নমস্কার। আপনার শেখানর পদ্ধতি আমার এই বৃদ্ধ বয়সে আমাকে প্রচন্ড অনুপ্রাণিত ক'রছে। আজ বহু বছর সঙ্গীত আমার জীবন থেকে হারিয়ে গেছে। কিন্তু আপনার শেখনোর পদ্ধতি আমাকে আবার লোলুপ ক'রছে। আবার কি সম্ভব?
নিশ্চয়ই সম্ভব, আমাদের এই চ্যানেলে আমরা প্রায় ৩০০ গানের টিউটোরিয়াল বানিয়েছি। সেগুলো দেখে ফলো করার চেষ্টা করুন, কোথাও অসুবিধা হলে নির্দ্বিধায় কমেন্ট করবেন। Whatsapp করতে পারেন, অথবা যে কোনও সোমবার এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে ফোন করতে পারেন এই নম্বরে, +91 89026 85419
সাবস্ক্রাইব করা আছে। আমি গান শুনি। ভালো লাগে। এই গানটি বার বার শুনে শেখার চেষ্টা করছি। আপনার শেখানোর পদ্ধতি ভালো। অনেক শুভেচ্ছা জানাই। ভালো ও সুস্থ থাকুন। 🌹💚🙏🏼🙏🏼💚🌹💚🙏🏼🙏🏼💚🌹
স্যার, আপনার শেখানোর সত্যিই তুলনা নেই। এইভাবে ধরে ধরে শেখানোর সুফল আমার মতো দুর্বল ছাত্রীদের খুবই সুবিধে হচ্ছে। আমি দক্ষিনী র প্রাক্তন ছাত্রী। আপনার অনলাইন ক্লাস follow করে উপকৃত হচ্ছি । "ওহে সুন্দর মম গৃহে আজি " এই গানটা শেখানোর বিশেষ অনুরোধ রইলো।
Khub khub sundor bhabe sekhan apni..... Ami nije gan kori na....Mane janina....kintu gan sonar j anondo ache.... Kintu apnar video dekhte besh bhalo lage....sathe gan sonar moja.... Dhonyobad..... pronam neben 🙏🙏🙏
প্রতি দিন এই গানটি আপনার কন্ঠে শুনে দিন শুরুহয়।।একটি অনুরোধ:আপনার কন্ঠে এই গান: আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে।শুনতে চাই।মোহন সিং এর কন্ঠে শুনেছি।মাঝে মাঝে গাই।
আমি youtube e প্রায়শই গান শুনি আর নিজেও অল্পবিস্তর সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত চর্চা করি। আজ হঠাৎ আপনার channel to নজর এ আসে। এই গানটি আমার অতি পছন্দের গান এর মধ্যে একটি। আপনার tutorial টি কৌতুহল বশত পুরোটা শুনলাম। খুব ভালো লাগলো এই কঠিন গান টি আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন। যাদের গানের basics জানা আছে, আপনার tutorial follow করে নিশ্চিত উপকৃত হয়েছে বা হবে। শুধু একটা বিষয় যেটা কানে লাগলো, বেশ কিছু সময় 'হ' শুনতে লাগছে 'ঘ', যেমন, মহা শুনতে লাগছে মঘা। আবার কিছু সময় ' এ কি সাজে ' শোনাচ্ছে ' হে কি সাজে '। এই উচ্চারনের দিকটা একটু নজর দিলে ভালো হয়। যারা এই tutorial follow করে গান শিখবে, তারা আরো উপকৃত হবে। 🙏🙏
প্রাণ ভরে গেলো।গানের কিছুই জানিনা।তবে আপনাকে শুনে শুনে শিখে ফেলেছি।যদি আপনার কাছে থাকতাম তবে জীবনের শেষে এই গান নিয়ে থাকতাম।আপনি ভাল থাকেন আনন্দে আছেন আনন্দে থাকুন।জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রন।
আপনার গানটা খুব খুব ভালো লাগে আপনার শেখানোর পদ্ধতি এবং গায়কী অতুলনীয়। আপনি আরো আরো গান শুনতে চাই শিখতে চাই বুঝতে চাই আমরা গান প্রিয় মানুষ গান গাই নিজেদের সাধ্যমত গুণী মানুষরা আছেন বলে অনেক অনেক সুবিধে হয় ভাল থাকুন সুস্থ থাকুনরআপনার একটা এপিসোড ছিল যেখানে লেপেল কেনার জন্য একটা লিংক দিয়েছেন আমি সেটা খুঁজে পাচ্ছি না দয়া করে যদি আবার এই লিংকটা দেন খুব সুবিধা হয় ধন্যবাদ
লেপেলের ভিডিওর লিংক ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rQm6BrhTJDA.html ru-vid.com/show-UCjPP8ryJqB2at27u5pTrfYQ একটি সনির্বন্ধ অনুরোধ, এটি আমার দ্বিতীয় চ্যানেল, হারানো সুর হারমোনিয়াম টিউটোরিয়াল। পুরনো বাংলা আধুনিক গান চর্চার পাশাপাশি হারমোনিয়ামের নানা কলাকৌশল ও অনুশীলন সম্বন্ধে আলোচনা থাকতে চলেছে এই চ্যানেলে। সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই।