আমি মনে করি নিজের কর্ম করে যাও সবার প্রতি দায়িত্ব পালন করে যাও তাতে তোমার কেউ প্রশংসা করলো কি না করলো এসে যাওয়া উচিৎ নয় কারণ মানুষ এর সেই ক্ষমতা নেই কোনো ভালো জিনিষকে গুরুত্ব দেওয়া বা মূল্য দেওয়া..... তোমার ভালো কর্ম নিঃস্বার্থ কর্ম একমাত্র সর্বশক্তিমানই দিতে পারে তার মূল্য.... তাই আমি এই চিন্তাধারাতেই চলছি
আমার জীবনে কম দুঃখ কষ্ট নেই, প্রথম প্রথম খুব এই নিয়ে চিন্তা করে করে দুঃখ পেতাম but সময়ের সাথে সাথে জিনিষগুলোকে light নিয়ে নিয়েছি তাই আর এইসব দুঃখ কষ্ট আমাকে আর সেরকম কিছু trigger করতে পারেনা.... কারণ এখন আমি শুধু ভগবানের নাম এর পথেই হাঁটতে শুরু করেছি, উনার নামেই আমি মনের শক্তি বাড়িয়ে তুলি
আমার ভাবনার সঙ্গে আপনার কথা পুরোপুরি মিলে যায়। আপনার কথা শুনতে খুব ভালো লাগে। যদি কেউ তার দুঃখের কথা শোনাতে আসে, তার সাথে কেমন আচরণ করতে হবে। কীভাবে তাকে সান্ত্বনা দিতে হবে, এ বিষয়ে যদি কিছু আলোচনা করেন খুব ভালো হয়।
আমার জন্য প্রথমটাই প্রযোজ্য। আর এটার জন্য দরকার আ...। আর সমস্যাকে স্বীকার বা মেনে তো নিলাম। কিন্তু এর সাথে না পাওয়ার কি সম্পর্ক? সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। আর সমাধান নেগেটিভ হবে কেন, পজেটিভ হবেনাই বা কেন? দুঃখ - কষ্টগুলো কে কোনো একটা সময় পুনরায় আনন্দে পরিণত করা যাবে না - এটা হয় না, একটা অসম্ভব ব্যাপার। তাহলে তো বলতে হবে, আপনি নিজেই নেগেটিভ, আপনার সবার আগে পজেটিভিটি প্রয়োজন। জীবনে সব পাওয়া হয় না। কিন্তু প্রধান পাওয়া গুলোই বাঁচতে শেখায়। আর প্রধান পাওয়ার মধ্যে থাকে মনের মানুষ। আর বললেন, অতীতের কথা? অতীত যদি ভুলে, বর্তমানকে নিয়ে বাঁচার কথা বলেন, তবে ভেবে দেখুন নিজেকে।
স্বস্তিবার্তার জয় হোক খুব সুন্দর আলোচনা শুনে মনটা ভরে যায়। আমি আজকে লাইভে ছিলাম খুব ভালো লাগলো। পরমপিতার চরণে আপনার মঙ্গল কামনা করি খুব খুব ভালো থাকবেন। জয়
এই প্রথম আমি ভাস্মিতা🙏লাইভ অনুষ্ঠান দেখছি কোচবিহার থেকে কি যে আনন্দ হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারছিনা, এতো পরিষ্কার বক্তব্য বুঝতে অসুবিধা হয়না 💐💐ভালো থাকবেন দাদা।
আমি আপনার কথাগুলো শুনি আমার খুব ভালো লাগে আমি কোলকাতায় থাকি চিত্রা বোস আপনার কথাগুলো শুনি আমার খুব ভালো লাগে দাদা আপনি ভালো থাকুন ভগবান সবার মংগোল করুক
দাদা প্রনাম নেবেন🙏🙏 আপনার কথা গুলি খুব ভালো লাগলো এই রকমের আলোচনার ভিডিও আরও দেবেন আমার মত যারা মানষিক সমস্যার মধ্যে আছে তাদের জন্য নতুন করে পথ ধরে এগিয়ে যেতে পারি
নমস্কার, ভীষণ ভালো লাগছে বাস্তব সত্য কথা কিন্তু স্যার কেন বেরুতে পারছি না। অনেক মানসিক চাপে থাকি। মা, বাবা, স্বামী সবাই কে হারিয়েছি এ যন্ত্রণা থেকে আমি কিছুতেই বেরুতে পারছি না। সন্তানের জ্বালা কি করবো ভাবতে পারছি না।
শুভ সন্ধ্যা দাদা প্রণাম নেবেন ❤খুব ভাল আলোচনা যা অত্যন্ত উপকারী ❤ প্রিয় মানুষের সাথে গল্প করতে বলেছেন খুবই ভালো কিন্তু যার প্রিয় মানুষটা নেই তার জন্য কি উপদেশ দেবেন ? বয়স হয়ে গেছে কেউ সেভাবে মিশতে ও চায় না ,তার কি হবে দাদা ? অপেক্ষায় থাকবো । ধন্যবাদ ❤❤❤
দাদা ভাই আপনার প্রতি টা কথা অসাধারণ কিন্তু সব কষ্ট কি মেনে নেওয়া যায়,যায় না,😢আপন কিছু মানুষের দেওয়া আঘাত মৃত্যুর যন্তনা থেকে ও ভয়ঙ্কর হয় সবাই চায় টেনশন মুক্তো থাকতে ভালো থাকতে কেউ ইচ্ছা করে টেনশনে থাকতে চায় না😢 আর এখন আমরা ভালো মানুষের প্রতি আসক্ত হতে পারি না এবং হই না কেউ যদি ভালো কথা ও বলে, তাকে বলা হয় বাসন দিচ্ছে এমন কি আপনাদের মতো বহু লোকের মূল্যবান ভিডি কথা শুনলেও তাতে ও গায়ে জ্বালা পোড়া করে কিছু মানুষের ভালো গান তো থাক দূরে, ফোন বলি আর প্রযুক্তি বলি ইউটিউব ফেসবুক যেটাই হোক ভালো মন্দ সব কিছু আছে তবে কজন মানুষ আছে এই ভালো টা শুনে বা দেখে বলেন ,😢ভালো থাকবেন🙏 আরো খুব সুন্দর সুন্দর আপনার মূল্যবান কথা প্রচার করে দেশ টাকে জাগ্রত করেন শেষ হয়ে যাচ্ছে আমাদের দেশ😢
Sir apnar video dakhe amar khub valo lagea amar mangolik acha ti ami khub manosik ar saririk jontrronar modha ache kie korla aktu valo thakbo aktu bolla valo hoi aktu answer daben 😢
দাদা আমি ও আমার স্বামী প্রায় প্রতিদিন আপনার বক্তব্য শুনি। সবাই কী ভাবে ভালো থাকা যায় এর উপর আলোকপাত করেন। কিন্তু আমি জানতে চাই যখন সব ঠিকঠাক চলছে তখন আমাদের চলা টা কেমন হওয়া উচিত।
সন্তোষপুর থেকে মধুমিতা ব্যানার্জি। শ্রদ্ধেয় স্যার আপনার কথা গুলো শুনে মনে যতটা প্রেরণা পাই, কাজে করা আর ও অনেক বেশী শক্ত। আমি তো একদম ই পারব না। আমি খুব দুর্বল মনের মানুষ। তাছাড়া আমার আর্থিক অবস্থা তত স্বচ্ছল নয়। যে রিক্সা করে মন্দিরে যাব। অত এব আপনি আমার উপাসক। আপনার কথা আমার কাছে বেদ বাক্য। কঠিন হতে না পারলেও শুনতে খুব ই ভালো ও সুন্দর লাগে। আপনি আমার প্রণাম গ্রহণ করবেন।