share with us. Your discussion is very helpful to learn about the history, culture, politics and so on. 🇧🇩❤️🙏
১৯৯৮ সালে রেন্টু নিজ খরচে আমার ফাঁসি চাই নামক যে বইটি প্রকাশ করেছিল, তাতে সব তথ্য আছে কিন্তু ২০০২/৩ সালে পুন: প্রকাশিত বইগুলিতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বাদ দেয়া হয়েছিল। দ্বিতীয় বার রেন্টু প্রকাশ করেনি,করেছিল অন্য কেহ।
বইটাতে বলা হয়েছে মাওলানা হামিদ খান ভাসানী বলেন পাকিস্তানের নির্বাচনের ফাঁদে পা না দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র করতে হবে। এবং এটাও বলা হয়েছে মুজিব কখনোই বাংলা কে স্বাধীন রাষ্ট্র হিসেবে চাননি। মুজিব পাকিস্তানের সাথে থেকেই ক্ষমতায় থাকতে চেয়েছিলেন.!!! আমার এই কথা গুলোর সত্যতা জানার আগ্রহ খুব বেশিই..!! জানলে কেউ জানাবেন দয়া করে..!!
বইটাতে বলা হয়েছে মাওলানা হামিদ খান ভাসানী বলেন পাকিস্তানের নির্বাচনের ফাঁদে পা না দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র করতে হবে। এবং এটাও বলা হয়েছে মুজিব কখনোই বাংলা কে স্বাধীন রাষ্ট্র হিসেবে চাননি। মুজিব পাকিস্তানের সাথে থেকেই ক্ষমতায় থাকতে চেয়েছিলেন.!!! আমার এই কথা গুলোর সত্যতা জানার আগ্রহ খুব বেশিই..!! জানলে কেউ জানাবেন দয়া করে..!!
বইটি আমি ২০০১ সালে হাসিনা ক্ষমতা ছাড়ার আগেই কিনে ছিলাম তখন নিষিদ্ধ ছিল বইটি, নোয়াখালীর চৌমুহনীতে প্রায় পঞ্চাশটা বইয়ের দোকান খোঁজার পর পেয়েছি, তখন ১১০টাকা চেয়েছিল পরে ১০০ টাকা দিয়ে নিয়েছিলাম। এখন বইটা হারিয়ে গেছে, আর খুজে পাই নাই।
বইটাতে বলা হয়েছে মাওলানা হামিদ খান ভাসানী বলেন পাকিস্তানের নির্বাচনের ফাঁদে পা না দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র করতে হবে। এবং এটাও বলা হয়েছে মুজিব কখনোই বাংলা কে স্বাধীন রাষ্ট্র হিসেবে চাননি। মুজিব পাকিস্তানের সাথে থেকেই ক্ষমতায় থাকতে চেয়েছিলেন.!!! আমার এই কথা গুলোর সত্যতা জানার আগ্রহ খুব বেশিই..!! জানলে কেউ জানাবেন দয়া করে..!!
বইটি নিষিদ্ধের সময়েই পড়েছিলাম, এরপর থেকে তার চরিত্র সম্পর্কে জেনে তার প্রতি আর রুচি আসে না। তবে তার সাংসাদিকদের সাংঘাতিক বলা ওই বই থেকে জেনেছি, এই কথাটিই একমাত্র গ্রহণযোগ্য।
বইটাতে বলা হয়েছে মাওলানা হামিদ খান ভাসানী বলেন পাকিস্তানের নির্বাচনের ফাঁদে পা না দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র করতে হবে। এবং এটাও বলা হয়েছে মুজিব কখনোই বাংলা কে স্বাধীন রাষ্ট্র হিসেবে চাননি। মুজিব পাকিস্তানের সাথে থেকেই ক্ষমতায় থাকতে চেয়েছিলেন.!!! আমার এই কথা গুলোর সত্যতা জানার আগ্রহ খুব বেশিই..!! জানলে কেউ জানাবেন দয়া করে..!!
স্যার,এত দিনে আপনি আসল জায়গায় হাত দিয়েছেন।আমরা আশা করব আপনি এই বইটি নিয়ে সিরিজ আলোচনা করবেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এমন প্রামান্য দলীল যদি খালেদা জিয়ার ব্যাপারেও থাকে তা হলে তা-ও প্রকাশ করবেন যেন আপনি যে শুধুই দেশের মংগলের জন্য কাজ করছেন তার প্রমান হিসাবে।
Sir, please start discussing on the book "বাংলাদেশে 'র'- আগ্রাসী গুপ্তচরবৃত্তির স্বরুপ সন্ধান". It's a must-read books for each and every Bangladeshi patriots...
Very important initiative you have taken. I salute you for this. Everybody should do their best to ciculate this masterpice Autobigraphy to everybody in Bangladesh and diaspora. The materials from this book deserves academic research. It should be Phd thisis topics. Comment from LONDON