ইন শা আল্লাহ হবে, তবে গাছে ফুল আসার জন্য পর্যাপ্ত রোদ দরকার। চারার বয়স ২৫ দিন হলে অপ্ল সার দিতে পারেন তবে তা গোড়া থেকে ৬ ইঞ্চি দূরে। তবে খইল পচিয়ে দিতে পারলে বেশি ভালো হতো
আমি ভালো একটা বীজের দোকান থেকে এই বীজ কিনেছি, ওরা বলেছে এটা খুব ভালো হবে। প্রতি পিস ১০ টাকা নিয়েছে। কিন্তু কোন কোম্পানির নাম বলেনি। আমি ১২ টা বীজ কিনেছিলাম এর মধ্যে ৯ টা গাছ এখানে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ আপু।