সুন্দর বনের বাঘ , কুমীর, প্রাকৃতিক দূর্যোগ বিভিন্ন প্রতিকূলতার মধ্যে সুন্দর বনের মানুষের পাশে থাকা,সমাজের মানুষের সামনে তাদের তুলে ধরা সত্যিই অতুলনীয় । ভালো থাকবেন ।।
আজ হঠাৎ করে রামপাল খেয়াঘাটে বেলায়েত ভাইয়ের সাথে দেখা।আমি তো একেবারে অবাক। কথা হলো, একসাথে বসে চা খেলাম। মোহসীন ভাইয়ের বিষয়েও কথা হল। দুই ভাইই খুব ভালো মনের মানুষ।
👉 সরকারের গোলামী করে এমন হাজারো অসাধু সাংবাদিক নামের সাংঘাতিকদের মধ্যে আমার দেখা আপনি একজন সাংবাদিক জিনি দেশ, মানুষ, পরিবেশের জন্য অক্লান্ত ও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন! 🤛 ভালোবাসা নিবেন প্রিয় ভাই 💞
মাশাল্লাহ, প্রকৃতির অফুরনীয় দান আমাদের দেশের সম্পদগুলো, সঠিকভাবে রক্ষনাবেককন আর পরিচালনা করতে পারলে অনেক কিছু করা সম্ভব হতো, পরিশ্রমী মানুষগুলো আসলেই দেশের গৌরব, দুঃখ লাগে এতো পরিশ্রমের পরেও মানুষগুলোর কস্ট যেন শেষ হয়না,আপনাকে ধন্যবাদ এসব সাধাসিধা মানুষদের দেশের তথা বিশ্বর কাছে পরিচয় করে দিয়েছেন
আপনার এই মাছ ধরার ভিডিও, আমার ছোট্ট ছেলে খুব মন দিয়ে দেখে, প্রতিদিন ডাউনলোড করে বাসায় নিয়ে রাতে দেখি, আমি আমার স্রী ও ছেলে, ওরা আপনার খুব ভক্ত ভালো থাকবেন আপনি ও বেলায়েত ভাই সহ সকলে। 🌿🌿♥️♥️
আসসালামু আলাইকুম ভাই। মাছ ধরার দৃশ্য দেখে খুব ভালো লাগলো। এতো সুন্দর চিংড়ি মাছ দেখে খাওয়ার ইচ্ছে হচ্ছে। ধন্যবাদ এতো সুন্দর একটা মাছ ধরার দৃশ্য দেখানোর জন্য।
আমি ভীষণ রকম মাছ পছন্দ করি আর যখন এই রকম মাছ ধরার দৃশ্য দেখি তখন মাছ খাওয়ার প্রতি লোভ আমার আরও বেড়ে যায় আর নতুন করে এখন আবার চাকা চিংড়ির প্রেমে পড়ে গেলাম.....অসংখ্য ধন্যবাদ এটা শুধু আপনার জন্যই সম্ভবপর...
মাঝি বাইয়া যাও রে , খুব ভাল লাগল আপনার হাতে বৈঠা দেখে । সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য কে এত্ত আকর্ষণীয় ভাবে তুলে ধরার জন্য হাকিম ভাই কে অসংখ্য ধন্যবাদ।
Vai jodi probash Jibon theke kokhno oboshor pai 1 ta din ontoto chaibo aprnar sathe par korte shundor bone ..bar bar chai apnar vedio gulo ..amar to din valo kate,onek onek kajer moddhe die apnake dekhe ,apnar kaj dekhe ..valo theken vai ..apnar shusthotar jonno doa korbo ami
মাছ মারতে বা মাছ মারা দেখতে আমার অনেক ভালো লাগে,সেজন্য আজকের এপিসোড টা আমার কাছে অনেক স্পেশাল ছিল,আমি যতই আপনার ভিডিও দেখি না কেন আমার মন ভরে না শুধু আপনার ভিডিওগুলো দেখতে মন চায়,দোয়া এবং শুভকামনা রইল স্যার আপনার জন্য আল্লাহ যেন আপনাক সকল বিপদ মুসিবত থেকে রক্ষা করে
অপেক্ষায় ছিলাম কখন ভাইয়ার ভিডিও ছাড়া হবে এরই মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম অবশেষে ভিডিওটা দেখতে পেলাম দেখেও নিলাম ভাইয়া একটা বিশেষ কথা আপনার সাথে শেয়ার করতেছি ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজের সামনে যে পুরনো বটগাছটি আছে সেটা অচিরেই কেটে ফেলা হচ্ছে শুনলাম ওখানে ভবন হবে ভাইয়া আপনার দৃষ্টি আকর্ষণ করছি গাছের জন্য আমার মন খুব কাঁদে আমাদের দেশের একটাও গাছ কাটা হোক এটা আমি চাইনা আপনি ভালো থাকবেন ধন্যবাদ
আমি, আপনার এ সুন্দরবনের ভিডিও গুলো দেখে গর্ববোধ করি,যে ডিসকভারের আছে যেমন,বিয়ারগিলস্, আমাদের বাংলাদেশে সুন্দরবনে আছে তেমনি মহাসীন ভাই বেলায়েত সরদার,আরো সংগ্রামী মানুষ, আল্লাহ আপনাদের সবসময় সুস্থ রাখুক,আমি দক্ষিণ কোরিয়া থেকে আপনার এ সুন্দরবনের ভিডিও গুলো উপভোগ করি, সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারেন এ কামনা করি ভাল থাকবেন।
এই জায়গায়টাই আমি নিজে গেছি। ছিলাম ওখানে। প্রচন্ড কষ্টসাধ্য ব্যাপার ওখানে বাস করা। আমার বন্ধুর জন্য পাত্রী দেখার সুবাদে ওখানে যাওয়া। এটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ংকর ও রোমাঞ্চকর অভিজ্ঞতা।
কিছুক্ষণ আগে আপনার সাথে দেখা হয়েছিল কিন্তু কথা বলতে পারিনি, আমি আপনার বাসার পাশেই থাকি, আপনার সাথে দেখা করতে চাই। ফার্মগেইটে দেখা হয়েছিল, কলা কিনে নিয়ে আপনি বাসায় যাচ্ছিলেন। এইতো কিছুখন আগে।
সুন্দরবন কে ভালোবাসেনা এরকম বাঙালির সংখ্যা কম। আর মাছ খেতে বা মাছ ধরা দেখতে ভালোবাসেনা এরকম বাঙালির সংখ্যা বিরল।আপনার ভিডিও মাধ্যমে এগুলো দেখলেও, আমাদের পাওনা নেহাৎ কম নয়।ধন্যবাদ। ভালো থাকবেন। হাওড়া, প,ব।
একমাত্র আপনিই পারবেন জেলেদেরকে উদ্বুদ্ধ করতে এবং বুঝাতে "বিষ" দিয়ে মাছ ধরার ক্ষতি এবং তার পরবর্তী সমস্যাগুলো। আমার এবং আমাদের বিশ্বাস আপনি সেই কাজটি ভালোভাবে করে যাচ্ছেন। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন....
ভাই যমুনা টিভিতে প্রচারিত আপনার সংবাদের ভয়েসটি অন্য রকম সুন্দর লাগে। হৃদয়ের গহীনে গিয়ে বিদ্ধ হয়। অনেক সময় চোখে পানি চলে আসে। কিন্তু এই চ্যানেলের কোনো ভিডিওর ভয়েসে সেই আবেগ অনুভূতি পেলাম না।
স্যার, আমি সিজন ৮ থেকে আপনার নিয়মিত দর্শক। তখন ভিডিও গুলো রাত নয়টার সময় আপলোড করতেন। ইভেন এমন হয়েছে লাইব্রেরি থেকে সময়ের আগে বেরিয়ে এসেছি আপনার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে দেখবো বলে 😊 এখন ১০ টার সময় আপলোড করছেন, আপাতত সেই সমস্যা মিটেছে আমার। আমার কাছে মনে হয় ১০ টা ঠিক আছে। অনেক ধন্যবাদ ও ভালবাসা সুন্দরবন কে বিশ্বের সামনে তুলে ধরার জন্য ❤️
ইচ্ছে করলেই সরকারের উচ্চ পদে চাকুরী নিতে পারতেন, হতে পারতেন বড় কোন রাজনীতিবিদ, কিন্তু আপনি যে সাদা মনের মানুষ❤️ আপনার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ।
সুন্দরবনকে দুই ভাগ করে। এক অংশে ছয় মাস, অন্য অংশে ছয় মাস মাছ ধরলে, আমার মনে হয় সব সমস্যা সমাধান হবে।সুন্দরবনের সমস্যা সমাধান, সবাই যুক্তি মতামত দেন। আমার মনে হয় মহসিন ভাই আপনি বিষয়টি দেখবেন।