হোসেনের কোন বায়না নেই , হোসেনের মুখে হয়তো একটু সেমাই জোটে নাই , আমি এত কেদেছি যে কান্নায় হাওমাউ করেছি , আমার জীবন সত্যি আজ বৃথা হয়েছে এমন হাজার হোসেনের পাশে দাড়াতে পারিনাই বলে , মানুষেও ঈদ করে আর হোসেনেরাও জীবন যুদ্ধ করে শেষ হয়ে যায় , ধিক্কার আমার প্রতি ধিক্কার তাঁদের প্রতি যারা গরীবের সাথে তাঁদের ঈদ ভাগাভাগি করে না 😭😭😭😭😭😭
@@shahidofficial8467 ভাইরে নিজেকে এই খুশির দিনে সামলাতে পারিনাই , অনেক কেদেছি ভাই , কি করে পারি আমরা তাঁদের এমন রেখে ঈদ করতে , ভাবতেও লজ্জা আর কান্না চলে আসে 😭😭
@@shahidofficial8467 ভাইরে নিজেকে এই খুশির দিনে সামলাতে পারিনাই , অনেক কেদেছি ভাই , কি করে পারি আমরা তাঁদের এমন রেখে ঈদ করতে , ভাবতেও লজ্জা আর কান্না চলে আসে 😭😭
যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ হোসেন আলির ঈদ তুলে ধরার জন্য , আমার কান্না ছাড়া দুয়া ছাড়া কিছু করার নেই , আল্লাহ্ আপনি এদের একটা ব্যবস্থা করুন , হোসেনের ঈদ দেখে আমার কষ্ট লাগে আল্লাহ্ 😭
আর যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করতে পার এবং তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন, তার জন্যে তোমরা আল্লাহর মমত্ব প্রকাশ কর এবং তাঁর কৃতজ্ঞতা হও ।” (সূরা বাকারাঃ ১৮৫)
চোখের জল আসার মত অবস্থা। খুব খারাপ লাগলো লোকগুলোর জন্য। কাছে থাকলে হয়তো কিছু নিয়ে একটু যেতাম। কিন্তু চট্টগ্রাম থেকে এখন যাওয়াটা সম্ভব নয়। আমি সাধারণ মানুষ বেশি কিছু দিতে না পারলেও অন্তত দশটা পরিবারকে 5000 টাকার বাজার করে দিতে পারতাম। জীবন কত পার্থক্য। কেউ হাজার কোটি টাকার ঈদ আনন্দ করতেছে আবার কারো ঘরে শুধু মাত্র চাল টুকুও নেই। জানিনা কোন পাপের প্রায়শ্চিত্ত উপরওয়ালা আমাদেরকে করাচ্ছে। ছোট বাচ্চাটার ডাস্টবিন থেকে জুতা কুড়িয়ে নেওয়াটা মানেত পারছিনা।
হোসেন তুমি আমাদের মাফ করে দিও , এদেশ অনেক অনেক উন্নত হয়েছে কিন্তু তোমার পায়ে একটা নতুন জুতা আর গায়ে একটা নতুন সুতা এ দেশ তুলে দিতে পারেনাই , আমি এত এত কেদেছি তোমাদের দেখে যা আমার এই ঈদে আজ আশা করিনি , আমি লজ্জিত , আল্লাহ্ তোমাদের সহায় হোক 😭😭
আমিও কিছু কথা লিখেছি। কিন্তু আপনার মত হয়তো গুছিয়ে কিছু লিখতে পারে নাই। ভাই আপনার লেখাটা পড়ে অনেক ভালো লাগলো। আমি চট্টগ্রাম থেকে বলছি। আসলে হোসেনের কোন বাইনা নেই। আমি হোসেনকে একবার দেখতে যাব। জানি এরকম হোসেন চট্টগ্রামেও আছে। কিন্তু এরকম মানবেতর জীবন যাপন নয়।
🇸🇦আলহামদুলিল্লাহ🇧🇩 এতো বেশি অভাবে থেকেও বলতেছে" ভালো আছি♥️সুখে আছি। আল্লাহ যেন তাদেরকে ইমান নিয়ে বাচার তৌফিক দান করে এবং ইমান নিয়ে মিত্যু বরন করতে পারে। এবং পরকাল যেন সহজ করে দেয়।। 🇸🇦আমিন🇧🇩
এদের তুলনায় আমরা কতোই না ভালো আছি, সুখে আছি, তার জন্য মহান "আল্লাহ্'তাআলা'র" দরবারে অগণিত শুকরিয়া আলহামদুলিল্লাহ্...🤗🤲🕋☝️ তারপরেও একদল লোক এসে বলবে "বাংলাদেশে এখন আর কোনো গরিব/ভিক্ষুক নেই"!🤣
হে মানুষ যতই ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি বাড়ি করোনা কেনো একদিন সবাইকে খালি হতে জেতে হবে। মাশাল্লাহ তোমরাই তো সুখী মানুষ। কারন তোমাদের তো আর ব্যাঙ্ক ব্যালেন্সের হিসাব করতে করতে বিছানাই ছটপট করা লাগে না রাতে এমনিতেই ঘুম চলে আসে।