আরে না ওরম হয়ে যায়। সবাই উচ্চারণ করতে পারে না, কিন্তু তাই বলে এরম বলা অনুচিত। 'স্ত্র' উচ্চারণ করার সময় আমরা যে ssss উচ্চারণ আগে করি সেটা সবার হয় না তাই আগে একটা 'ই' লাগায় সুবিধের জন্য। দেখুন যেমন স্কুলকে ইস্কুল তো বলাই হয়...।
আহারে তোমার কর্ন দ্রৌপদীকে বেশ্যা বলল আহা কি সুন্দর প্রতিভা। 😂😂 আর তোমার কর্নের দুই স্ত্রী বিশালী সুপ্রিয়া। আর সে সারাটাজীবন দুর্যোধনের চামচামী করলো। কি সুন্দর 😂😂😂😂😂😂
@@BengaliKirtan আমি না হয় জানলাম না, তাই বলে কি কেউই জানে না,, আমি আজ পর্যন্ত শুনিনি,, আর মহাভারতে এটি দেখায়ও নি,, যেখানে ভীমের ১ম বিবাহতো ঠিকই দেখিয়েছে।। তাহলে অর্জুন মহাভারতের এত গুরুত্বপূর্ণ চরিত্র হওয়া সত্বেও এ নিয়ে কিছুই বলল পর্যন্ত না।।
মহাভারত সিরিয়াল এর উপর নির্ভর করে যদি আপনি বলেন তাহলে দিদি আপনি আকদম বোকার মত কথা বলছেন। মহাভারত এতো বড় একটা মহাকাব্য সেখানকার সব কাহিনী সিরিয়াল এ দেখায়নি। আপনি একটু খেয়াল করে দেখেন দূরর্যধন, দূঃশাসন এরাও তো বিয়ে করছিল এদের বউদের তো দেখায়নি। কর্ণ তখনকার সব রাজার সাথে যুদ্ধ করে জয়ি হয় সেটাও দেখায়নি। কর্ণ, দুর্যোধন, দুঃশাসন সবার ছেলে ছিল তাদের ও দেখায়নি। মহাভারত এর জ্ঞান শুধু সিরিয়াল থেকে নিতে গেলে সব কিছু জানতে পারবেন না। জানার জন্য বই পরুন। ধন্যবাদ দিদিমণি।
@@BengaliKirtan আমি জানি, টিভি সিরিয়ালে সব দেখানো কোন ভাবেই সম্ভব নয়।। দুর্যোধনের মেয়ে আর কৃষ্ণর ছেলের যে বিবাহ হয়েছিল তাও দেখায়নি।। সবার সব ঘটনা দেখানোর প্রয়োজনও নেই, কারণ তা এতটা গুরুত্বপূর্ণ নয়,,, কিন্তু অর্জুন মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র,, তাই এটাতো অবশ্যই দেখাতো ।। তাই না আর মহাভারত নিয়ে সিরিয়াল সিনেমা কম বেশি, অনেক তৈরি হয়েছে,, কিন্তু এই বিষয়টি কোথায় দেখানো হয়নি।।
@@unknownname2705 আপনি মহাভারত কাব্যগ্রন্থ পরে দেখতে পারেন। আপনি কোন টিভি প্রোগ্রামএ দেখেননি তো। আমি বলছি সনি আট চ্যানেল এ মহাভারত এর একটা কার্টুন সিরিয়াল হয় ওটা দেখতে পারেন।