ভাই ওনাদের থেকে একটা চেয়ার নিছিলাম, আমি কুরিয়ার খরচ টা এডভান্স দিয়ে দিছি আর বলছি আপনারা কুরিয়ার খরচ টা দিয়ে দিবেন কিন্তু ওনারা কুরিয়ার খরচ টা দেয় নাই। এখন এই কুরিয়ার খরচ এর ৪০০ টাকার জন্য আমি মিনিমাম ১০/১২ বার ফোন দিছি যতবার ফোন দিছি শুধু এই কথাই বলে দিয়ে দিচ্ছি ১০/১৫ মিনিট পরে কিন্তু আর দেয় না আজকে ৮/৯ দিন ধরে এই গান শুনতেছি। ওনাদের সার্ভিস খুবই বাজে।