আলহামদুলিল্লাহ ভাই আপনার কথা শুনে আমার এই কনকনে শীতের মধ্যেই গরম লাগছে গায়ের কোট খুলে আপনার কথা গুলো শুনছি বতমানে ভাইয়া। চোখের মুখে সফলতা অর্জন এর সুখ এখন থেকে অনুভব করছি।
🤲সামনে ১৫ তারিখ এ আমার Ssc পরীক্ষা সবাই দোয়া করবেন যাতে ভালো রেজাল্ট করে পাস করতে পারি 🤲🤲 দোয়া করি আমি সহ ২০২৪ সালের সকল ssc ব্যাচ ভালো রেজাল্ট করে আসতে পারি 🤲 আমার ইচ্ছে যে একটা চাকরি করে অসহায় মানুষের পাশে দাড়াবো দোয়া কইরেন সবাই 🤲🤲🤲 আমিন,,, 🤲আল্লাহ আল্লাহ 🤲
আমার আব্বা আমার সমস্ত কাজকে পারবিনা বলতো.... কিন্তু আজ আমি ওনার কথায় না ভেঙে আমি কাজটি সম্পূর্ণ করতে পেরেছি... এখন সেই কাজের পথে এগিয়ে চলেছি আল্লার দোয়ায়। আমার আব্বা কোনদিনই আমাকে মোটিভেট করেননি কিন্তু আমি শিক্ষিত ও পড়াশোনায় খুবই ভালো তা জেনেও তিঁনি আমাকে আমার কাজের প্রতিকে সাহস দেখাতে কখনোই সাহায্য করেননি। আপনার ভিডিও আমাকে সাহায্য করেছে এগোতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।