শত শত প্রজন্ম আসবে আর যাবে। আমাদের জুনিয়ার প্রজন্ম এসেও এই গান গুলা শনবে আর বলবে তাদের বড় ভাইদের প্রজন্মের গান ছিলো সেরা। অফুরন্ত ভালবাসা রইলো প্রিয়। #আলমগীর হোসেন কুমিল্লা মোশাররফ করিম
নির্দিষ্ট একটা মানুষ কে মনে করে গানটা কতবার শুনেছি গেয়েছি, ভাগ্যে বিধাতার নির্মম পরিহাসে প্রিয় মানুষটা কোথায় আছে জানিনা, ভালো থাকুক ভালোবাসা বেচে থাকুক সবার হৃদয়ে।
৮টা বছরের সম্পর্ক ছিলো আমাদের❤️❤️পরে আমার সাথে বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল পরে তার সাথে আমার বিয়ে হয়নি 😭😭ভাগ্যের কাছে আমি এক পরাজিত প্রেমিক। সব সময় তার কথা মনে পড়ে। কাকে ভুল বুঝে সেয় এই কাজটা করেছিলো সেটা আমার কাছে আজও অজানা । এখন মনে হচ্ছে তাকে আমার অনেক কথা বলা হয়নি।।🥲সে আমাকে ছেড়ে যাওয়ার ৯ টা বছর হয়ে গেলো।কিন্তু তার সাথে কাটানো ৮ বছর আমি কোনো দিনও ভুলতে পারবো না। তার চুলের গন্ধ গায়ের গন্ধ সব এখনো আমার নাকে আটকে আছে । আমি ভালোবাসি তাকে এখনো
এগুলার নুন্যতম মূল্য তার কাছে নেই,এগুলা ভুলতে চেষ্টা করুন নয়তো তিলে তিলে শেষ হয়ে যাবেন। আমি গত ২ বছর থেকে মানুষিক ভাবে অসুস্থ। এখন আগের তুলনায় বেটার বাট অসুখ টা সেরে উঠেনি এখনো। যা কষ্ট পেয়েছি এটা সে কল্পনাও করতে পারে না। লিখলে সারা দিন লিখতে পারবো তবুও শেষ হবে না। শুধু এতটুকু বলবো প্রেম ভালোবাসা বিয়ের আগে করা উচিৎ নয়।বিয়ের আগে এটা করলেই জীবন ধ্বংস।
৯০ দশকের ছেলে-মেয়ে আমরা। একটা সময় এই গানগুলো শুনে, জীবনের সব থেকে কাছের মানুষটার জন্য ফোঁটায় ফোঁটায় চোখের জল ফেলেছি। আজ অনেক বছর পর শুনছি।..❤️..কমেন্ট টা রেখে গেলাম পরের প্রজন্মের জন্য। (From: thakurgaon)
আমারা গানের শ্রেষ্ঠ সময় জন্ম গ্রহণ করেছিলাম। কারন আমাদের সময় যেই শিল্পী গুলো তাদের যে গান গুলো উপহার দিয়েছে, বাংলা গানের জগতে আর ঐ রোমান্টিক গান আর আসবে না। হাবিব, ন্যান্সি, আরিফিন রুমি,বালাম,পুজা,হৃদয় খান, ইমরান, আরো অনেকেই আছে, তাদের গান গুলো সবার হৃদয় জয় করে নিয়েছে।❤
Ami akta meye ke nijer jiboner chaite besi valobascilam but apni paicen ar ami paini....take sara jibon ar jonno ami hariye felci ar mone hoi kokono take ami ar pabo na.....
গানটিতে মিশে আছে হাজারও অতীত,ভালোবাসা আবেগ অনুভূতি তার কথা মনে হলে আজও গানটি শুনি, বহুদূরে আজ সে, তবুও কাছে মনে হয়, মনে হয় মনের একলা ঘরে আজও সে আছে, থাকবে সেই মানুষটি যার জন্য ছিলো ভালোবাসা
আহ সেই সময় টা ছিল আমাদের। 2 দিন ধরে নাটকটা দেখছিলাম প্রায় ১২-১৩ জন বন্ধুরা মিলে। পরে গান ডাউনলোড করেছিলাম। সম্ভবত তখন ১জিবি ৩০০ টাকা নিত। টানা কয়েক মাস আমাদের জাতীয় সংগীত ছিল। ইভেন রিং টোন ও ছিল
তখন স্কুলে পড়তাম বাটাম মোবাইল এ গানটা অনেক শুনতাম,ফাগুনের সেই দিনগুলোতে তাহাকে সাইকেল দিয়ে দেখতে যেতাম গানটা শুনতাম।এখনো সেই আবেগ গুলো মিস করি আর কখনো পাব না সেই সোনালী অতীত।
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শেনা হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম। দীর্ঘ যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবো তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবারো শুনতে আসব প্রিয় গানটা।
এমন কোনো দিন নেই এই গানটা শুনি না, অনেক স্মৃতি জড়িত আছে এই গানের মধ্যে। গানটা শুনলেই সে স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে, মনে হয় আবার যদি সে সময়টায় ফিরে যেতে পারতাম জীবনটাকে গুছিয়ে নিতাম। যদিও আমাদের বিয়ের বয়স ৮ বছর আর সম্পর্কের বয়স 15 বছর। আমার বউ ছিল হিন্দু, বিয়ের পরে সে মুসলমান হয়েছে সবাই দোয়া করবেন আমাদের জন্য।।। ❤️❤️❤️
টিফিনের টাকা জমা করে লোডের দোকান থেকে এসব গান লোড করে এনে হেডফোন লাগিয়ে কত শুনতাম। এখন সব নাগালের মধ্যে, কিন্তু আগের মতো এত আবেগ কাজ করেনা বর্তমানের গানগুলোতে। ২০২২ এ কে শুনছেন লাইক দিয়ে যাবেন।
৯০ দশকের ছেলে-মেয়ে আমরা। একটা সময় এই গানগুলো শুনে, জীবনের সব থেকে RA KI B কাছের মানুষটার জন্য ফোঁটায় ফোঁটায় চোখের জল ফেলেছি। RA KI B আজ অনেক বছর পর শুনছি।.RA KI B.❤..কমেন্ট টা রেখে গেলাম পরের প্রজন্মের জন্য। RA KI B
2023 সালে এসে ও শুনতেছি,কিন্তু 2011,2012 সালে শুনলে যেমন ফিলিংস আসতো এখনো সেইম ফিলিংস আসতেছে ,সেই আগের অনুভূতির কোনো পরিবর্তন হয় নি,বার বার শুনতে খুব ভালো লাগে ❤❤
দেখতে দেখতে ১২ টি চলে গেছে এই গানগুলো আমি দোকান থেকে মেমোরি লোড করে শুনতাম,যদি ও চার্জের এর কারনে বেশিক্ষন শুনতে পারতাম না, এখন এই গান শুনলে সেই সোনালী অতীতে পিরে যায়।
বার বছর আগে সুনছি , আজ আমার সুনলাম, আমার খুব পছন্দ শিল্পী মোশাররফ ভাই আরফিন রুমি, সেই সময় প্রতি দিন বিকালে ম্যমোরি লোড করে বন্ধুদের নিয়ে বিকেলে নদীর পাড়ে খুরতে যাইতাম এই গান গুলো সুনতাম, হারিয়ে গেছে সেই সোনালি দিন গুলো 😭😭😭😭😭😭😭😭
এরকম গান কি আর পাব না?খুব মিস করি সেই ২ জিব্বি মেমোরি ব্যবহার করা দিনগুলো সে সময় ইউটিউব তেমন একটা ব্যবহার হতো না।কিন্তু ২ জিবি মেমোরি লোড থাকতো,ইলিয়াস,আফরিন রুমি,বেল্লাল খান,কাজী শুভ, ইমরান এদের গান
kichu kichu gaan flashback e niye jai...Alhamdulillah amra eksathei achi...tobe ei gan gula sunle mon chai abar chole jai sei somoi tai sei jaigai...valobasha obiram