একটা ওয়াশিং মেশিন এর মেইন পার্ট হল এলো এর মোটর এবং কন্ট্রোল সার্কিট । আর , বাকিটা হচ্ছে একটা কেসিং । একটা ভালো মানের মোটর এর দাম বড়জোর ১৫০০ টাকা হবে এবং কন্ট্রোল সার্কিট এর দাম বড়জোর ৫০০-১০০০ টাকা হবে । সুইচ-সকেট, তার জয়েন্ট এর আনুমানিক খরচ প্রায় ৫০০-১০০০ আর , বাকি থাকে এর বাকেট বা ওয়াশিং এর কেসিং । এর দাম বড়জোর ১০০০ টাকা হবে । তাহলে , সবমিলিয়ে এই ওয়াশিং মেশিন তৈরিতে খরচ প্রায় ৪০০০-৪৫০০ টাকা । এটি মূলত , মোটামুটি বড় সাইজের (6kg) ওয়াশিং মেশিন এর একটি আনুমানিক হিসাব । সেই অনুসারে , আমাদের দেশি কোম্পানিগুলো গ্রাহকের কাছ থেকে বেশ অধিক পরিমাণে লাভ করছে । দেশি কোম্পানিগুলো দেশী নাম ব্যবহার করে মূলত মানুষের ব্রেইন ওয়াশ করছে । ধন্যবাদ✨
সবাই বলে ওয়ারেন্টির কথা, যখন ক্রয় করা হয়, এরপর পণ্য কোন কারণে সমস্যা দেখা দিলে তাদের পিছনে ঘোরে যে পরিমাণ টাকা অপচয় করতে হয় তাহলে ঐ টাকা দিয়ে আরেকটা মেশিন ক্রয় করা যায়।
কুমিল্লা জেলা পৌঁছাতে কি ফি কত লাগবে,,সামসাং কত, অটো,ওয়াসিং মেশিন, ওয়ারেন্ট কত দিন,আমি সৌদি আরবে সেট করি, সেট করতে হবে না, ইউজ ও করি,,,ভিডিওর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই
প্রথমবার এমন সবাই উৎসব দোকানদারের বলে বাসায় গিয়ে ঠিক করে দিবে,,,,😁 আসলে ঠিক করে দিবে, দিবে বলে আসলে তা করে না। ফোন দিতে দিতে দিতে দিতে 10 মাস একবছরের চলে যায় এরপর কাজের কাজতো কিছু হয়ে না মোবাইলের টাকা খরচ করা
আপনি সত্যি বলেছেন পুনরায় যেভাবে বলে প্রোডাক্ট বিক্রি করছে বাংলাদেশ যদি এমন হতো তাহলে সবাই জান্নাত বাসি হয়ে যেত মুনাফেকের মত জীবিত থাকতো না কেউ এখানে মেজরিটি সব মুনাফেক যেটা সত্য সেটা বলে বিক্রি করেন তাতে অসুবিধা কথা আমার লাগলে আমি নিব না হলে নিব না আর কিছু ভিডিও মেকার আছে যাদের কাজই হলো (ওয়াহ আহি ) বলা😂😂😂😂😂😂
এতো সুন্দর করে বুঝিয়ে দেয় আমাদের, সেতো খারাপ ভাবে বা খারাপ কিছু বলেনা, তো আপনার কথার ধরনে বুঝা গেলো সাইফুল ভাই যে বকবক করে আপনি তার চেয়েও বেশি, তা না হলে এমন করে বলতেন না, কারণ ব্যবহারই বংশের পরিচয়, আবার বলেন বকবক করে, আপনার শুনতে ভালো না লাগলে আপনি শুনেন কেন, সাইফুল ভাইয়া বা কেউ কি আপনাকে শুনতে বলে, শুধু শুধু এভাবে বলে অনলাইনে নিজ থেকেই ছোট হন কেনো ভাইয়া.? সরি কিছু মনে করবেন না ভুল হলে ছোট বোন হিসেবে ক্ষমা করবেন-!!
আসসালামু আলাইকুম ভাইয়া আপনার কথায় আমি এক মত হতে পারলাম না কারণ ৪৫ মিনিটে যদি কাপড় ধোয়া যেত তাহলে তো কোন কথাই ছিলোনা একটা ফ্যামিলিতে কম থেকে চার বার কাপর দুতে হবে তারপর ৪+ ৪৫ এ কতো বার হবে আমি দুই আমি জানি মাসে ৫০০+৭০০ টাকা বিল আসে।
Ei shop er after sale service onek baje, hat ey ekbar tk paoar por apnak chinbe na. Even product delivery deoar shomoy eo jodi kono issue hoy, tokhon solution paben na, r hidden charge thake
✍️ মিস্টার সাইফুলকে মনে হয় হকারের মতন বাসের মধ্যে দেখা বেশি বেশি কথা বলে এই ধরনের লাগে 🥀 বেশি কথা বলেই যে বিয়ার্স ক্রাফট চলে আসবে অথবা যারা বিজনেস করেন আপনাকে ছুটি নিয়ে আরো ভিডিও বানাবেন তা কিন্তু নয় আগে কাস্টমার বুঝতে হবে আপনার ভিডিওর ভিতর কি রয়েছে আপনারা অতিরিক্ত কথা বিরক্ত লাগে সকলেরই
যিনি প্রোডাক্ট ডেমোনেস্ট্রেশন করছেন তাকে বলতে দিন। আসলে এসব ব্যাপারে ভিডিও করলে কিছু পড়াশোনা করে শুরু করতে হয়। ১০কেজি ও ১২ কেজির ফ্রন্ট লোডিং স্যামসাং ব্রান্ডের ইনভার্টার কি কি ওয়াশিং মেশিন আছে? আমরা শার্প, স্যামসাং ইত্যাদি ব্রান্ডের ওয়াশিং মেশিন চাচ্ছি। তবে ওয়াশিং মেশিনের দাম এতো বেশী হয়না।